ETV Bharat / state

KMC Internal Audit: কলকাতা পৌরনিগমে সর্বশিক্ষা মিশনের টাকা খরচে বেনিয়মের অভিযোগ

Malfeasance at Education Department in KMC: কলকাতা পৌরনিগমের অভ্যন্তরীণ অডিটে ফের শিক্ষা বিভাগে বেনিয়মের অভিযোগ ৷ এবার সর্ব শিক্ষা মিশনের টাকা নিয়ম বহির্ভুতভাবে খরচ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ ঘটনায় শিক্ষা বিভাগের কাছে রিপোর্ট চাইলেন রেসিন্ড অডিট অফিসার ৷

author img

By

Published : Aug 11, 2023, 8:00 PM IST

KMC Internal Audit ETV BHARAT
KMC Internal Audit

কলকাতা, 11 অগস্ট: কলকাতা পৌরনিগমের অভ্যন্তরীণ অডিটে এবার বেনিয়মের অভিযোগ শিক্ষা বিভাগের বিরুদ্ধে ৷ সর্বশিক্ষা মিশনের পাঠানো উন্নয়ন খাতের টাকা দিয়ে নিয়ম বহির্ভূতভাবে বর্ষাতি কেনা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এমনকি ই-টেন্ডার না-করেই এই বর্ষাতি ও পোশাক কেনা হয়েছে বলে কলকাতা পৌরনিগমের অভ্যন্তরীণ অডিট রিপোর্টে দেখা গিয়েছে ৷ বর্তমান শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য সন্দীপন সাহা দাবি করেছেন, বিষয়টিতে শিক্ষা বিভাগের তরফে সবরকম সাহায্য করা হবে ৷ অভিযুক্তদের চিহ্নিত করে আইনত ব্যবস্থাও নেওয়ার কথা বলেন তিনি ৷

সম্প্রতি 2018 সালের অভ্যন্তরীণ অডিট রিপোর্টে মিড-ডে মিলের টাকা নিয়ে বেনিয়মের অভিযোগ উঠেছিল শিক্ষা বিভাগের বিরুদ্ধে ৷ সেই খবর পেয়ে মেয়র ফিরহাদ হাকিম পৌর কমিশনারকে তদন্ত করতে নির্দেশ দিয়েছিলেন ৷ সেই তদন্তএখনও চলছে ৷ আর তার মধ্যে আরও একবার কাঠগড়ায় শিক্ষা বিভাগ ৷ ফের অভ্যন্তরীণ অডিট রিপোর্টে বেনিয়মের অভিযোগ উঠেছে ৷ এবার সর্বশিক্ষা মিশনের দেওয়া উন্নয়ন খাতে খরচের 44 লাখ 37 হাজার টাকা নিয়ম ভেঙে খরচ করা হয়েছে বলে অভিযোগ ৷

জানা গিয়েছে, প্রায় সিংহ ভাগ অর্থাৎ, 41 লক্ষের বেশি টাকা বর্ষাতি কিনে খরচ করেছে শিক্ষা বিভাগ ৷ যা বেনিয়ম বলেই চিহ্নিত করেছে কলকাতা পৌরনিগমের রেসিডেন্স অডিট অফিসার ৷ আরও বড় অভিযোগ 2018-19 সালের মধ্যে ই-টেন্ডার ছাড়াই 1 কোটি 33 লক্ষ টাকার কেনাকাটি করেছে শিক্ষা বিভাগ ৷ ই-টেন্ডার ছাড়াই কী করে হল এমনটা ? জানতে চেয়ে কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগকে চিঠি দিয়েছে রেসিন্ড অডিট অফিসার ৷

