ETV Bharat / state

21st July TMC Shahid Diwas: 13 শহিদকে শ্রদ্ধাঞ্জলি মমতার, শ্রদ্ধার্ঘ্য জানালেন অভিষেকও

তৃণমূলের শহিদ দিবসে নিহতদের শ্রদ্ধাঞ্জলি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোশাল মিডিয়ায় একটি পোস্টে তাঁদের শ্রদ্ধার্ঘ্য জানান মুখ্যমন্ত্রী ৷ নিহতদের শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

21st July TMC Shahid Dibas ETV BHARAT
21st July TMC Shahid Dibas
author img

By

Published : Jul 21, 2023, 11:13 AM IST

Updated : Jul 21, 2023, 3:21 PM IST

কলকাতা, 21 জুলাই: 1993 সালে নিহত 13 জনকে শ্রদ্ধাঞ্জলি জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘‘পুলিশের বর্বোরোচিত অত্যাচার এবং নির্মন গুলিতে অকালে প্রাণ হারানোর শহিদদের বিনম্র চিত্তে প্রণাম জানাচ্ছি এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি ৷ এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোশাল মিডিয়ায় 1993 সালের 21 জুলাই পুলিশের গুলিতে নিহত 13 জনকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ৷

আজ তৃণমূলের শহিদ দিবসে নিহত 13 জন কর্মীকে স্মরণ করে সোশাল মিডিয়ায় শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে 1993 সালের 21 জুলাই পুলিশের গুলিতে নিহত 13 জনের নাম উল্লেখ করেছেন তিনি ৷ সেই সঙ্গে বাম শাসনকালে হওয়া সেই রক্তক্ষয়ী ঘটনার কথাও উল্লেখ করেছেন ৷ মমতা তাঁর পোস্ট করা ছবিতে শ্রদ্ধার্ঘ্য বার্তায় লেখেন, "বীর শহিদদের শ্রদ্ধাঞ্জলি ৷ 1993 সালের 21 জুলাই আমাদের 13 জন সহযোদ্ধা সিপিএমের পুলিশের বর্বোরোচিত অত্যাচার এবং নির্মম গুলিতে অকালে প্রাণ হারান ৷ তাঁদের বিনম্র চিত্তে প্রণাম জানাচ্ছি এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি ৷"

21st July TMC Shahid Dibas ETV BHARAT
শহিদ দিবসে ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধাঞ্জলি

পাশাপাশি, আজ ধর্মতলার ওয়াই-চ্যানেলে 21 জুলাইয়ের সমাবেশে রাজ্যবাসীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷ তবে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন ৷ তৃণমূলের সর্ব-ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একটি পোস্ট করেছেন আজ সকালে ৷ সেখানে তিনি লিখেছেন, "শহিদ দিবস, দিনটা সহনশীলতার, যা আমাদের হৃদয়ে অগণতি আবেগের সঞ্চার করে ! আজকের দিনে বাংলার 13 জন বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, যাঁরা অত্যাচারী শাসকের সঙ্গে লড়াই করার সময় এবং গণতান্ত্রিক নীতিকে তুলে ধরতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন ৷"

  • #ShahidDibas, a day of resilience, evokes countless emotions in our hearts!

    Today, Bengal pays homage to the 13 gallant martyrs who sacrificed their lives while fighting tyrannical forces and upholding democratic ethos.

    Inspired, I shall keep working towards a just society.

    — Abhishek Banerjee (@abhishekaitc) July 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 21 জুলাইয়ের মঞ্চ থেকেই লোকসভার সুর বাঁধছে তৃণমূল, পদ্মের বিরুদ্ধেও বাড়বে ঝাঁঝ

প্রতিবছরের ন্যায় এবারেও ধর্মতলার ওয়াই চ্যানেলে 21-এর মঞ্চে প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এটি চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের শেষ শহিদ স্মরণ ৷ যে মঞ্চ থেকে আগামী লোকসভা নির্বাচন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অবস্থান পেশ করবেন ৷ কেন্দ্রে এই বিরোধী জোটে কংগ্রেস ও বামেরাও রয়েছে ৷ সেখানে রাজ্য রাজনীতিতে কংগ্রেস ও বামদের বিরোধিতা করে এসেছেন মমতা ৷ ফলে লোকসভার নিরিখে এ রাজ্যে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা কংগ্রেস ও বামেদের সঙ্গে থাকেন কিনা, সেই চিত্রটা কিছুটা হলেও স্পষ্ট হবে বলে মনে করছে রাজনৈতিকমহল ৷

