কলকাতা, 16 ডিসেম্বর: ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হচ্ছে 2024 এর মাধ্যমিক পরীক্ষা । হাতে রয়েছে মাত্র আর 1মাস 17 দিন । পড়ুয়াদের আশ্বস্ত করেই জানালো হল মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত টেস্ট পেপার প্রকাশের দিন ৷ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকেই জানানো হয়েছে আগামী সপ্তাহেই প্রকাশ হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার টেস্ট পেপার । এই টেস্ট পেপার স্কুল থেকে বিনামূল্যে দেওয়া হয় পড়ুয়াদের ৷
ইতিমধ্যেই রাজ্যের সবক'টি সরকারি স্কুলে সম্পূর্ণ হয়েছে টেস্ট পরীক্ষা। বেশকিছু স্কুলে প্রকাশিত হয়ে গিয়েছে ফলাফলও। তবে এখনও দেখা মেলেনি সরকারের তরফের টেস্ট পেপারের। যদিও তার আগেই বাজারজাত হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য বেসরকারি সংস্থার টেস্ট পেপার ৷ বহু পড়ুয়া সেই টেস্ট পেপার কিনে পড়াশোনা শুরু করলেও অধিকাংশের পক্ষে তার খরচ সাপেক্ষ। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সম্পাদক শম্ভু মান্না বলেন, "মাধ্যমিক পরীক্ষার আর কিছুদিন বাকি। এই পরীক্ষার জন্য সরকারের পক্ষ থেকে টেস্ট পেপার অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার্থীদের কাছে । গ্রামীণ এলাকায় বহু ছাত্রছাত্রীকে বিনামূল্যে এই টেস্ট পেপার স্কুলের তরফ দেওয়া হয়। পরীক্ষার্থীরা ইতিমধ্যেই বাড়িতে তাদের অনুশীলন শুরু করে দিয়েছে জোরকদমে । যদিও আরও পরে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে টেস্ট পেপার প্রকাশ করা হয় তাহলে সেই টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে আমার মনে হচ্ছে না । "
যদিও এই টেস্ট পেপার দেরির দেওয়ার কারণ হিসেবে পর্ষদ সভাপতি দোষারোপ করেছেন শিক্ষক-শিক্ষিকাদেরকেই । পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের কথায়, "আমরা প্রশ্ন পাঠানোর জন্য বেশ কিছু নিয়ম ভাগ করে দিয়েছিলাম । এটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন সমস্ত শিক্ষক-শিক্ষিকাদেরকে মেইল করতে বলা হয়েছিল, কিন্তু অনেকেই তা অনেকেই করেনি । তার ফলে দেরি হয়েছে ।" তবে এর পাশাপাশি তিনি আরও জানান, আগামী সপ্তাহেই সরকারের তরফের টেস্ট পেপার প্রকাশিত হবে। ইতিমধ্যেই সমস্ত প্রশ্নপত্র জমা পড়ে তা খতিয়ে দেখাও হয়েছে । প্রতিবছরের ন্যয় যা বিনামূল্যেই সেই টেস্ট পেপার স্কুল থেকে পাবেন পরীক্ষার্থীরা।
আরও পড়ুন: