ইটাহার, 16 এপ্রিল : বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে ইটাহারের জনসভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন তিনি। নরেন্দ্র মোদিকে একাধিক ইশুতে আক্রমণ করেন তিনি। বলেন, "যে চৌকিদার দেশকে বেচে দেয়, আমি তাদের বিশ্বাস করি না।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য-
- ভাইরা দেবে তালি আর প্রধানমন্ত্রীর চেয়ারটাকে করতে হবে খালি
- আমাদের দিল্লিতে ক্ষমতায় আসতে দিন
- মানুষই হচ্ছে সবচেয়ে বড় গণদেবতা
- বদলে দিন, বদলে দিন, BJP-কে হারিয়ে দিন
- দুটো যমজ ভাই, জগাই, মাধাই
- প্রয়োজনে নিজের জীবন বাজি রাখব, ভাগাভাগি করতে দেব না
- ইসলাম ধর্মও পবিত্র ধর্ম, এটা মনে রাখতে হবে
- কিসের এত গদা, তরোয়াল নিয়ে মিছিল ?
- যে চৌকিদার দেশকে বেচে দেয়, আমি তাদের বিশ্বাস করি না
- জনগণের দরকার নতুন সরকার
- নোটবন্দীর সরকার আর নেই দরকার
- মোদিবাবুর সরকার আর নেই দরকার
- বাড়ির মহিলারা একটা করে স্বাস্থ্যসাথী কার্ড পাবেন
- আমরা 7.5 কোটি মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি
- 5 বছরে কোনও কর্মসংস্থান হয়নি
- 2 কোটি ছেলেমেয়ে বেকার হয়ে গেছে
- BJP মানুষের জন্য কাজ করেনি
- আমরা কোনও কর্মচারীর চাকরি খাই না
- বালুরঘাটের জন্য অর্পিতা রোজ আমার সঙ্গে তর্ক করে
- অর্পিতা খুব লড়াকু
- আমাদের সরকার সর্বধর্ম সমন্বয়ের সরকার
- প্রতিদিন পার্লমেন্টে আমাদের সাংসদরা দাপিয়ে বেড়িয়েছেন
- এটা বাংলার নয় দিল্লির নির্বাচন
- আমরা সবার জন্য আছি
- হিন্দুদের জন্য বৈতরণি প্রকল্প চালু করেছি
- খরা হলে, পুড়ে গেলে এমনকী কেউ মারা গেলে আমরা সমব্যাথী প্রকল্পে সাহায়্য করছি
- কৃষক মারা গেলে 2 লাখ টাকা করে সাহায্য করেছি
- 5000 টাকা করে কৃষিবন্ধুদের দিয়েছি
- আমরা শস্যবিমা চালু করেছি
- আমরা উচ্চশিক্ষায় সাহায্য দিয়ে WBCS, ইঞ্জিনিয়র তৈরি করেছি
- দলিত ভাইবোনদের জন্য শিক্ষাশ্রী দিয়েছি
- জলপাইগুড়িতে সার্কিটবেঞ্চ হয়েছে
- আমি কত ট্রেন করে দিয়েছিলাম, উত্তরকন্যা, কাঞ্চনকন্যা, মাতৃভূমি
- আমাদের সরকার আসার অবহেলিত উত্তরবঙ্গকে উত্তরকন্যা করেছি
- প্রায় 4000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে
- পাটশিল্প, ক্ষুদ্রশিল্প সব জায়গায় কাজ করেছি
- আমরা সিভিক পুলিশ, আপার প্রাইমারি, আশাকর্মী, সবার বেতন বাড়িয়েছি
- বাংলায় এরা কিছুই করেনি
- যাঁদের ঘর বাড়ি পুড়ে গেছে তাঁদের জন্য প্রশাসন কাজ করবে
- তাঁদের পরিবারের পাশে রয়েছে প্রশাসন
- জমি বিবাদ পারিবারিক বিবাদ। গতকাল যা ঘটেছে আমি তার জন্য দুঃখিত
- আপানারা আমাদের আগেও আশীর্বাদ করেছেন । এবারও ভোট দিন