ETV Bharat / state

Mamata Book Fair Releases: এবারের বইমেলাতেও থাকছে মুখ্যমন্ত্রীর নতুন 6টি বই, কী কী ? - মুখ্যমন্ত্রীর লেখা নতুন বই

এ বারের কলকাতা বইমেলাতেও (Kolkata International Book Fair 2023) থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা নতুন 6টি বই (Mamata Book Fair Releases)৷ আজ নিজেই সেই বইগুলি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ দেখে নেওয়া যাক কী কী বিষয় নিয়ে তিনি নতুন বইগুলি লিখেছেন ৷

Mamata Book Fair Releases
মুখ্যমন্ত্রীর নতুন বই প্রকাশ
author img

By

Published : Jan 30, 2023, 4:52 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: তাঁর বই নিয়ে সমালোচনা থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Book Fair Releases) কলম কিন্তু থামছে না । এ বার বইমেলাতেও তাঁর ছটি বই প্রকাশিত হল । সোমবার বইমেলার উদ্বোধনী মঞ্চ (Kolkata International Book Fair 2023) থেকেই সেই বইগুলি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ।

মুখ্যমন্ত্রীর নতুন 6টি বই প্রকাশিত: 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করে সোমবার তাঁর নতুন বই প্রকাশের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, এ বার বইমেলা থেকে তাঁর ছয়টি বই প্রকাশিত হচ্ছে । এই ছটি বই কী কী, তার এক ঝলকে দেখে নেওয়া যাক । এ দিন যে বইগুলো উদ্বোধন হয়েছে তার মধ্যে রয়েছে কবিতা বিতানের ইংরেজি অনুবাদ । এছাড়াও থাকছে দুর্গাপুজো এবং ইউনেস্কোর স্বীকৃতির প্রেক্ষাপটে লেখা মুখ্যমন্ত্রীর বই 'আমাদের দুর্গোৎসব', রাজনৈতিক বিষয় এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী লিখেছেন 'আমাদের সংবিধান ও কিছু কথা'।

Mamata Book Fair Releases
মুখ্যমন্ত্রীর নতুন বই প্রকাশ

মমতার নতুন বই দুয়ারে সরকার: একুশের বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান চালু করেছিল রাজ্য সরকার । ইতিমধ্যেই রাজ্যের এই উদ্যোগ জাতীয় ক্ষেত্রে প্রশংসিত হয়েছে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বার এই সাফল্যকে মানুষের কাছে নিয়ে যেতে দুয়ারে সরকার নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা বই আকারে লিখেছেন । সেই বই 'দুয়ারে সরকার'ও এ দিন প্রকাশিত হল বইমেলা থেকে ৷
আরও পড়ুন: 'দিল্লিতে হবে বাংলা বইমেলা', যাবতীয় সাহায্যের আশ্বাস মমতার

নারীদের নিয়ে মমতার 'লহ প্রণাম': ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার মহীয়সী নারীদের যে ভূমিকা, তাই নিয়ে গত বইমেলা থেকেই লিখতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী ৷ তারই দ্বিতীয় খণ্ড হিসাবে এ বারের বইমেলায় তিনি লিখেছেন 'লহ প্রণাম' ৷ এ ছাড়া এ বারের বইমেলায় থাকছে বাচ্চাদের জন্য মুখ্যমন্ত্রীর লেখা 'ছড়ায় ছড়ায় গান'।

মুখ্যমন্ত্রীর মোট বই 128: সামগ্রিকভাবে তথ্য তলাশ করলে দেখা যাবে, এ বার বইমেলাতে মুখ্যমন্ত্রীর মোট বইয়ের সংখ্যা এসে দাঁড়াল 128 । এখনও পর্যন্ত আরও চার-পাঁচটি বইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি । মুখ্যমন্ত্রীর কথায়, "আমি খুব ক্ষুদ্র মানুষ । আমার সবটাই কুত্‍সার আঙিনায়, অপপ্রচারের আলিঙ্গনে, কোথাও কোথাও, কারও কারও পছন্দ নাও হতে পারে । কষ্ট করে না, ফাঁকি দিয়ে দিয়ে, আমার 128টি বই প্রকাশিত হয়েছে । আর এই মুহূর্তে আমি এ বার নতুন 6টি বই দিচ্ছি । কিন্তু আমার আরও 4-5টি বই প্রসেসে আছে । আগামী বইমেলায় আমি ওগুলি তুলে দেব ।"