KMC Internal Audit ETV BHARAT
কলকাতা পৌরনিগমে রেসিন্ড অডিটের রিপোর্ট

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, অডিট রিপোর্ট অনুযায়ী পৌর আইনে 5 লক্ষ টাকার বেশি কোনও ফাইল হলে, সেটা ই-টেন্ডার করতে হবে ৷ কিন্তু, 2019 সাল নাগাদ একবার ই-টেন্ডার করা হয়েছে ৷ কিন্তু, তাতে সাড়া না পেয়ে, আর নতুন করে ই-টেন্ডার করেনি শিক্ষা বিভাগ ৷ তার বদলে একটি কোম্পানির থেকে 335 টাকা প্রতি পিস হিসেবে 22 হাজার 40 টি বর্ষাতি কেনা হয়েছে ৷ যার মোট মূল্য হল 73 লাখ 83 হাজার টাকা ৷ একই ভাবে 29 হাজারের বেশি ছাত্রছাত্রীদের পোশাক কেন হয় প্রায় 50 লক্ষ টাকা দিয়ে ৷ কোনও ক্ষেত্রেই ই-টেন্ডারের ধার-ধারেনি শিক্ষাবিভাগ ৷

আরও পড়ুন: দেশে প্রথম! পাঁক তুলতে হাই ভোল্টেজ সাকশন মেশিন আনছে পৌরনিগম

এই চূড়ান্ত বেনিয়ম নিয়ে প্রশ্ন করা হয় শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপন সাহাকে ৷ তিনি স্পষ্ট জানান, ঘটনা যখন ঘটে তখন শিক্ষা বিভাগের দায়িত্বে তিনি ছিলেন না ৷ পাশাপশি তাঁর দাবি, ‘‘বেনিয়মের রিপোর্ট পাঠিয়ে রেসিডেন্ট অডিট অফিসার জবাব চেয়েছেন ৷ আমি বিভাগে কর্তাদের নির্দেশ দিয়েছি সম্পূর্ণ ভাবে সাহায্য করতে ৷ বেনিয়ম কীভাবে হয়েছে, কেন হয়েছে, কে করেছে ? এই সব খুঁজে বের করতে বলেছিল ৷ এর পর আইন মাফিক অভিযুক্তদের বিরুদ্ধে যা হওয়ার তাই হবে ৷ আমার সময়কালে এমন কোনও অনিয়ম হয়নি ৷ আমি এইসব বরদাস্ত করব না ৷’’

এই ঘটনায় মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ‘‘কলকতা পৌরনিগমের ভিজিলেন্স বিভাগের কাছে সমস্ত নথি জমা দিতে বলেছি ৷ তারা তদন্ত করে বিষয়টি দেখবে ৷ এমনকি, 2018-19 অর্থবর্ষের যে অডিট রিপোর্ট নিয়ে এই চাঞ্চল্য ও বেনিয়মের অভিযোগ ৷ সেই সময় শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ ছিলেন অভিজিৎ মুখোপাধ্যায় ৷ তিনি বর্তমানে রাস্তা বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ ৷

কলকাতা, 11 অগস্ট: কলকাতা পৌরনিগমের অভ্যন্তরীণ অডিটে এবার বেনিয়মের অভিযোগ শিক্ষা বিভাগের বিরুদ্ধে ৷ সর্বশিক্ষা মিশনের পাঠানো উন্নয়ন খাতের টাকা দিয়ে নিয়ম বহির্ভূতভাবে বর্ষাতি কেনা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এমনকি ই-টেন্ডার না-করেই এই বর্ষাতি ও পোশাক কেনা হয়েছে বলে কলকাতা পৌরনিগমের অভ্যন্তরীণ অডিট রিপোর্টে দেখা গিয়েছে ৷ বর্তমান শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য সন্দীপন সাহা দাবি করেছেন, বিষয়টিতে শিক্ষা বিভাগের তরফে সবরকম সাহায্য করা হবে ৷ অভিযুক্তদের চিহ্নিত করে আইনত ব্যবস্থাও নেওয়ার কথা বলেন তিনি ৷

সম্প্রতি 2018 সালের অভ্যন্তরীণ অডিট রিপোর্টে মিড-ডে মিলের টাকা নিয়ে বেনিয়মের অভিযোগ উঠেছিল শিক্ষা বিভাগের বিরুদ্ধে ৷ সেই খবর পেয়ে মেয়র ফিরহাদ হাকিম পৌর কমিশনারকে তদন্ত করতে নির্দেশ দিয়েছিলেন ৷ সেই তদন্তএখনও চলছে ৷ আর তার মধ্যে আরও একবার কাঠগড়ায় শিক্ষা বিভাগ ৷ ফের অভ্যন্তরীণ অডিট রিপোর্টে বেনিয়মের অভিযোগ উঠেছে ৷ এবার সর্বশিক্ষা মিশনের দেওয়া উন্নয়ন খাতে খরচের 44 লাখ 37 হাজার টাকা নিয়ম ভেঙে খরচ করা হয়েছে বলে অভিযোগ ৷

