ETV Bharat / state

Mamata Banerjee: আজই বেঙ্গালুরুতে মমতা-অভিষেক, যাচ্ছেন না শরদ পাওয়ার

কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত বিরোধী জোটের বৈঠকের যোগ দিতে সোমবার বেঙ্গালুরু যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ তবে নৈশভোজে যোগ দেবেন না তৃণমূল সুপ্রিমো ৷ বিভিন্ন কারণে এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করে রাজনৈতিক মহল ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jul 17, 2023, 11:01 AM IST

Updated : Jul 17, 2023, 11:55 AM IST

কলকাতা, 17 জুলাই: আজ বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত যা খবর দুপুরের বিমানেই তিনি এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে বেঙ্গালুরু উড়ে যাবেন । তবে কংগ্রেস আয়োজিত নৈশভোজে উপস্থিত থাকবেন না মমতা ৷ আগেই রাজ্যের শাসকদলের তরফ থেকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছিল ৷ তবে নৈশভোজে তৃণমূলের অন্য কোনও প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে । অন্যদিকে, এই বৈঠকে থাকবেন না বলে জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।

রাজনৈতিকমহলের মতে, প্রথমে পটনা এবং এবার বেঙ্গালুরু বিরোধীদের জোট আলোচনায় গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি । কারণ বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে তাঁর গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি । রবিবারই জানা যায় কংগ্রেস যতক্ষণ পর্যন্ত দিল্লির বিষয়ে কেন্দ্রের আনা অর্ডিন্যান্সের প্রশ্নে আপকে সমর্থন জানাবে না ততক্ষণ তারা বৈঠকে যোগদান করবে না ।

সূত্রের খবর, ঠিক সেসময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেন মমতা। বিজেপি বিরোধী জোটের স্বার্থে কংগ্রেস যেন আপের পাশে দাঁড়ায় সেই অনুরোধও করেন বাংলার মুখ্যমন্ত্রী। পরে কংগ্রেস নেতা কেসি বেণু গোপালের তরফ থেকে জানানো হয় কংগ্রেস সংসদে এই অর্ডিন্যান্সের বিরোধিতা করবে। তারপর আপ নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তরফ থেকে আজকের বৈঠকে যোগদানের বিষয় সবুজ সংকেত দেওয়া হয় । আর তৃণমূল নেতৃত্বের মতে, এই ঘটনা থেকেই স্পষ্ট বিরোধী জোটের নিউক্লিয়াস গঠনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: কংগ্রেস নেতৃত্বাধীন বৈঠকে থাকলেও নৈশভোজে 'না' মমতার

বিরোধী জোটে তৃণমূলের গুরুত্ব কতটা তা বোঝাতে গিয়ে রাজ্যসভার এক তৃণমূল সাংসদ বলেন, "আমরা বরাবরই বলেছি বিরোধী রাজনৈতিক দলগুলিকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। এমনটা না হলে বিজেপির সুবিধা হবে। সেই জায়গা থেকে আজ এবং কাল এই দু'দিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ।"

তাঁর মতে, জাতীয় রাজনীতিতে মমতার দীর্ঘ অভিজ্ঞতা আছে। অতীতে কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলেছেন। গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। এর ফলে তিনি আগামীতে বিরোধীদের দিশা দেখাতে পারবেন । কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিরোধী এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে বলেই ওই সাংসদের মত । তিনি আরও বলেন, "গোটা দেশের মানুষ তাকিয়ে আছে আজ ও কালকের বৈঠকে কী হয় সেদিকে । আমরা আশাবাদী ইতিবাচক আলোচনা হবে ।"

কলকাতা, 17 জুলাই: আজ বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত যা খবর দুপুরের বিমানেই তিনি এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে বেঙ্গালুরু উড়ে যাবেন । তবে কংগ্রেস আয়োজিত নৈশভোজে উপস্থিত থাকবেন না মমতা ৷ আগেই রাজ্যের শাসকদলের তরফ থেকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছিল ৷ তবে নৈশভোজে তৃণমূলের অন্য কোনও প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে । অন্যদিকে, এই বৈঠকে থাকবেন না বলে জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।

রাজনৈতিকমহলের মতে, প্রথমে পটনা এবং এবার বেঙ্গালুরু বিরোধীদের জোট আলোচনায় গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি । কারণ বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে তাঁর গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি । রবিবারই জানা যায় কংগ্রেস যতক্ষণ পর্যন্ত দিল্লির বিষয়ে কেন্দ্রের আনা অর্ডিন্যান্সের প্রশ্নে আপকে সমর্থন জানাবে না ততক্ষণ তারা বৈঠকে যোগদান করবে না ।

সূত্রের খবর, ঠিক সেসময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেন মমতা। বিজেপি বিরোধী জোটের স্বার্থে কংগ্রেস যেন আপের পাশে দাঁড়ায় সেই অনুরোধও করেন বাংলার মুখ্যমন্ত্রী। পরে কংগ্রেস নেতা কেসি বেণু গোপালের তরফ থেকে জানানো হয় কংগ্রেস সংসদে এই অর্ডিন্যান্সের বিরোধিতা করবে। তারপর আপ নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তরফ থেকে আজকের বৈঠকে যোগদানের বিষয় সবুজ সংকেত দেওয়া হয় । আর তৃণমূল নেতৃত্বের মতে, এই ঘটনা থেকেই স্পষ্ট বিরোধী জোটের নিউক্লিয়াস গঠনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: কংগ্রেস নেতৃত্বাধীন বৈঠকে থাকলেও নৈশভোজে 'না' মমতার

বিরোধী জোটে তৃণমূলের গুরুত্ব কতটা তা বোঝাতে গিয়ে রাজ্যসভার এক তৃণমূল সাংসদ বলেন, "আমরা বরাবরই বলেছি বিরোধী রাজনৈতিক দলগুলিকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। এমনটা না হলে বিজেপির সুবিধা হবে। সেই জায়গা থেকে আজ এবং কাল এই দু'দিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ।"

তাঁর মতে, জাতীয় রাজনীতিতে মমতার দীর্ঘ অভিজ্ঞতা আছে। অতীতে কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলেছেন। গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। এর ফলে তিনি আগামীতে বিরোধীদের দিশা দেখাতে পারবেন । কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিরোধী এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে বলেই ওই সাংসদের মত । তিনি আরও বলেন, "গোটা দেশের মানুষ তাকিয়ে আছে আজ ও কালকের বৈঠকে কী হয় সেদিকে । আমরা আশাবাদী ইতিবাচক আলোচনা হবে ।"

Last Updated : Jul 17, 2023, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.