ETV Bharat / state

Mamata Banerjee: ধমকে চমকে বাংলাকে আটকানো যাবে না, কন্যাশ্রীর মঞ্চ থেকে নাম না করে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার - কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান

Mamata Banerjee at Kanyashree Day Programme: সোমবার কন্যাশ্রী দিবস ৷ সেই উপলক্ষ্যে কলকাতার ধনধান্যে স্টেডিয়ামে রাজ্য কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান করে ৷ সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন ৷ পাশাপাশি নাম না করে বার্তা দেন কেন্দ্রের মোদি সরকারকে ৷ তাঁর হুঁশিয়ারি, ধমকে চমকে বাংলাকে আটকানো যাবে না ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By

Published : Aug 14, 2023, 3:43 PM IST

কলকাতা, 14 অগস্ট: কন্যাশ্রী দিবসের মঞ্চ থেকে নাম না করে কেন্দ্রের মোদি সরকারকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, ধমকে চমকে বাংলাকে আটকানো যাবে না ৷

নাম না করে কেন্দ্রকে হুঁশিয়ারি: সোমবার কলকাতার ধনধান্যে স্টেডিয়ামে রাজ্য সরকারের তরফে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান হয় ৷ সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলাকে চমকানো ধমকানো যাবে না । ধমকে চমকে বাংলাকে আটকানো যাবে না ।’’ যদিও এই বক্তব্য রাখতে কি কারও নাম উল্লেখ করেননি মমতা । তবে রাজনৈতিক মহল মনে করছেন, এই বক্তব্যের অবশ্যই কেন্দ্র ।

এ দিন এই মঞ্চ থেকে মমতা স্বাধীনতা দিবসের বাংলার ভূমিকার কথা উল্লেখ করেন । তিনি বলেন, ‘‘স্বাধীনতার যুদ্ধ, সেখানে বাংলার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল । আন্দামানে গেলে দেখবেন যত নাম আছে, তার মধ্যে 90 শতাংশ নাম রয়েছে বাংলার । আর বাকি পঞ্জাবের । সুতরাং বাংলা যে স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেটা নতুন করে বলার প্রয়োজন লাগে না ।’’

মমতার কথায়, ‘‘বাংলার সংস্কৃতি, বাংলার মেধা এগিয়ে চলুক । কেউ যেন থামাতে না পারে । বাংলাকে যেন কেউ চমক দেখাতে না পারে । বাংলাকে আমরা চমক দেখাব, সেই চমক উন্নয়নের । বাংলাকে ধমকানি নয়, চমকানি নয় । বাংলা আমার কাছে আমার ঘর । আমার ঘর, মায়ের শাড়ির আঁচল, আম্মার শাড়ির আঁচল । হিন্দু, মুসলিম, শিখ, সবাই একসঙ্গে থাকবে । বাংলা সংহতির এক প্রধান কেন্দ্র ।’’

আরও পড়ুন: দিল্লির মসনদে মমতা, বঙ্গের দিদিকে প্রধানমন্ত্রী করার দাবি উঠল ফ্যাম কনক্লেভে

কন্যাশ্রী দিবসে মমতা: এবার কন্যাশ্রী দিবসের 10 বছর পূর্তি । তাই অনুষ্ঠানে 10 কেজি ওজনের সন্দেশ কেটে কন্যাশ্রী দিবস উদযাপন করেন মুখ্যমন্ত্রী ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প তথা নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং কলকাতার মেয়র তথা পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । এ দিন এই অনুষ্ঠানে সফল কন্যাশ্রীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী । সেখানেই তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করি একদিন এটা ইন্টারন্যাশনাল গার্লস চাইল্ড ডে হিসেবে পালিত হবে ।’’

এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, কন্যাশ্রীর লোগো এবং থিম সং সবই তাঁর হাতে তৈরি । একই সঙ্গে তাঁর আশা, একদিন বিশ্বের প্রথম সারির দেশগুলোকে পিছনে ফেলে এগিয়ে যাবে বাংলার কন্যাশ্রী । এ দিন তিনি কন্যাশ্রীর বিশ্বজয়ের স্মৃতি ভাগ করে নেন ছাত্রছাত্রীদের সঙ্গে । কন্যাশ্রী যে বিশ্ববন্দিত হয়েছিল ইউনেস্কোর পুরস্কারে, সেটাই তুলে ধরেন মমতা । তিনি জানান, নেদারল্যান্ডে সেই পুরস্কার আনতে গিয়েছিলেন তিনি স্বয়ং । সেই অভিজ্ঞতার কথাও এ দিন শোনান তিনি ।

একই সঙ্গে, এদিন স্কুল শিক্ষাস্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কীভাবে কন্যাশ্রী থেকে ছাত্রছাত্রীরা সুবিধা পাচ্ছে, তারও খতিয়ান তুলে ধরেছেন মমতা । একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, এই মুহূর্তে ছাত্রছাত্রীদের স্টুডেন্স ক্রেডিট কার্ডের মাধ্যমে উচ্চশিক্ষায় ঋণ পেতে আর সমস্যা নেই ।

