ETV Bharat / state

"সৌমিত্র চট্টোপাধ্যায়দের মৃত্যু হয় না" স্মৃতিচারণায় মুখ্যমন্ত্রী

author img

By

Published : Jan 14, 2021, 5:50 PM IST

প্রয়াত অভিনেতার স্মৃতিতে একটি রেট্রোস্পেক্টিভ প্রদর্শনীর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 14 জানুয়ারি : উদযাপিত হল প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের 86 তম জন্মদিবস । প্রয়াত অভিনেতার জন্মদিনে তাঁর স্মৃতি চারণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সৌমিত্র-কন্যা পৌলমী বসুকে সবরকমভাবে সাহায্যের আশ্বাস দেন তিনি । বললেন, "সৌমিত্র চট্টোপাধ্যায়দের মৃত্যু হয় না । তাঁদের পার্থিব অস্তিত্ব চলে গেলেও তাঁরা সব সময় আমাদের মধ্যে থেকে যাবেন । তাঁদের অস্তিত্ব কোনওদিন শেষ হওয়ার নয় ।"

আজ প্রয়াত অভিনেতার স্মৃতিতে একটি রেট্রোস্পেক্টিভ প্রদর্শনীরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।

গত বছর 15 নভেম্বর দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । বয়স হয়েছিল 85 । তাঁর মৃত্যুর খবর পেয়ে সেই সময়েও হাসপাতালে ছুঁটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : মহানগরের ময়ূরবাহনকে বিশেষ সম্মান আর্টিস্ট ফোরামের

কোরোনায় আক্রান্ত হওয়ার পর 2020 সালের 6 অক্টোবর সৌমিত্র চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভরতি করা হয়েছিল । 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে আইটিইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল । 20 অক্টোবর স্নায়ুর সমস্যার জেরে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল । নভেম্বরের শুরুতে অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল । কিন্তু শেষমেশ আর ফিরিয়ে আনা যায়নি সৌমিত্রবাবুকে ।

কলকাতা, 14 জানুয়ারি : উদযাপিত হল প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের 86 তম জন্মদিবস । প্রয়াত অভিনেতার জন্মদিনে তাঁর স্মৃতি চারণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সৌমিত্র-কন্যা পৌলমী বসুকে সবরকমভাবে সাহায্যের আশ্বাস দেন তিনি । বললেন, "সৌমিত্র চট্টোপাধ্যায়দের মৃত্যু হয় না । তাঁদের পার্থিব অস্তিত্ব চলে গেলেও তাঁরা সব সময় আমাদের মধ্যে থেকে যাবেন । তাঁদের অস্তিত্ব কোনওদিন শেষ হওয়ার নয় ।"

আজ প্রয়াত অভিনেতার স্মৃতিতে একটি রেট্রোস্পেক্টিভ প্রদর্শনীরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।

গত বছর 15 নভেম্বর দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । বয়স হয়েছিল 85 । তাঁর মৃত্যুর খবর পেয়ে সেই সময়েও হাসপাতালে ছুঁটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : মহানগরের ময়ূরবাহনকে বিশেষ সম্মান আর্টিস্ট ফোরামের

কোরোনায় আক্রান্ত হওয়ার পর 2020 সালের 6 অক্টোবর সৌমিত্র চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভরতি করা হয়েছিল । 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে আইটিইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল । 20 অক্টোবর স্নায়ুর সমস্যার জেরে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল । নভেম্বরের শুরুতে অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল । কিন্তু শেষমেশ আর ফিরিয়ে আনা যায়নি সৌমিত্রবাবুকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.