ETV Bharat / state

Mamata Banerjee On Governor: বেসরকারি বিশ্ব বিদ্যালয়ের অডিট রিপোর্ট নিয়ে রাজ্যপালকে নিশানা মুখ্যমন্ত্রীর - Private University Audit Report

ফের সংঘাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড়ের । বেসরকারি বিশ্ব বিদ্যালয়ের অডিট চাওয়া নিয়ে বৃহস্পতিবার নেতাজী ইন্ডোরের অনুষ্ঠানে রাজ্যপালকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee And Governor Clash) ।

Mamata Banerjee On Governor
বিশ্ব বিদ্যালয়ের অডিট রিপোর্ট নিয়ে রাজ্যপালকে নিশানা
author img

By

Published : Feb 24, 2022, 7:47 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: সংঘাত যেন কিছুতেই থামছে না (Private University Audit Report) । প্রতিদিনই কোনও না কোনওভাবে রাজ্যপাল জগদীপ ধনকড় নিশানা করছেন রাজ্য সরকারকে । রাজ্যপাল এবং রাজ্য সরকারের সংঘাত এখন রোজনামচা হয়ে গিয়েছে । বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে নাম না করেই রাজ্যপালকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই মঞ্চ থেকেই তিনি অভিযোগ করলেন, রাজ্যের সাংবিধানিক প্রধান ( নাম ও পদ ছিল উহ্য) বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে হুমকি দিচ্ছেন । বলছেন তিনি অডিট করবেন । অডিটের দায়িত্ব রাজ্য সরকারের ।

আরও পড়ুন: Governor Removal Case : রাজ্যপালের অপসারণ মামলা খারিজ কলকাতা হাইকোর্টের

প্রসঙ্গত, রাজ্যপাল সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য । বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তিনি ভিজিটর । এমতাবস্থায় তার অডিট করতে চাওয়া অনধিকার চর্চা হিসাবে আখ্যা দিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন । এদিন ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী ? তিনি বলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে কেউ কেউ অডিট রিপোর্ট চাইছে । একমাত্র রাজ্য সরকার অডিট রিপোর্ট চাইতে পারে । কেউ কেউ হুমকি দিচ্ছে বলে খবর পাচ্ছি।"

বিভিন্ন ক্ষেত্রে আচার্য হিসাবে জগদীপ ধনকড়ের অতি সক্রিয়তাকে রাজ্য সরকার যে ভালো চোখে দেখছে না কিছুদিন আগেই তা প্রকাশ্যে এসেছিল । যেখানে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু মন্তব্য করেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করা যায় কি না, সে বিষয়ে ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার । সেই থেকেই শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যপালের সঙ্গে কোনও না কোনও ভাবে বাক্-বিতন্ডা লেগেই রয়েছে । মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, কোথাও যেন শিক্ষামন্ত্রীর সেই বক্তব্যকেই পথ নির্দেশ করছে।

কলকাতা, 24 ফেব্রুয়ারি: সংঘাত যেন কিছুতেই থামছে না (Private University Audit Report) । প্রতিদিনই কোনও না কোনওভাবে রাজ্যপাল জগদীপ ধনকড় নিশানা করছেন রাজ্য সরকারকে । রাজ্যপাল এবং রাজ্য সরকারের সংঘাত এখন রোজনামচা হয়ে গিয়েছে । বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে নাম না করেই রাজ্যপালকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই মঞ্চ থেকেই তিনি অভিযোগ করলেন, রাজ্যের সাংবিধানিক প্রধান ( নাম ও পদ ছিল উহ্য) বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে হুমকি দিচ্ছেন । বলছেন তিনি অডিট করবেন । অডিটের দায়িত্ব রাজ্য সরকারের ।

আরও পড়ুন: Governor Removal Case : রাজ্যপালের অপসারণ মামলা খারিজ কলকাতা হাইকোর্টের

প্রসঙ্গত, রাজ্যপাল সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য । বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তিনি ভিজিটর । এমতাবস্থায় তার অডিট করতে চাওয়া অনধিকার চর্চা হিসাবে আখ্যা দিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন । এদিন ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী ? তিনি বলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে কেউ কেউ অডিট রিপোর্ট চাইছে । একমাত্র রাজ্য সরকার অডিট রিপোর্ট চাইতে পারে । কেউ কেউ হুমকি দিচ্ছে বলে খবর পাচ্ছি।"

বিভিন্ন ক্ষেত্রে আচার্য হিসাবে জগদীপ ধনকড়ের অতি সক্রিয়তাকে রাজ্য সরকার যে ভালো চোখে দেখছে না কিছুদিন আগেই তা প্রকাশ্যে এসেছিল । যেখানে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু মন্তব্য করেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করা যায় কি না, সে বিষয়ে ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার । সেই থেকেই শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যপালের সঙ্গে কোনও না কোনও ভাবে বাক্-বিতন্ডা লেগেই রয়েছে । মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, কোথাও যেন শিক্ষামন্ত্রীর সেই বক্তব্যকেই পথ নির্দেশ করছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.