জানা গিয়েছে, প্রায় সিংহ ভাগ অর্থাৎ, 41 লক্ষের বেশি টাকা বর্ষাতি কিনে খরচ করেছে শিক্ষা বিভাগ ৷ যা বেনিয়ম বলেই চিহ্নিত করেছে কলকাতা পৌরনিগমের রেসিডেন্স অডিট অফিসার ৷ আরও বড় অভিযোগ 2018-19 সালের মধ্যে ই-টেন্ডার ছাড়াই 1 কোটি 33 লক্ষ টাকার কেনাকাটি করেছে শিক্ষা বিভাগ ৷ ই-টেন্ডার ছাড়াই কী করে হল এমনটা ? জানতে চেয়ে কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগকে চিঠি দিয়েছে রেসিন্ড অডিট অফিসার ৷

KMC Internal Audit ETV BHARAT
কলকাতা পৌরনিগমে রেসিন্ড অডিটের রিপোর্ট

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, অডিট রিপোর্ট অনুযায়ী পৌর আইনে 5 লক্ষ টাকার বেশি কোনও ফাইল হলে, সেটা ই-টেন্ডার করতে হবে ৷ কিন্তু, 2019 সাল নাগাদ একবার ই-টেন্ডার করা হয়েছে ৷ কিন্তু, তাতে সাড়া না পেয়ে, আর নতুন করে ই-টেন্ডার করেনি শিক্ষা বিভাগ ৷ তার বদলে একটি কোম্পানির থেকে 335 টাকা প্রতি পিস হিসেবে 22 হাজার 40 টি বর্ষাতি কেনা হয়েছে ৷ যার মোট মূল্য হল 73 লাখ 83 হাজার টাকা ৷ একই ভাবে 29 হাজারের বেশি ছাত্রছাত্রীদের পোশাক কেন হয় প্রায় 50 লক্ষ টাকা দিয়ে ৷ কোনও ক্ষেত্রেই ই-টেন্ডারের ধার-ধারেনি শিক্ষাবিভাগ ৷

আরও পড়ুন: দেশে প্রথম! পাঁক তুলতে হাই ভোল্টেজ সাকশন মেশিন আনছে পৌরনিগম

এই চূড়ান্ত বেনিয়ম নিয়ে প্রশ্ন করা হয় শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপন সাহাকে ৷ তিনি স্পষ্ট জানান, ঘটনা যখন ঘটে তখন শিক্ষা বিভাগের দায়িত্বে তিনি ছিলেন না ৷ পাশাপশি তাঁর দাবি, ‘‘বেনিয়মের রিপোর্ট পাঠিয়ে রেসিডেন্ট অডিট অফিসার জবাব চেয়েছেন ৷ আমি বিভাগে কর্তাদের নির্দেশ দিয়েছি সম্পূর্ণ ভাবে সাহায্য করতে ৷ বেনিয়ম কীভাবে হয়েছে, কেন হয়েছে, কে করেছে ? এই সব খুঁজে বের করতে বলেছিল ৷ এর পর আইন মাফিক অভিযুক্তদের বিরুদ্ধে যা হওয়ার তাই হবে ৷ আমার সময়কালে এমন কোনও অনিয়ম হয়নি ৷ আমি এইসব বরদাস্ত করব না ৷’’

এই ঘটনায় মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ‘‘কলকতা পৌরনিগমের ভিজিলেন্স বিভাগের কাছে সমস্ত নথি জমা দিতে বলেছি ৷ তারা তদন্ত করে বিষয়টি দেখবে ৷ এমনকি, 2018-19 অর্থবর্ষের যে অডিট রিপোর্ট নিয়ে এই চাঞ্চল্য ও বেনিয়মের অভিযোগ ৷ সেই সময় শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ ছিলেন অভিজিৎ মুখোপাধ্যায় ৷ তিনি বর্তমানে রাস্তা বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.