ETV Bharat / state

"জীবন বাজি রাখব, তবু ভাগাভাগি করতে দেব না" - public meeting

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 16, 2019, 1:36 PM IST

Updated : Apr 16, 2019, 2:06 PM IST

2019-04-16 12:35:07

ইটাহার, 16 এপ্রিল : বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে ইটাহারের জনসভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন তিনি। নরেন্দ্র মোদিকে একাধিক ইশুতে আক্রমণ করেন তিনি। বলেন, "যে চৌকিদার দেশকে বেচে দেয়, আমি তাদের বিশ্বাস করি না।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য-

  • ভাইরা দেবে তালি আর প্রধানমন্ত্রীর চেয়ারটাকে করতে হবে খালি
  • আমাদের দিল্লিতে ক্ষমতায় আসতে দিন
  • মানুষই হচ্ছে সবচেয়ে বড় গণদেবতা
  • বদলে দিন, বদলে দিন, BJP-কে হারিয়ে দিন
  • দুটো যমজ ভাই, জগাই, মাধাই
  • প্রয়োজনে নিজের জীবন বাজি রাখব, ভাগাভাগি করতে দেব না
  • ইসলাম ধর্মও পবিত্র ধর্ম, এটা মনে রাখতে হবে
  • কিসের এত গদা, তরোয়াল নিয়ে মিছিল ?
  • যে চৌকিদার দেশকে বেচে দেয়, আমি তাদের বিশ্বাস করি না
  • জনগণের দরকার নতুন সরকার
  • নোটবন্দীর সরকার আর নেই দরকার
  • মোদিবাবুর সরকার আর নেই দরকার
  • বাড়ির মহিলারা একটা করে স্বাস্থ্যসাথী কার্ড পাবেন
  • আমরা 7.5 কোটি মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি
  • 5 বছরে কোনও কর্মসংস্থান হয়নি 
  • 2 কোটি ছেলেমেয়ে বেকার হয়ে গেছে
  • BJP মানুষের জন্য কাজ করেনি
  • আমরা কোনও কর্মচারীর চাকরি খাই না
  • বালুরঘাটের জন্য অর্পিতা রোজ আমার সঙ্গে তর্ক করে
  • অর্পিতা খুব লড়াকু
  • আমাদের সরকার সর্বধর্ম সমন্বয়ের সরকার
  • প্রতিদিন পার্লমেন্টে আমাদের সাংসদরা দাপিয়ে বেড়িয়েছেন
  • এটা বাংলার নয় দিল্লির নির্বাচন 
  • আমরা সবার জন্য আছি
  • হিন্দুদের জন্য বৈতরণি প্রকল্প চালু করেছি
  • খরা হলে, পুড়ে গেলে এমনকী কেউ মারা গেলে আমরা সমব্যাথী প্রকল্পে সাহায়্য করছি
  • কৃষক মারা গেলে 2 লাখ টাকা করে সাহায্য করেছি
  • 5000 টাকা করে কৃষিবন্ধুদের দিয়েছি
  • আমরা শস্যবিমা চালু করেছি
  • আমরা উচ্চশিক্ষায় সাহায্য দিয়ে WBCS, ইঞ্জিনিয়র তৈরি করেছি
  • দলিত ভাইবোনদের জন্য শিক্ষাশ্রী দিয়েছি
  • জলপাইগুড়িতে সার্কিটবেঞ্চ হয়েছে
  • আমি কত ট্রেন করে দিয়েছিলাম, উত্তরকন্যা, কাঞ্চনকন্যা, মাতৃভূমি
  • আমাদের সরকার আসার অবহেলিত উত্তরবঙ্গকে উত্তরকন্যা করেছি
  • প্রায় 4000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে
  • পাটশিল্প, ক্ষুদ্রশিল্প সব জায়গায় কাজ করেছি
  • আমরা সিভিক পুলিশ, আপার প্রাইমারি, আশাকর্মী, সবার বেতন বাড়িয়েছি
  • বাংলায় এরা কিছুই করেনি
  • যাঁদের ঘর বাড়ি পুড়ে গেছে তাঁদের জন্য প্রশাসন কাজ করবে 
  • তাঁদের পরিবারের পাশে রয়েছে প্রশাসন
  • জমি বিবাদ পারিবারিক বিবাদ। গতকাল যা ঘটেছে আমি তার জন্য দুঃখিত 
  • আপানারা আমাদের আগেও আশীর্বাদ করেছেন । এবারও ভোট দিন

