ETV Bharat / state

বিধাননগরের পুলিশ কমিশনার বদল - reshuffle in the west bengal police

বিধাননগরের পুলিশ কমিশনারের পদ থেকে বদলি করা হল লক্ষ্মীনারায়ণ মিনাকে । দায়িত্ব নিলেন মুর্শিদাবাদ রেঞ্জের DIG মুকেশ ।

image
পুলিশে রদবদল
author img

By

Published : Jul 10, 2020, 3:12 PM IST

কলকাতা, 10 জুলাই : ফের পুলিশে রদবদল । এবার বদল করা হল বিধাননগরের পুলিশ কমিশনারকে । লক্ষ্মীনারায়ণ মিনার জায়গায় নতুন পুলিশ কমিশনার হলেন মুকেশ । এছাড়াও IPS পর্যায়ে আরও কয়েকটি বদল হয়েছে ।

আজ নবান্ন থেকে নির্দেশিকা জারি করে একথা জানিয়ে দেওয়া হয় ৷ বিধাননগরের পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে লক্ষ্মীনারায়ণ মিনাকে CID-র IG-র দায়িত্ব দেওয়া হয়েছে । তাঁর জায়গায় বিধাননগরের পুলিশ কমিশনারের দায়িত্ব নিলেন মুর্শিদাবাদ রেঞ্জের DIG মুকেশ । মুর্শিদাবাদ রেঞ্জের নতুন DIG হচ্ছেন DIG(CID অপারেশন) সুনীল কুমার চৌধুরি । বিধাননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার(হেডকোয়ার্টার) রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে DIG বর্ডার (IB)-র দায়িত্ব ।

image
নবান্নের নির্দেশিকা

এটি রুটিন বদলি বলে নবান্নে তরফে জানানো হয়েছে ।

কলকাতা, 10 জুলাই : ফের পুলিশে রদবদল । এবার বদল করা হল বিধাননগরের পুলিশ কমিশনারকে । লক্ষ্মীনারায়ণ মিনার জায়গায় নতুন পুলিশ কমিশনার হলেন মুকেশ । এছাড়াও IPS পর্যায়ে আরও কয়েকটি বদল হয়েছে ।

আজ নবান্ন থেকে নির্দেশিকা জারি করে একথা জানিয়ে দেওয়া হয় ৷ বিধাননগরের পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে লক্ষ্মীনারায়ণ মিনাকে CID-র IG-র দায়িত্ব দেওয়া হয়েছে । তাঁর জায়গায় বিধাননগরের পুলিশ কমিশনারের দায়িত্ব নিলেন মুর্শিদাবাদ রেঞ্জের DIG মুকেশ । মুর্শিদাবাদ রেঞ্জের নতুন DIG হচ্ছেন DIG(CID অপারেশন) সুনীল কুমার চৌধুরি । বিধাননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার(হেডকোয়ার্টার) রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে DIG বর্ডার (IB)-র দায়িত্ব ।

image
নবান্নের নির্দেশিকা

এটি রুটিন বদলি বলে নবান্নে তরফে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.