ETV Bharat / state

তারাতলা বস্তিতে তৈরি হচ্ছে নামী ব্র্যান্ডের নকল মদ - নামী ব্র্যান্ডের নকল মদ তারাতলা

পুলিশ মনে করছে, সস্তার কোনও দেশি মদের সঙ্গে রং ও জল মিশিয়ে নকল মদ তৈরি করা হচ্ছে ।

duplicate alcohol
নামী ব্র্যান্ডের নকল মদ
author img

By

Published : Feb 13, 2020, 11:56 AM IST

কলকাতা , 13 ফেব্রুয়ারি : নামী ব্র্যান্ডের মদের বোতল । কিন্তু ভিতরের পদার্থটি আসল নাও হতে পারে । কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তদন্ত অন্তত তাই-ই বলছে । শহরের বুকেই তৈরি হচ্ছে নামী ব্র্যান্ডের লেবেল লাগানো নকল মদ । তারাতলা থানা এলাকায় অভিযান চালিয়ে কিছু নকল মদের বোতল উদ্ধার করা হয় । যদিও নকল মদের কারবারিদের কোনও খোঁজ পাওয়া যায়নি ।

তারাতলা থানা এলাকার বেসব্রিজের বস্তিতে নকল মদ তৈরি হচ্ছে । গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সেখানে অভিযান চালায় । উদ্ধার করা হয় নামী ব্র্যান্ডের লেবেল লাগানো কিছু নকল মদের বোতল । পুলিশর অনুমান , সস্তার কোনও দেশি মদের সঙ্গে রং ও জল মিশিয়ে নকল মদ তৈরি করা হচ্ছে । তারপরই খোলাবাজারে তা বিক্রি করা হচ্ছে ।

কী মিশিয়ে নকল মদ তৈরি করা হচ্ছে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । পাশাপাশি ওই দুই কারখানা এবং গোডাউনের মালিকেরও খোঁজখবর চলছে । খবর চলছে।

কলকাতা , 13 ফেব্রুয়ারি : নামী ব্র্যান্ডের মদের বোতল । কিন্তু ভিতরের পদার্থটি আসল নাও হতে পারে । কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তদন্ত অন্তত তাই-ই বলছে । শহরের বুকেই তৈরি হচ্ছে নামী ব্র্যান্ডের লেবেল লাগানো নকল মদ । তারাতলা থানা এলাকায় অভিযান চালিয়ে কিছু নকল মদের বোতল উদ্ধার করা হয় । যদিও নকল মদের কারবারিদের কোনও খোঁজ পাওয়া যায়নি ।

তারাতলা থানা এলাকার বেসব্রিজের বস্তিতে নকল মদ তৈরি হচ্ছে । গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সেখানে অভিযান চালায় । উদ্ধার করা হয় নামী ব্র্যান্ডের লেবেল লাগানো কিছু নকল মদের বোতল । পুলিশর অনুমান , সস্তার কোনও দেশি মদের সঙ্গে রং ও জল মিশিয়ে নকল মদ তৈরি করা হচ্ছে । তারপরই খোলাবাজারে তা বিক্রি করা হচ্ছে ।

কী মিশিয়ে নকল মদ তৈরি করা হচ্ছে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । পাশাপাশি ওই দুই কারখানা এবং গোডাউনের মালিকেরও খোঁজখবর চলছে । খবর চলছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.