2019-04-16 12:35:07

ইটাহার, 16 এপ্রিল : বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে ইটাহারের জনসভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন তিনি। নরেন্দ্র মোদিকে একাধিক ইশুতে আক্রমণ করেন তিনি। বলেন, "যে চৌকিদার দেশকে বেচে দেয়, আমি তাদের বিশ্বাস করি না।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য-

  • ভাইরা দেবে তালি আর প্রধানমন্ত্রীর চেয়ারটাকে করতে হবে খালি
  • আমাদের দিল্লিতে ক্ষমতায় আসতে দিন
  • মানুষই হচ্ছে সবচেয়ে বড় গণদেবতা
  • বদলে দিন, বদলে দিন, BJP-কে হারিয়ে দিন
  • দুটো যমজ ভাই, জগাই, মাধাই
  • প্রয়োজনে নিজের জীবন বাজি রাখব, ভাগাভাগি করতে দেব না
  • ইসলাম ধর্মও পবিত্র ধর্ম, এটা মনে রাখতে হবে
  • কিসের এত গদা, তরোয়াল নিয়ে মিছিল ?
  • যে চৌকিদার দেশকে বেচে দেয়, আমি তাদের বিশ্বাস করি না
  • জনগণের দরকার নতুন সরকার
  • নোটবন্দীর সরকার আর নেই দরকার
  • মোদিবাবুর সরকার আর নেই দরকার
  • বাড়ির মহিলারা একটা করে স্বাস্থ্যসাথী কার্ড পাবেন
  • আমরা 7.5 কোটি মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি
  • 5 বছরে কোনও কর্মসংস্থান হয়নি 
  • 2 কোটি ছেলেমেয়ে বেকার হয়ে গেছে
  • BJP মানুষের জন্য কাজ করেনি
  • আমরা কোনও কর্মচারীর চাকরি খাই না
  • বালুরঘাটের জন্য অর্পিতা রোজ আমার সঙ্গে তর্ক করে
  • অর্পিতা খুব লড়াকু
  • আমাদের সরকার সর্বধর্ম সমন্বয়ের সরকার
  • প্রতিদিন পার্লমেন্টে আমাদের সাংসদরা দাপিয়ে বেড়িয়েছেন
  • এটা বাংলার নয় দিল্লির নির্বাচন 
  • আমরা সবার জন্য আছি
  • হিন্দুদের জন্য বৈতরণি প্রকল্প চালু করেছি
  • খরা হলে, পুড়ে গেলে এমনকী কেউ মারা গেলে আমরা সমব্যাথী প্রকল্পে সাহায়্য করছি
  • কৃষক মারা গেলে 2 লাখ টাকা করে সাহায্য করেছি
  • 5000 টাকা করে কৃষিবন্ধুদের দিয়েছি
  • আমরা শস্যবিমা চালু করেছি
  • আমরা উচ্চশিক্ষায় সাহায্য দিয়ে WBCS, ইঞ্জিনিয়র তৈরি করেছি
  • দলিত ভাইবোনদের জন্য শিক্ষাশ্রী দিয়েছি
  • জলপাইগুড়িতে সার্কিটবেঞ্চ হয়েছে
  • আমি কত ট্রেন করে দিয়েছিলাম, উত্তরকন্যা, কাঞ্চনকন্যা, মাতৃভূমি
  • আমাদের সরকার আসার অবহেলিত উত্তরবঙ্গকে উত্তরকন্যা করেছি
  • প্রায় 4000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে
  • পাটশিল্প, ক্ষুদ্রশিল্প সব জায়গায় কাজ করেছি
  • আমরা সিভিক পুলিশ, আপার প্রাইমারি, আশাকর্মী, সবার বেতন বাড়িয়েছি
  • বাংলায় এরা কিছুই করেনি
  • যাঁদের ঘর বাড়ি পুড়ে গেছে তাঁদের জন্য প্রশাসন কাজ করবে 
  • তাঁদের পরিবারের পাশে রয়েছে প্রশাসন
  • জমি বিবাদ পারিবারিক বিবাদ। গতকাল যা ঘটেছে আমি তার জন্য দুঃখিত 
  • আপানারা আমাদের আগেও আশীর্বাদ করেছেন । এবারও ভোট দিন
Intro:
রায়গঞ্জ,০১ এপ্রিল:- নির্বাচন কমিশনের আনা সিভিজিল অ্যাপে সেলফির ধুম উত্তর দিনাজপুরে। কন্ট্রোল রুমে বসে অভিযোগের পাশাপাশি সেলফি মুছে ফেলতে দিন কাটাচ্ছেন আধিকারিকেরা। রাত দুপুরে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেলফি পাচ্ছেন কন্ট্রোল রুমে আধিকারিকেরা। কন্ট্রোল রুমের নোটিফিকেশন বাজতেই দ্রুত মনিটর খুলে তা দেখতে গেলেই ভেসে আসছে জেলার বিভিন্ন প্রান্তের ভোটারদের সেলফি। যার জেরে রীতিমতো বিরক্ত কন্ট্রোল রুমে আধিকারিকরা। বিষয়টি মেনে নিয়েছেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা।

