ETV Bharat / state

শিক্ষক নিয়োগ,কামদুনি থেকে নাবালিকা নির্যাতিতার গর্ভপাতে অনুমতি! 23-এ হাইকোর্ট বিতর্কিত একাধিক রায়ে নজির গড়ল

Year Ender 2023: পঞ্চম শ্রেণির নির্যাতিতার গর্ভপাতের অনুমতি থেকে 32 হাজার কর্মরত প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত, ফেলে আসা বছরে একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট । ন্যায়ালয়ে ঘটেছে একাধিক ঘটনা, যা বদলে দিয়েছে রাজ্য-রাজনীতির আঙ্গিকটাই । বছরের শেষ দিনে ইটিভি ভারত চোখ রাখল কলকাতা হাইকোর্টের রায় ও গুরুত্বপূর্ণ ঘটনায় ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 7:06 PM IST

হায়দরাবাদ: ফেলে আসা বছরে একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট । রাজ্যের সর্বোচ্চ আদালত চত্বরে ঘটেছে একাধিক ঘটনা, যা বদলে দিয়েছে রাজ্য-রাজনীতির আঙ্গিকটাই । দেখে নেওয়া যাক 2023 সালে কলকাতা হাইকোর্টের রায় ও গুরুত্বপূর্ণ ঘটনায় ।

একনজরে বিশেষ বিশেষ রায় ও ঘটনা:

13 জানুয়ারি: গাজিয়াবাদ থেকে উদ্ধার করা গ্রুপ ডি'র 4487 জনের ওয়ে মার্কশিট প্রকাশ করার নির্দেশ হাইকোর্টের ।

19 জানুয়ারি: জামিন পাওয়ার জন্য এবার ধর্নায় বসতে হবে । আদালতে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর ।

2 মার্চ: 2020 সালের প্রাথমিক নিয়োগে বেনিয়মের অভিযোগ । সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ।

4 মার্চ: অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ হাইকোর্টের । 1 লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশও দেয় রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয় ।

13 মার্চ: কোন দলে রয়েছেন মুকুল রায়, শুভেন্দু অধিকারীর মামলা দায়ের হাইকোর্টে ।

14 মার্চ: রাজ্যে 24টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের মামলায় বড় ধাক্কা রাজ্যের । নিয়োগ অবৈধ, রায় হাইকোর্টের ।

6 এপ্রিল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছে সিবিআই । আলিপুর আদালতে বিস্ফোরক কুন্তল ঘোষ ।

1 মে: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন টিএস শিবজ্ঞানম ।

3 মে: দু'হাজার বন সহায়ক নিয়োগের তালিকা বাতিলের নির্দেশ হাইকোর্টের ।

8 মে: কলকাতার ঐতিহ্য ট্রাম সংরক্ষণ করতে রাজ্যের কী পরিকল্পনা ? জানতে চায় হাইকোর্ট ।

12 মে: 32 হাজার কর্মরত প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

21 অগস্ট: গণধর্ষণের শিকার 11 বছরের নাবালিকা । গর্ভপাতে সন্মতি হাইকোর্টের ।

আর কী ?

  • 22 সেপ্টেম্বর: শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায় । 'কাস্টস ক্লাউড অন হিজ বোনাফাইডস', অভিষেকের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কেস ইনফরমেশন রিপোর্ট বাতিল করেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট দায়ের করে ইডি ।
  • সেপ্টেম্বরেই এশিয়ান গেমসে দল নির্বাচনে সুযোগ না-পাওয়া ভলিবল খেলোয়াড়কে কলকাতা হাইকোর্ট অনুমতি দেয় স্ব-মূল্যায়নের জন্য ট্রায়ালের ফুটেজ দেখার অনুমতি দেয় ।

• কলকাতা হাইকোর্ট পোস্ট মাস্টার জেনারেলকে প্রায় 15 বছরের বকেয়া এমআইএস রিলিজের নির্দেশ দেয় ।

• কলকাতা হাইকোর্ট লাইবেরিয়ান জাহাজকে হলদিয়া তেল জেটির ক্ষতি করায় কথিতভাবে 88 কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয় ।।

13 অক্টোবর: কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অবমাননার রুল জারি করে ৷ 8 জুলাই হওয়া পঞ্চায়েত নির্বাচনে রাজীবা সিনহা আদালতের নির্দেশ পালনে ব্যর্থ বলে জানিয়ে দেয় হাইকোর্ট । মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও কংগ্রেস নেতা আবু হাসেম খান ।

  • 24 নভেম্বর: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অমিত শাহের জনসভার অনুমতি দেয় । পশ্চিমবঙ্গ সরকারের আপিল খারিজ করে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ । আদালত বলে, মিছিল, সমাবেশ এবং মিটিং একটি 'নিয়মিত বৈশিষ্ট্য' ।

মৃত্যু সংক্রান্ত রায়:

  • 12 এপ্রিল: কলকাতা হাইকোর্ট একটি খুনের মামলায় ট্রায়াল কোর্টে দোষী সাব্যস্ত হওয়া মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করে ।
  • 6 অক্টোবর: 2013 সালের কামদুনি ধর্ষণ ও হত্যাকাণ্ডে কলকাতা হাইকোর্ট মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত একজনকে খালাস । অন্য দু'জনের মৃত্যুদণ্ড রোধ করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় । জেলা আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ডে সাজা শুনিয়েছিল ।

আরও পড়ুন:

