কলকাতা, 16 জানুয়ারি : টিকাকরণের প্রথম দিনেই ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে কেন্দ্রকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী ।
সারা দেশে আজ থেকে শুরু হয়েছে কোরোনা টিকাকরণ কর্মসূচি । রাজ্যে বিভিন্ন জেলায় সকাল থেকেই চলছে টিকা প্রদান । এরই মধ্যে পশ্চিমবঙ্গে কম টিকা আসার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীর অভিযোগ পশ্চিমবঙ্গে কম ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার । রাজ্যবাসীর হাতে বিনামূল্যে টিকা পৌঁছানোর ইচ্ছাও এদিন প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,"প্রয়োজনের তুলনায় কম ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার । আমার ইচ্ছে যে রাজ্যের সবাই যাতে বিনামূল্যে ভ্যাকসিন পায় । সেরকম প্রয়োজনে পড়লে আমরাই ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে কিনব ।"
মুখ্যমন্ত্রী আজ রাজ্যের মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব এবং জেলা শাসকদের সঙ্গে একটি বৈঠকও করেন । একই সঙ্গে 212 টি কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেন তিনি । আধিকারিক এবং স্বাস্থকর্মীদের, টিকা-প্রাপকদের স্বাস্থ্যের প্রতি নজর রাখারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ।
আরও পড়ুন :হাসপাতালে ভরতি নার্স, টিকা নেওয়ার ফলেই কি অসুস্থ ?
এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে তীব্র কটাক্ষ করেন দিলীপ ঘোষ । এবিষয়ে বিজেপি রাজ্য সভাপতির প্রশ্ন,"মুখ্যমন্ত্রী কোথা থেকে ভ্যাকসিন কিনবেন সরাসরি? চিন থেকে?"