কলকাতা, 21 জুলাই: 1993 সালে নিহত 13 জনকে শ্রদ্ধাঞ্জলি জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘‘পুলিশের বর্বোরোচিত অত্যাচার এবং নির্মন গুলিতে অকালে প্রাণ হারানোর শহিদদের বিনম্র চিত্তে প্রণাম জানাচ্ছি এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি ৷ এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোশাল মিডিয়ায় 1993 সালের 21 জুলাই পুলিশের গুলিতে নিহত 13 জনকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ৷

আজ তৃণমূলের শহিদ দিবসে নিহত 13 জন কর্মীকে স্মরণ করে সোশাল মিডিয়ায় শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে 1993 সালের 21 জুলাই পুলিশের গুলিতে নিহত 13 জনের নাম উল্লেখ করেছেন তিনি ৷ সেই সঙ্গে বাম শাসনকালে হওয়া সেই রক্তক্ষয়ী ঘটনার কথাও উল্লেখ করেছেন ৷ মমতা তাঁর পোস্ট করা ছবিতে শ্রদ্ধার্ঘ্য বার্তায় লেখেন, "বীর শহিদদের শ্রদ্ধাঞ্জলি ৷ 1993 সালের 21 জুলাই আমাদের 13 জন সহযোদ্ধা সিপিএমের পুলিশের বর্বোরোচিত অত্যাচার এবং নির্মম গুলিতে অকালে প্রাণ হারান ৷ তাঁদের বিনম্র চিত্তে প্রণাম জানাচ্ছি এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি ৷"

21st July TMC Shahid Dibas ETV BHARAT
শহিদ দিবসে ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধাঞ্জলি

পাশাপাশি, আজ ধর্মতলার ওয়াই-চ্যানেলে 21 জুলাইয়ের সমাবেশে রাজ্যবাসীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷ তবে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন ৷ তৃণমূলের সর্ব-ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একটি পোস্ট করেছেন আজ সকালে ৷ সেখানে তিনি লিখেছেন, "শহিদ দিবস, দিনটা সহনশীলতার, যা আমাদের হৃদয়ে অগণতি আবেগের সঞ্চার করে ! আজকের দিনে বাংলার 13 জন বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, যাঁরা অত্যাচারী শাসকের সঙ্গে লড়াই করার সময় এবং গণতান্ত্রিক নীতিকে তুলে ধরতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন ৷"

  • #ShahidDibas, a day of resilience, evokes countless emotions in our hearts!

    Today, Bengal pays homage to the 13 gallant martyrs who sacrificed their lives while fighting tyrannical forces and upholding democratic ethos.

    Inspired, I shall keep working towards a just society.

    — Abhishek Banerjee (@abhishekaitc) July 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 21 জুলাইয়ের মঞ্চ থেকেই লোকসভার সুর বাঁধছে তৃণমূল, পদ্মের বিরুদ্ধেও বাড়বে ঝাঁঝ

প্রতিবছরের ন্যায় এবারেও ধর্মতলার ওয়াই চ্যানেলে 21-এর মঞ্চে প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এটি চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের শেষ শহিদ স্মরণ ৷ যে মঞ্চ থেকে আগামী লোকসভা নির্বাচন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অবস্থান পেশ করবেন ৷ কেন্দ্রে এই বিরোধী জোটে কংগ্রেস ও বামেরাও রয়েছে ৷ সেখানে রাজ্য রাজনীতিতে কংগ্রেস ও বামদের বিরোধিতা করে এসেছেন মমতা ৷ ফলে লোকসভার নিরিখে এ রাজ্যে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা কংগ্রেস ও বামেদের সঙ্গে থাকেন কিনা, সেই চিত্রটা কিছুটা হলেও স্পষ্ট হবে বলে মনে করছে রাজনৈতিকমহল ৷

Last Updated : Jul 21, 2023, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.