কলকাতা, 14 অক্টোবর: লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলম ধরলেন গেরুয়া শিবিরকে নিশানা করে ৷ একজন সরব হয়েছেন বাংলাকে বদনাম করা নিয়ে। অপরজনের আক্রমণের বিষয় বিদ্বেষ ও বিভাজনের রাজনীতি । শনিবার এই উৎসব সংখ্যার উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বছর ঘুরলেই 2024 সালের লোকসভা নির্বাচন ৷ ইতিমধ্যেই এই ভোটকে লক্ষ্য রেখে শাসক এবং বিরোধীদের জোরদার লড়াই শুরু হয়ে গিয়েছে । নির্বাচন রয়েছে গোটা দেশে। তার আগে তৃণমূল মুখপত্রের উৎসব সংখ্যায় দলের প্রধান সেনাপতি এবং দলনেত্রীর এই কলম ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব সংখ্যায় যে নিবন্ধ লিখেছেন তার শিরোনাম দিয়েছেন, 'আমাকে আঘাত করতে গিয়ে কেউ যেন বাংলা মাকে আঘাত করবেন না ৷' অতীতে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়কে গেরুয়া শিবির সম্পর্কে বলতে শোনা গিয়েছে বাংলাকে নিয়ে বিজেপি মিথ্যা প্রচার করে এরাজ্যকে বদনাম করার চেষ্টা করছে । এদিন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন রাজ্যে সাধারণ মানুষকে শারদীয়ার তথা উৎসবের মরশুমের জন্য শুভেচ্ছা জানিয়েছেন, একইসঙ্গে এই উৎসবের সময় যাতে পথে নেমে সাধারণ মানুষের অসুবিধা না হয় সেই জন্য নজর দেওয়ার কথাও সহ নাগরিকদের বলেছেন ৷
মুখ্যমন্ত্রীর লেখায় উল্লেখযোগ্য ভাবে উঠে এসেছে ইউনেসকোর প্রতিনিধিদের এবারের দুর্গাপুজোয় আসার প্রসঙ্গ। একইসঙ্গে তাঁর লেখার মাধ্যমেই মহাকাশ গবেষণায় ইসরোর সাফল্যের জন্য গর্ব প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী । আর এসবের মাঝেই কিছু রাজনৈতিক নেতার বাংলাকে বদনাম করার প্রসঙ্গ তুলে ধরেছেন মমতা । তার বক্তব্যে উঠে এসেছে, "নাসা থেকে শুরু করে ভাষা-সর্বত্রই বাংলার জয় আমাদের অহংকার। বিশ্বমানের সংস্থা , বিশ্ববিদ্যালয় সর্বত্রই বাংলার মেধা বাংলার শক্তি। এরই মাঝে আফসোস হয় যখন কিছু সংকীর্ণ কারণে নিজেরাই নিজেদের অধঃপতন চাই । এসব আমাকে মানসিকভাবে আঘাত করে ।" এই বক্তব্যে কোথাও বিজেপি শব্দটি উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী। কিন্তু রাজনৈতিক মহলের বুঝতে অসুবিধা হয়নি তার আক্রমণের লক্ষ্য কারা !
আরও পড়ুন: পৃষ্ঠপোষক বদলে ভাগ্য বদল নাকতলার, মমতার হাত ধরেই পুজোর উদ্বোধন
একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিবন্ধ 24 এর লোকসভাকে সামনে রেখে ৷ সেখানে দ্বেষমুক্ত দেশ হবে আশা প্রকাশ করেছেন অভিষেক । সম্প্রতি দিল্লি এবং রাজ্যে কেন্দ্রের বাংলাকে বঞ্চনা, 100 দিনের কাজের প্রকল্পের বকেয়া অর্থের দাবি-দেওয়া নিয়ে আন্দোলন করেছেন অভিষেক । এই আন্দোলন মঞ্চ থেকেই বারবার কেন্দ্রের বিভাজন, বঞ্চনা ও বিদ্বেষের বিরুদ্ধে সরব হতে শোনা গিয়েছে অভিষেককে। এই লেখার মাধ্যমেও একইভাবে এই বিষয়গুলি উঠে এসেছে ।