আরও পড়ুন: দুর্নীতি নিয়ে কথা প্রধানমন্ত্রীর মুখে মানায় না, মোদিকে নিশানা মমতার

কলকাতা, 14 অগস্ট: কন্যাশ্রী দিবসের মঞ্চ থেকে নাম না করে কেন্দ্রের মোদি সরকারকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, ধমকে চমকে বাংলাকে আটকানো যাবে না ৷

নাম না করে কেন্দ্রকে হুঁশিয়ারি: সোমবার কলকাতার ধনধান্যে স্টেডিয়ামে রাজ্য সরকারের তরফে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান হয় ৷ সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলাকে চমকানো ধমকানো যাবে না । ধমকে চমকে বাংলাকে আটকানো যাবে না ।’’ যদিও এই বক্তব্য রাখতে কি কারও নাম উল্লেখ করেননি মমতা । তবে রাজনৈতিক মহল মনে করছেন, এই বক্তব্যের অবশ্যই কেন্দ্র ।

এ দিন এই মঞ্চ থেকে মমতা স্বাধীনতা দিবসের বাংলার ভূমিকার কথা উল্লেখ করেন । তিনি বলেন, ‘‘স্বাধীনতার যুদ্ধ, সেখানে বাংলার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল । আন্দামানে গেলে দেখবেন যত নাম আছে, তার মধ্যে 90 শতাংশ নাম রয়েছে বাংলার । আর বাকি পঞ্জাবের । সুতরাং বাংলা যে স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেটা নতুন করে বলার প্রয়োজন লাগে না ।’’

মমতার কথায়, ‘‘বাংলার সংস্কৃতি, বাংলার মেধা এগিয়ে চলুক । কেউ যেন থামাতে না পারে । বাংলাকে যেন কেউ চমক দেখাতে না পারে । বাংলাকে আমরা চমক দেখাব, সেই চমক উন্নয়নের । বাংলাকে ধমকানি নয়, চমকানি নয় । বাংলা আমার কাছে আমার ঘর । আমার ঘর, মায়ের শাড়ির আঁচল, আম্মার শাড়ির আঁচল । হিন্দু, মুসলিম, শিখ, সবাই একসঙ্গে থাকবে । বাংলা সংহতির এক প্রধান কেন্দ্র ।’’

আরও পড়ুন: দিল্লির মসনদে মমতা, বঙ্গের দিদিকে প্রধানমন্ত্রী করার দাবি উঠল ফ্যাম কনক্লেভে

কন্যাশ্রী দিবসে মমতা: এবার কন্যাশ্রী দিবসের 10 বছর পূর্তি । তাই অনুষ্ঠানে 10 কেজি ওজনের সন্দেশ কেটে কন্যাশ্রী দিবস উদযাপন করেন মুখ্যমন্ত্রী ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প তথা নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং কলকাতার মেয়র তথা পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । এ দিন এই অনুষ্ঠানে সফল কন্যাশ্রীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী । সেখানেই তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করি একদিন এটা ইন্টারন্যাশনাল গার্লস চাইল্ড ডে হিসেবে পালিত হবে ।’’

এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, কন্যাশ্রীর লোগো এবং থিম সং সবই তাঁর হাতে তৈরি । একই সঙ্গে তাঁর আশা, একদিন বিশ্বের প্রথম সারির দেশগুলোকে পিছনে ফেলে এগিয়ে যাবে বাংলার কন্যাশ্রী । এ দিন তিনি কন্যাশ্রীর বিশ্বজয়ের স্মৃতি ভাগ করে নেন ছাত্রছাত্রীদের সঙ্গে । কন্যাশ্রী যে বিশ্ববন্দিত হয়েছিল ইউনেস্কোর পুরস্কারে, সেটাই তুলে ধরেন মমতা । তিনি জানান, নেদারল্যান্ডে সেই পুরস্কার আনতে গিয়েছিলেন তিনি স্বয়ং । সেই অভিজ্ঞতার কথাও এ দিন শোনান তিনি ।

একই সঙ্গে, এদিন স্কুল শিক্ষাস্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কীভাবে কন্যাশ্রী থেকে ছাত্রছাত্রীরা সুবিধা পাচ্ছে, তারও খতিয়ান তুলে ধরেছেন মমতা । একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, এই মুহূর্তে ছাত্রছাত্রীদের স্টুডেন্স ক্রেডিট কার্ডের মাধ্যমে উচ্চশিক্ষায় ঋণ পেতে আর সমস্যা নেই ।

আরও পড়ুন: দুর্নীতি নিয়ে কথা প্রধানমন্ত্রীর মুখে মানায় না, মোদিকে নিশানা মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.