কলকাতা, 4 নভেম্বর : লোকসভা ভোটে বাজিমাত করেছিল BJP । বনগাঁ কেন্দ্র থেকে জিতেছিলেন শান্তনু ঠাকুর । মতুয়া ভোটব্যাঙ্ক ফেরত পেতে এবার উদ্যোগী হল তৃণমূলও । বিধানসভা ভোটের কথা মাথায় রেখে মতুয়া উন্নয়ন বোর্ডের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আগামী বিধানসভা ভোটে BJP-র অন্যতম ট্রাম্পকার্ড হয়ে উঠতে চলেছে নাগরিকত্ব সংশোধনী আইন । বিধানসভা ভোটে যা নিয়ে ব্যাপক প্রচার চালাতে চলেছে BJP । রাজ্যের বাংলাদেশ সীমান্ত লাগোয়া উদ্বাস্তু অধ্যুষিত কেন্দ্রগুলিতে নাগরিকত্ব প্রদানের বিষয়টি নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া কেন্দ্রের শাসক দল । বিষয়টি নিয়ে এবার নিজের তুরুপের তাস ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় । উদ্বাস্তু সম্প্রদায়ের উদ্দেশে সাংবাদিক বৈঠকে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । জানালেন 1 লাখ 25 হাজার পরিবারকে দেওয়া হবে পাট্টা । আজ আনুষ্ঠানিকভাবে কয়েকটি পরিবারকে পাট্টার কাগজ তুলে দেন মুখ্যমন্ত্রী । জানিয়েছেন, প্রাথমিকভাবে 25 হাজার পরিবারকে দেওয়া হবে পাট্টা । পরে আরও এক লাখ পরিবারকে এই পাট্টা দেওয়া হবে । পাশাপাশি তিনি ঘোষণা করেন তপশিলি সম্প্রদায়ভুক্ত পরিবারের একজনের সার্টিফিকেট থাকলে বাকিদেরও সার্টিফিকেট দেওয়া হবে । জন্মসূত্রে তপশিলি হলে চার সপ্তাহেই দেওয়া হবে সার্টিফিকেট । একইসঙ্গে মমতা ঘোষণা করেন, রাজ্যের নমঃশূদ্রদের জন্য তৈরি হচ্ছে পৃথক পর্ষদ । সেই পর্ষদের জন্য বরাদ্দ করা হয়েছে 5 কোটি টাকা । রাজ্য সরকারের এই ঘোষণার পর রাজনৈতিক মহলের বিশ্লেষণ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে আগামী বিধানসভা ভোটে ফায়দা তুলতে চাইছে তৃণমূল । সেই কারণেই ঘোষণা করা হয়েছে, ডোকরা এবং বিড়ি শিল্পের শ্রমিকদের উন্নয়নে নেওয়া হবে বিশেষ পদক্ষেপ । ডোকরা এবং ছৌ শিল্পীদের স্বাস্থ্যসাথি কার্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে ।
গত লোকসভা ভোটে বাঁকুড়া, পুরুলিয়ার মতো এলাকাগুলিতে ভালো ফল করেছিল BJP । মূলত ডোকরা শিল্পীরা থাকেন বাঁকুড়ায় ও ছৌ শিল্পীরা থাকেন পুরুলিয়ায় । ছৌ পুরুলিয়ার গর্ব । তাদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করে রাঢ় বাংলার এই জেলাগুলির মানুষের মন জয়ের চেষ্টা করলেন মমতা ৷ এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল । পাশাপাশি তিনি ঘোষণা করেছেন, আদিবাসীদের জমি রক্ষা করতে করা হবে আইনি পদক্ষেপ । অর্থাৎ মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম বাঁকুড়ার জঙ্গলমহলের হারানো জমি পুনরুদ্ধারে নেমে পড়ল তৃণমূল ।
তবে রাজনৈতিক মহলের বিশ্লেষণে এদিন সবথেকে বড় মাস্টার স্ট্রোক মতুয়া উন্নয়ন পর্ষদের ঘোষণা । দীর্ঘদিন ধরেই মতুয়াদের মধ্যে সব রাজনৈতিক দলের নেতা-কর্মী সমর্থক আছেন । 2008 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত মতুয়াদের একটা বড় অংশের সমর্থন বামেরা পেয়ে এসেছিল । তারও আগে মতুয়াদের ধর্মগুরু প্রমথরঞ্জন ঠাকুর ভোটে জিতে বিধায়ক, মন্ত্রী ও সাংসদ হয়েছিলেন । বলা বাহুল্য তিনি কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছিলেন । অবশ্য সাংসদ হন বাংলা কংগ্রেসের প্রার্থী হিসেবে । পরে কংগ্রেসে ফিরে আসেন । পরে মতুয়া সম্প্রদায়ের সমর্থন চলে যায় বামেদের দিকে । রাজ্যের প্রায় 70 থেকে 80 টি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাবের কথা মাথায় রেখে ঠাকুরবাড়িতে যাতায়াত শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তখন তিনি রেলমন্ত্রী । মতুয়াদের জন্য একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছিলেন তিনি । ফলও মেলে হাতে নাতে । 2009 সালের লোকসভা ভোটে মতুয়া অধ্যুষিত এলাকায় জয়জয়কার হয় তৃণমূলের । বনগাঁ কেন্দ্রে 51 শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল । তখন বড়মা বীণাপাণি দেবীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা সর্বজনবিদিত ছিল । 2011 সালে পরিবর্তনের ভোটে ঠাকুরবাড়ির অন্যতম সদস্য মঞ্জুলকৃষ্ণ ঠাকুরকে গাইঘাটা কেন্দ্র থেকে প্রার্থী করেন মমতা । ভোটে জেতার পর তাঁকে মন্ত্রীও করা হয় । তার পরের ঘটনা সবারই জানা । মঞ্জুলকৃষ্ণ তৃণমূল ছাড়েন । প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের আশ্বাসের উপর ভর করে শুধুমাত্র বনগাঁ নয়, রানাঘাট সহ একাধিক মতুয়া অধ্যুষিত কেন্দ্রে জয় ছিনিয়ে নেয় BJP । পরে নাগরিকত্ব সংশোধনী আইন পাস করেছে কেন্দ্রীয় সরকার । দিন কয়েক আগেই BJP-র কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা আরও একবার মনে করিয়ে দেন নাগরিকত্ব সংশোধনী আইনের কথা । জানান, পশ্চিমবঙ্গে এই আইন দ্রুত কার্যকর হবে । রাজনৈতিক মহলের বিশ্লেষণ উদ্বাস্তুদের মন পেতেই BJP-র তরফে এই বিষয়ে ব্যাপক প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
রাজ্যে রাজনৈতিক মহল বলছে, মতুয়াদের সঙ্গে বরাবরই পাইয়ে দেওয়ার রাজনীতি হয় । সেটি বিলক্ষণ জানে তৃণমূল । তাই BJP-র নাগরিকত্ব পাইয়ে দেওয়ার পালটা হিসেবে মতুয়াদের জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন মমতা । আজ তিনি বলেন, "মতুয়াদের পাশেই আমরা বরাবরই থেকেছি । বড়মার সঙ্গে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল । আমি বারবার তাঁর ডাকে ছুটে গেছি ঠাকুরবাড়িতে ।"