ETV Bharat / state

Nirmala Mishra Passes Away: 'সংগীত জগতের অপূরণীয় ক্ষতি', নির্মলা মিশ্রের প্রয়াণে শোকবার্তা মমতার - Mamata Banerjee on Nirmala Mishra

প্রয়াত বর্ষীয়ান সংগীতশিল্পী নির্মলা মিশ্র (Nirmala Mishra)। শনিবার রাত 12টা 5 মিনিটে তাঁর চেতলার বাড়িতেই জীবনাবসান হয়েছে সংগীতশিল্পীর । তাঁর প্রয়াণে শোকবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Condoles Death of Nirmala Mishra) ৷

Mamata Banerjee on Nirmala Mishra
নির্মলা মিশ্রের প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Jul 31, 2022, 10:52 AM IST

কলকাতা, 31 জুলাই: দীর্ঘ কয়েক দশক ধরে কণ্ঠের জাদুতে তিনি শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন । তাঁর গাওয়া 'এই বাংলার মাটিতে', 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না', 'ও তোতা পাখি রে'র মতো অজস্র কালজয়ী গান আজও শ্রোতাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে । আধুনিক, নজরুলগীতি, শ্যামাসংগীত, দেশাত্মবোধক, লোকগীতি ছাড়াও বহু ছায়াছবিতে তিনি গান গেয়েছেন । শেষদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত অ্যাকাডেমির উপদেষ্টা পরিষদ ও বাংলা সংগীতমেলা কমিটির কার্যকরী সমিতির সদস্যা ছিলেন (Mamata Banerjee condoles death of Veteran Singer Nirmala Mishra) ।

শনিবার রাত 12টা 5 মিনিটে তাঁর চেতলার বাড়িতেই জীবনাবসান হয়েছে বাংলা গানের 'তোতাপাখি'র । মৃত্যুকালে নির্মলা মিশ্রের বয়স হয়েছিল 81 বছর । চেতলার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । সংগীতশিল্পীর প্রয়াণে শোকবার্তা এসেছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে । শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, "বিশিষ্ট সংগীতশিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি । তিনি গভীর রাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 81 বছর ।

দীর্ঘ কয়েক দশক ধরে কণ্ঠের জাদুতে তিনি শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর গাওয়া 'এই বাংলার মাটিতে', 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না', 'ও তোতা পাখি রে'র মতো অজস্র কালজয়ী গান আজও শ্রোতাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে । তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত অ্যাকাদেমির উপদেষ্টা পরিষদ ও বাংলা সঙ্গীতমেলা কমিটির কার্যকরী সমিতির সদস্যা ছিলেন ।

পশ্চিমবঙ্গ সরকার তাঁকে 2012 সালে 'সংগীতসম্মান' এবং 2013 সালে 'সংগীত মহাসম্মান' ও 'বঙ্গবিভূষণ' সম্মাননা প্রদান করে । নির্মলা মিশ্রের সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক ছিল । তাঁর প্রয়াণে সংগীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল । আমি নির্মলা মিশ্রের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।"

আরও পড়ুন : হারায়ে ফেলেছি গানের সাথীরে ! প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র

কলকাতা, 31 জুলাই: দীর্ঘ কয়েক দশক ধরে কণ্ঠের জাদুতে তিনি শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন । তাঁর গাওয়া 'এই বাংলার মাটিতে', 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না', 'ও তোতা পাখি রে'র মতো অজস্র কালজয়ী গান আজও শ্রোতাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে । আধুনিক, নজরুলগীতি, শ্যামাসংগীত, দেশাত্মবোধক, লোকগীতি ছাড়াও বহু ছায়াছবিতে তিনি গান গেয়েছেন । শেষদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত অ্যাকাডেমির উপদেষ্টা পরিষদ ও বাংলা সংগীতমেলা কমিটির কার্যকরী সমিতির সদস্যা ছিলেন (Mamata Banerjee condoles death of Veteran Singer Nirmala Mishra) ।

শনিবার রাত 12টা 5 মিনিটে তাঁর চেতলার বাড়িতেই জীবনাবসান হয়েছে বাংলা গানের 'তোতাপাখি'র । মৃত্যুকালে নির্মলা মিশ্রের বয়স হয়েছিল 81 বছর । চেতলার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । সংগীতশিল্পীর প্রয়াণে শোকবার্তা এসেছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে । শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, "বিশিষ্ট সংগীতশিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি । তিনি গভীর রাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 81 বছর ।

দীর্ঘ কয়েক দশক ধরে কণ্ঠের জাদুতে তিনি শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর গাওয়া 'এই বাংলার মাটিতে', 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না', 'ও তোতা পাখি রে'র মতো অজস্র কালজয়ী গান আজও শ্রোতাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে । তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত অ্যাকাদেমির উপদেষ্টা পরিষদ ও বাংলা সঙ্গীতমেলা কমিটির কার্যকরী সমিতির সদস্যা ছিলেন ।

পশ্চিমবঙ্গ সরকার তাঁকে 2012 সালে 'সংগীতসম্মান' এবং 2013 সালে 'সংগীত মহাসম্মান' ও 'বঙ্গবিভূষণ' সম্মাননা প্রদান করে । নির্মলা মিশ্রের সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক ছিল । তাঁর প্রয়াণে সংগীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল । আমি নির্মলা মিশ্রের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।"

আরও পড়ুন : হারায়ে ফেলেছি গানের সাথীরে ! প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.