  1. রাজনৈতিক টানাপড়েন থেকে ভয়াবহ দুর্ঘটনা-চরম উত্থান-পতনের সাক্ষী 2023, ফিরে দেখা ইতিহাস
  2. বিখ্যাত থেকে বিতর্কিত! বাংলার যে বিশিষ্টরা রয়ে গেলেন স্মৃতির পাতায়, ফিরে দেখা সেই ক্যানভাস
  3. ফিরে দেখা 2023: বাংলার বিচারবিভাগ ও রাজনীতিতে বছরের যে কথাগুলি বুলেটের মতো তীক্ষ্ণ

হায়দরাবাদ: ফেলে আসা বছরে একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট । রাজ্যের সর্বোচ্চ আদালত চত্বরে ঘটেছে একাধিক ঘটনা, যা বদলে দিয়েছে রাজ্য-রাজনীতির আঙ্গিকটাই । দেখে নেওয়া যাক 2023 সালে কলকাতা হাইকোর্টের রায় ও গুরুত্বপূর্ণ ঘটনায় ।

একনজরে বিশেষ বিশেষ রায় ও ঘটনা:

13 জানুয়ারি: গাজিয়াবাদ থেকে উদ্ধার করা গ্রুপ ডি'র 4487 জনের ওয়ে মার্কশিট প্রকাশ করার নির্দেশ হাইকোর্টের ।

19 জানুয়ারি: জামিন পাওয়ার জন্য এবার ধর্নায় বসতে হবে । আদালতে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর ।

2 মার্চ: 2020 সালের প্রাথমিক নিয়োগে বেনিয়মের অভিযোগ । সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ।

4 মার্চ: অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ হাইকোর্টের । 1 লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশও দেয় রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয় ।

13 মার্চ: কোন দলে রয়েছেন মুকুল রায়, শুভেন্দু অধিকারীর মামলা দায়ের হাইকোর্টে ।

14 মার্চ: রাজ্যে 24টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের মামলায় বড় ধাক্কা রাজ্যের । নিয়োগ অবৈধ, রায় হাইকোর্টের ।

6 এপ্রিল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছে সিবিআই । আলিপুর আদালতে বিস্ফোরক কুন্তল ঘোষ ।

1 মে: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন টিএস শিবজ্ঞানম ।

3 মে: দু'হাজার বন সহায়ক নিয়োগের তালিকা বাতিলের নির্দেশ হাইকোর্টের ।

8 মে: কলকাতার ঐতিহ্য ট্রাম সংরক্ষণ করতে রাজ্যের কী পরিকল্পনা ? জানতে চায় হাইকোর্ট ।

12 মে: 32 হাজার কর্মরত প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

21 অগস্ট: গণধর্ষণের শিকার 11 বছরের নাবালিকা । গর্ভপাতে সন্মতি হাইকোর্টের ।

আর কী ?

  • 22 সেপ্টেম্বর: শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায় । 'কাস্টস ক্লাউড অন হিজ বোনাফাইডস', অভিষেকের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কেস ইনফরমেশন রিপোর্ট বাতিল করেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট দায়ের করে ইডি ।
  • সেপ্টেম্বরেই এশিয়ান গেমসে দল নির্বাচনে সুযোগ না-পাওয়া ভলিবল খেলোয়াড়কে কলকাতা হাইকোর্ট অনুমতি দেয় স্ব-মূল্যায়নের জন্য ট্রায়ালের ফুটেজ দেখার অনুমতি দেয় ।

• কলকাতা হাইকোর্ট পোস্ট মাস্টার জেনারেলকে প্রায় 15 বছরের বকেয়া এমআইএস রিলিজের নির্দেশ দেয় ।

• কলকাতা হাইকোর্ট লাইবেরিয়ান জাহাজকে হলদিয়া তেল জেটির ক্ষতি করায় কথিতভাবে 88 কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয় ।।

13 অক্টোবর: কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অবমাননার রুল জারি করে ৷ 8 জুলাই হওয়া পঞ্চায়েত নির্বাচনে রাজীবা সিনহা আদালতের নির্দেশ পালনে ব্যর্থ বলে জানিয়ে দেয় হাইকোর্ট । মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও কংগ্রেস নেতা আবু হাসেম খান ।

  • 24 নভেম্বর: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অমিত শাহের জনসভার অনুমতি দেয় । পশ্চিমবঙ্গ সরকারের আপিল খারিজ করে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ । আদালত বলে, মিছিল, সমাবেশ এবং মিটিং একটি 'নিয়মিত বৈশিষ্ট্য' ।

মৃত্যু সংক্রান্ত রায়:

  • 12 এপ্রিল: কলকাতা হাইকোর্ট একটি খুনের মামলায় ট্রায়াল কোর্টে দোষী সাব্যস্ত হওয়া মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করে ।
  • 6 অক্টোবর: 2013 সালের কামদুনি ধর্ষণ ও হত্যাকাণ্ডে কলকাতা হাইকোর্ট মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত একজনকে খালাস । অন্য দু'জনের মৃত্যুদণ্ড রোধ করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় । জেলা আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ডে সাজা শুনিয়েছিল ।

আরও পড়ুন:

  1. রাজনৈতিক টানাপড়েন থেকে ভয়াবহ দুর্ঘটনা-চরম উত্থান-পতনের সাক্ষী 2023, ফিরে দেখা ইতিহাস
  2. বিখ্যাত থেকে বিতর্কিত! বাংলার যে বিশিষ্টরা রয়ে গেলেন স্মৃতির পাতায়, ফিরে দেখা সেই ক্যানভাস
  3. ফিরে দেখা 2023: বাংলার বিচারবিভাগ ও রাজনীতিতে বছরের যে কথাগুলি বুলেটের মতো তীক্ষ্ণ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.