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। প্রতিবার নির্বাচনের সময় ভোটগ্রহণকে কেন্দ্র করে নির্বাচনের দিন বা তার আগে নানান ধরনের সমস্যার অভিযোগ করে থাকে সমস্ত সমস্ত রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। এবছর তাই নির্বাচনের অনেক আগেই রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ যেন তাদের অভিযোগ হাতে থাকা স্মার্ট ফোনের মাধ্যমে সরাসরি জেলা প্রশাসন এবং তাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে পাঠাতে পারেন তার জন্য নতুন অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে এসেছে নির্বাচন কমিশন। যেকোনো জায়গায় থেকেই যে কোন অভিযোগ ছবি ভিডিও এবং সামান্য লিখে পাঠিয়ে দিলেই তা সরাসরি পৌঁছে যাবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে। কন্ট্রোল রুম এ অভিযোগের নোটিফিকেশন আসার 100 মিনিট এর মধ্যে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা সংশ্লিষ্ট প্রশাসন। দেশের অন্যান্য সমস্ত জায়গার মতো একই ব্যবস্থা চালু হয়েছে উত্তর দিনাজপুর। এই জেলার মোট নটি বিধানসভা অঞ্চলের মধ্যে সাতটি নিয়ে গঠিত রায়গঞ্জ লোকসভা ও ইটাহার ও চোপড়া বিধানসভা নিয়ে গঠিত যথাক্রমে বালুরঘাট ও দার্জিলিং লোকসভা কেন্দ্রের অভিযোগ সরাসরি এই অ্যাপস এর মাধ্যমে পৌঁছে যায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে। এখন পর্যন্ত মোট 68 টি অভিযোগ এই অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল রুমে পৌঁছেছে। যার মধ্যে 17 টি সেলফি রয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর অনেকেই ডেসক্রিপশন বক্সে সামান্য দু এক লাইন লিখে নিজেদের সেলফি তুলে তা পাঠিয়ে দিচ্ছে এই অ্যাপসের মাধ্যমে। কখনো অভিযোগ বোঝা যাচ্ছে বা কখনো অভিযোগ ছাড়াই একটি সেলফি এসে পৌঁছাচ্ছে কন্ট্রোল রুমে। দিনরাত মোবাইল নোটিফিকেশন এর দিকে চোখ রেখে থাকা কন্ট্রোল রুমের আধিকারিকেরা দ্রুত সেই নোটিফিকেশনগুলো খুলতেই কখনো বিরক্ত হচ্ছেন কখনো বা দ্রুত তা ড্রপ করে দেওয়া হচ্ছে। প্রশাসনিক আধিকারিকদের একাংশের দাবি এই অ্যাপসটি ব্যবহার ঠিক কি পদ্ধতিতে করা উচিত বা কিভাবে করা যায় তা অনেকেরই জানা নেই শুধুমাত্র অ্যাপস এর বিজ্ঞাপন দেখেই নিজেদের মোবাইলে ডাউনলোড করার ফলেই এই সেলফি। সেলফি গুলো বাদ দিয়ে বাকি যে ক'টি অভিযোগ এখনো পর্যন্ত নথিভুক্ত হয়েছে তার সবকটি উপযুক্ত সময়ের মধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করছেন জেলাশাসক।

এদিন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা বলেন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন বিভিন্ন উপযোগী ব্যবস্থা গ্রহণ করেছে। তার মধ্যে নতুন টোল ফ্রি নাম্বার ও সি ভিজিল অ্যাপস অন্যতম। আমাদের কাছে এখনো পর্যন্ত 68 টি অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে দেখা যাচ্ছে ১৭টি সেলফি রয়েছে। সেলফি গুলি ড্রপ করে বাকি অভিযোগগুলো দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাইট-- অরবিন্দ কুমার মিনা, জেলাশাসক।

তারক চক্রবর্তী,রায়গঞ্জ।।




Body:স্যঃ


Conclusion:না
Last Updated : Apr 16, 2019, 2:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.