ETV Bharat / state

পরিচারিকা কোরোনায় আক্রান্ত, সপরিবারে আইসোলেশনে মদন মিত্র - Madan Mitra is in isolation with family

প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রের বাড়ির পরিচারিকা কোরোনায় আক্রান্ত ৷ রবিবার তাঁর রিপোর্ট জানা যায় ৷ তারপরই পুরো পরিবার সহ আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নেন মদন মিত্র ৷

image
মদন মিত্র
author img

By

Published : Jun 16, 2020, 4:43 AM IST

কলকাতা, 16 জুন : এবার কোরোনা আতঙ্ক মদন মিত্রের বাড়িতে । প্রাক্তন পরিবহন মন্ত্রীর বাড়ির পরিচারিকা কোরোনা পজ়িটিভ । ফলে আতঙ্কিত প্রাক্তন মন্ত্রী ও‌ তাঁর পরিবারের সদস্যরা ।

পরিচারিকার কোরোনা ধরা পড়ার পর ভবানীপুরের বাড়িতে গোটা পরিবারকে নিয়ে আইসোলেশন থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই তৃণমূল নেতা । তবে আইসোলেশনে থাকলেও অনুগামীদের সঙ্গে কথা এবং দলের কাজ চালিয়ে যাবেন বলে ETV ভারতকে জানালেন তিনি ।

গত মাসে তৃণমূল নেতা তমোনাশ ঘোষ এবং সুজিত বসু কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । তাঁদের দু'জনকেই হাসপাতালে ভরতি করা হয়েছিল । বর্তমানে তাঁরা দু'জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । কার্যত পরিচারিকার থেকেই সংক্রমণ হয়েছিল সুজিত বসু ও তাঁর পরিবারের ।

একইরকমভাবে মদন মিত্রর পরিচারিকার রিপোর্টও COVID-19 পজ়িটিভ । ফলে কোরোনা সংক্রমণের আতঙ্কে রয়েছেন মদন মিত্র ও তাঁর পরিবার । রবিবার পরিচারিকার কোরোনা সংক্রমণের কথা জানার পরে কোনও প্রকার ঝুঁকি নেননি এই তৃণমূল নেতা । পরিবার নিয়ে আইসোলেশনে রয়েছেন তিনি ।

14 দিন আইসোলেশন থাকলেও নিয়মিত জনসংযোগের জন্য ফেসবুক লাইভ করবেন তিনি । কথা বলবেন অনুগামীদের সঙ্গে । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দলীয় কাজও চালাবেন । মদন মিত্র তাঁর অনুগামীদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, উৎকণ্ঠা বা উদ্বেগের কোনও কারণ নেই । শরীরে কোনও উপসর্গ নেই । তিনি ও তাঁর পরিবার সুস্থ রয়েছেন ।

কলকাতা, 16 জুন : এবার কোরোনা আতঙ্ক মদন মিত্রের বাড়িতে । প্রাক্তন পরিবহন মন্ত্রীর বাড়ির পরিচারিকা কোরোনা পজ়িটিভ । ফলে আতঙ্কিত প্রাক্তন মন্ত্রী ও‌ তাঁর পরিবারের সদস্যরা ।

পরিচারিকার কোরোনা ধরা পড়ার পর ভবানীপুরের বাড়িতে গোটা পরিবারকে নিয়ে আইসোলেশন থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই তৃণমূল নেতা । তবে আইসোলেশনে থাকলেও অনুগামীদের সঙ্গে কথা এবং দলের কাজ চালিয়ে যাবেন বলে ETV ভারতকে জানালেন তিনি ।

গত মাসে তৃণমূল নেতা তমোনাশ ঘোষ এবং সুজিত বসু কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । তাঁদের দু'জনকেই হাসপাতালে ভরতি করা হয়েছিল । বর্তমানে তাঁরা দু'জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । কার্যত পরিচারিকার থেকেই সংক্রমণ হয়েছিল সুজিত বসু ও তাঁর পরিবারের ।

একইরকমভাবে মদন মিত্রর পরিচারিকার রিপোর্টও COVID-19 পজ়িটিভ । ফলে কোরোনা সংক্রমণের আতঙ্কে রয়েছেন মদন মিত্র ও তাঁর পরিবার । রবিবার পরিচারিকার কোরোনা সংক্রমণের কথা জানার পরে কোনও প্রকার ঝুঁকি নেননি এই তৃণমূল নেতা । পরিবার নিয়ে আইসোলেশনে রয়েছেন তিনি ।

14 দিন আইসোলেশন থাকলেও নিয়মিত জনসংযোগের জন্য ফেসবুক লাইভ করবেন তিনি । কথা বলবেন অনুগামীদের সঙ্গে । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দলীয় কাজও চালাবেন । মদন মিত্র তাঁর অনুগামীদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, উৎকণ্ঠা বা উদ্বেগের কোনও কারণ নেই । শরীরে কোনও উপসর্গ নেই । তিনি ও তাঁর পরিবার সুস্থ রয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.