কলকাতা, 30 জানুয়ারি: তাঁর বই নিয়ে সমালোচনা থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Book Fair Releases) কলম কিন্তু থামছে না । এ বার বইমেলাতেও তাঁর ছটি বই প্রকাশিত হল । সোমবার বইমেলার উদ্বোধনী মঞ্চ (Kolkata International Book Fair 2023) থেকেই সেই বইগুলি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ।

মুখ্যমন্ত্রীর নতুন 6টি বই প্রকাশিত: 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করে সোমবার তাঁর নতুন বই প্রকাশের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, এ বার বইমেলা থেকে তাঁর ছয়টি বই প্রকাশিত হচ্ছে । এই ছটি বই কী কী, তার এক ঝলকে দেখে নেওয়া যাক । এ দিন যে বইগুলো উদ্বোধন হয়েছে তার মধ্যে রয়েছে কবিতা বিতানের ইংরেজি অনুবাদ । এছাড়াও থাকছে দুর্গাপুজো এবং ইউনেস্কোর স্বীকৃতির প্রেক্ষাপটে লেখা মুখ্যমন্ত্রীর বই 'আমাদের দুর্গোৎসব', রাজনৈতিক বিষয় এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী লিখেছেন 'আমাদের সংবিধান ও কিছু কথা'।

Mamata Book Fair Releases
মুখ্যমন্ত্রীর নতুন বই প্রকাশ

মমতার নতুন বই দুয়ারে সরকার: একুশের বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান চালু করেছিল রাজ্য সরকার । ইতিমধ্যেই রাজ্যের এই উদ্যোগ জাতীয় ক্ষেত্রে প্রশংসিত হয়েছে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বার এই সাফল্যকে মানুষের কাছে নিয়ে যেতে দুয়ারে সরকার নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা বই আকারে লিখেছেন । সেই বই 'দুয়ারে সরকার'ও এ দিন প্রকাশিত হল বইমেলা থেকে ৷
আরও পড়ুন: 'দিল্লিতে হবে বাংলা বইমেলা', যাবতীয় সাহায্যের আশ্বাস মমতার

নারীদের নিয়ে মমতার 'লহ প্রণাম': ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার মহীয়সী নারীদের যে ভূমিকা, তাই নিয়ে গত বইমেলা থেকেই লিখতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী ৷ তারই দ্বিতীয় খণ্ড হিসাবে এ বারের বইমেলায় তিনি লিখেছেন 'লহ প্রণাম' ৷ এ ছাড়া এ বারের বইমেলায় থাকছে বাচ্চাদের জন্য মুখ্যমন্ত্রীর লেখা 'ছড়ায় ছড়ায় গান'।

মুখ্যমন্ত্রীর মোট বই 128: সামগ্রিকভাবে তথ্য তলাশ করলে দেখা যাবে, এ বার বইমেলাতে মুখ্যমন্ত্রীর মোট বইয়ের সংখ্যা এসে দাঁড়াল 128 । এখনও পর্যন্ত আরও চার-পাঁচটি বইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি । মুখ্যমন্ত্রীর কথায়, "আমি খুব ক্ষুদ্র মানুষ । আমার সবটাই কুত্‍সার আঙিনায়, অপপ্রচারের আলিঙ্গনে, কোথাও কোথাও, কারও কারও পছন্দ নাও হতে পারে । কষ্ট করে না, ফাঁকি দিয়ে দিয়ে, আমার 128টি বই প্রকাশিত হয়েছে । আর এই মুহূর্তে আমি এ বার নতুন 6টি বই দিচ্ছি । কিন্তু আমার আরও 4-5টি বই প্রসেসে আছে । আগামী বইমেলায় আমি ওগুলি তুলে দেব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.