ETV Bharat / state

Mamata Banerjee: বিভেদ নয়, একতাই শক্তি ! ক্রিসমাসের মঞ্চে সর্ব-ধর্ম সমন্বয়ের বার্তা মমতার - Christmas

মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বিভাজন কখনও কাম্য হতে পারে না । একতাই শক্তি । সকলে একসঙ্গে থাকলেই সমাজ শক্তিশালী হবে । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি বারবার বলি, ধর্ম যার যার নিজের, তবে উৎসব সবার (Mamata Banerjee amplifies unity message) ।"

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 21, 2022, 10:10 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর: 'বিভেদ বড়ই ভয়ংকর । একতাই আমাদের শক্তি ।' বুধবার অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করার পর সেন্ট জেভিয়ার্স কলেজে গিয়ে এই বার্তাই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, প্রত্যেক বছর বড়দিনের উৎসবের সূচনাতেই অ্যালেন পার্কের পাশাপাশি সেন্ট জেভিয়ার্সেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবারও তার ব্যতিক্রম হয়নি । এদিন সেন্ট জেভিয়ার্স স্কুলে ফাদার এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে বড়দিনের উৎসবের শুভেচ্ছা বিনিময় করে মুখ্যমন্ত্রী শান্তি এবং একতার কথা বলেন (Mamata Banerjee amplifies unity message ) ।

অ্যালেন পার্কে এদিন ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমাদের ধর্ম আলাদা আলাদা হতেই পারে । কিন্তু উত্‍সবের দিনগুলিতে আমরা সবাই এক । এই কারণেই আমি বারবার বলি, 'ধর্ম যার যার নিজের, তবে উৎসব সবার' । এদিন তিনি আরও বলেন, "বাংলা বিভাজনে বিশ্বাস করে না । বঙ্গবাসী বিশ্বাস করে মিলনের সংস্কৃতিতে ।"

Mamata Banerjee amplifies unity message
ক্রিসমাসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন মমতা বলেন, "যীশু খ্রিস্ট বলেছিলেন, প্রান্তিক-দরিদ্র সকল মানুষকেই উপেক্ষা না-করে কাছে টানতে হবে । কর্মজীবনে সেই বাণী তিনি অনুসরণ করেই সর্বস্তরের মানুষের জন্য কাজ করে চলেছেন । স্পষ্টভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বিভাজন কখনও কাম্য হতে পারে না । একতাই শক্তি । সকলে একসঙ্গে থাকলেই সমাজ শক্তিশালী হবে ।

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলার দিনগুলোতে কি বড় ষড়যন্ত্রের আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী ? কেন বললেন এ কথা !

এদিন এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে কেন্দ্রের সমালোচনাও শোনা গিয়েছে । এবার 25 ডিসেম্বর রবিবার পড়ায় আলাদা করে ছুটি ঘোষণা করেনি কেন্দ্র । কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বড়দিনের উৎসবের কথা মাথায় রেখে 26 তারিখ ছুটি দেওয়া হয়েছে, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

Mamata Banerjee amplifies unity message
ক্রিসমাসের মঞ্চে সর্ব-ধর্ম সমন্বয়ের বার্তা মমতার

আরও পড়ুন: 6 ফেব্রুয়ারি থেকে বিধানসভায় শুরু বাজেট অধিবেশন, ইঙ্গিত নবান্নের

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এবার ক্রিসমাস ফেস্টিভ্যাল শুধু কলকাতায় নয়, জেলায় জেলায়ও অনুষ্ঠিত হচ্ছে । তিনি বলেন, "কলকাতার পাশাপাশি এবার ক্রিসমাস ফেস্টিভ্যাল আয়োজিত হচ্ছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, বিধাননগর, ব্যারাকপুর, বারুইপুর, ব্যান্ডেল, চন্দননগর, কৃষ্ণনগর, আসানসোল এবং ঝাড়গ্রামেও ।" এদিন বড়দিনের পাশাপাশি মানুষকে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: এবছর গঙ্গাসাগর মেলায় হবে সাগর আরতি, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা, 21 ডিসেম্বর: 'বিভেদ বড়ই ভয়ংকর । একতাই আমাদের শক্তি ।' বুধবার অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করার পর সেন্ট জেভিয়ার্স কলেজে গিয়ে এই বার্তাই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, প্রত্যেক বছর বড়দিনের উৎসবের সূচনাতেই অ্যালেন পার্কের পাশাপাশি সেন্ট জেভিয়ার্সেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবারও তার ব্যতিক্রম হয়নি । এদিন সেন্ট জেভিয়ার্স স্কুলে ফাদার এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে বড়দিনের উৎসবের শুভেচ্ছা বিনিময় করে মুখ্যমন্ত্রী শান্তি এবং একতার কথা বলেন (Mamata Banerjee amplifies unity message ) ।

অ্যালেন পার্কে এদিন ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমাদের ধর্ম আলাদা আলাদা হতেই পারে । কিন্তু উত্‍সবের দিনগুলিতে আমরা সবাই এক । এই কারণেই আমি বারবার বলি, 'ধর্ম যার যার নিজের, তবে উৎসব সবার' । এদিন তিনি আরও বলেন, "বাংলা বিভাজনে বিশ্বাস করে না । বঙ্গবাসী বিশ্বাস করে মিলনের সংস্কৃতিতে ।"

Mamata Banerjee amplifies unity message
ক্রিসমাসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন মমতা বলেন, "যীশু খ্রিস্ট বলেছিলেন, প্রান্তিক-দরিদ্র সকল মানুষকেই উপেক্ষা না-করে কাছে টানতে হবে । কর্মজীবনে সেই বাণী তিনি অনুসরণ করেই সর্বস্তরের মানুষের জন্য কাজ করে চলেছেন । স্পষ্টভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বিভাজন কখনও কাম্য হতে পারে না । একতাই শক্তি । সকলে একসঙ্গে থাকলেই সমাজ শক্তিশালী হবে ।

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলার দিনগুলোতে কি বড় ষড়যন্ত্রের আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী ? কেন বললেন এ কথা !

এদিন এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে কেন্দ্রের সমালোচনাও শোনা গিয়েছে । এবার 25 ডিসেম্বর রবিবার পড়ায় আলাদা করে ছুটি ঘোষণা করেনি কেন্দ্র । কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বড়দিনের উৎসবের কথা মাথায় রেখে 26 তারিখ ছুটি দেওয়া হয়েছে, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

Mamata Banerjee amplifies unity message
ক্রিসমাসের মঞ্চে সর্ব-ধর্ম সমন্বয়ের বার্তা মমতার

আরও পড়ুন: 6 ফেব্রুয়ারি থেকে বিধানসভায় শুরু বাজেট অধিবেশন, ইঙ্গিত নবান্নের

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এবার ক্রিসমাস ফেস্টিভ্যাল শুধু কলকাতায় নয়, জেলায় জেলায়ও অনুষ্ঠিত হচ্ছে । তিনি বলেন, "কলকাতার পাশাপাশি এবার ক্রিসমাস ফেস্টিভ্যাল আয়োজিত হচ্ছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, বিধাননগর, ব্যারাকপুর, বারুইপুর, ব্যান্ডেল, চন্দননগর, কৃষ্ণনগর, আসানসোল এবং ঝাড়গ্রামেও ।" এদিন বড়দিনের পাশাপাশি মানুষকে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: এবছর গঙ্গাসাগর মেলায় হবে সাগর আরতি, জানালেন মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.