ETV Bharat / state

Madhyamik 2023: একগুচ্ছ সতর্কতায় আজ থেকে শুরু জীবনের প্রথম বড় পরীক্ষা - মাধ্যমিক পরীক্ষা 2023

আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023)৷ পর্ষদের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে ? এবছর পরীক্ষার্থীর সংখ্যাই বা কত ? সবকিছু দেখে নিন একনজরে ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 23, 2023, 9:42 AM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি: বাংলা প্রথম ভাষার পরীক্ষা দিয়ে আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক (Madhyamik)। পরীক্ষা শুরু হবে বেলা 12টা থেকে । সকল পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে বেলা সাড়ে 11টার মধ্যে ৷ পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দেওয়া হবে 11টা 45 মিনিটে ৷ তারপর 12টা থেকে লিখতে শুরু করবে তারা ৷

এই বছর পরীক্ষার্থীর সংখ্যা 6 লাখ 98 হাজার 724 জন । পরীক্ষাকেন্দ্রের সংখ্যা 1 হাজার 226টি । পরীক্ষা সুষ্ঠুভাবে চালানোর জন্য 35 হাজার ইনভিজিলেটর রয়েছেন বলে জানা গিয়েছে । এছাড়াও পর্ষদের পক্ষ থেকে এবছর একটি অ্যাপের ব্যবস্থা করা হয়েছে । যেখানে পর্যবেক্ষরা প্রতিনিয়ত পরীক্ষা সংক্রান্ত আপডেট দেবেন । শুধু তাই নয়, পর্ষদের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোলরুমও ৷ একাধিক হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে । প্রতিটি কেন্দ্রের বাইরেই পরীক্ষার্থীর কোন ঘরে সিট পড়েছে সেই বিষয় লেখা থাকছে । একাধিক কেন্দ্রে থাকছে সিসিটিভিতে নজরদারির ব্যবস্থাও ৷ যাতে স্কুলের ভিতরে অবিভাবক বা বহিরাগতরা কেউ ঢুকতে না পারেন ৷ জানা গিয়েছে, পরীক্ষার্থীদের অভয় দিতে জেলায় জেলায় যেতে চান পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । এবছর পরীক্ষা শেষ হবে 4 মার্চ । ফলপ্রকাশ মে মাসের শেষ সপ্তাহে হবে বলে জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ ।

এদিকে শহরে অ্যাডিনোভাইরাসের উপদ্রব বৃদ্ধির জেরে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে সিকরুমের ব্যবস্থা ৷ সেখানে থাকবেন 2 জন স্বাস্থ্যকর্মী ৷ এবছর 987 জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী রয়েছে । তাদের জন্যও বিশেষ ব্যবস্থা রয়েছে বলে জানা গিয়েছে । পরীক্ষার দু'দিন আগেই মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা মাথায় রেখে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে হেল্পডেস্ক চালু, বিশ্রাম করার জায়গা সব বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন ৷ সর্বোপরি জীবনের প্রথম বড় পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য প্রস্তুত পর্ষদ থেকে প্রশাসন ৷ পাশাপাশি মেট্রোর সংখ্যাও বাড়ানো হয়েছে।

কলকাতা, 23 ফেব্রুয়ারি: বাংলা প্রথম ভাষার পরীক্ষা দিয়ে আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক (Madhyamik)। পরীক্ষা শুরু হবে বেলা 12টা থেকে । সকল পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে বেলা সাড়ে 11টার মধ্যে ৷ পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দেওয়া হবে 11টা 45 মিনিটে ৷ তারপর 12টা থেকে লিখতে শুরু করবে তারা ৷

এই বছর পরীক্ষার্থীর সংখ্যা 6 লাখ 98 হাজার 724 জন । পরীক্ষাকেন্দ্রের সংখ্যা 1 হাজার 226টি । পরীক্ষা সুষ্ঠুভাবে চালানোর জন্য 35 হাজার ইনভিজিলেটর রয়েছেন বলে জানা গিয়েছে । এছাড়াও পর্ষদের পক্ষ থেকে এবছর একটি অ্যাপের ব্যবস্থা করা হয়েছে । যেখানে পর্যবেক্ষরা প্রতিনিয়ত পরীক্ষা সংক্রান্ত আপডেট দেবেন । শুধু তাই নয়, পর্ষদের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোলরুমও ৷ একাধিক হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে । প্রতিটি কেন্দ্রের বাইরেই পরীক্ষার্থীর কোন ঘরে সিট পড়েছে সেই বিষয় লেখা থাকছে । একাধিক কেন্দ্রে থাকছে সিসিটিভিতে নজরদারির ব্যবস্থাও ৷ যাতে স্কুলের ভিতরে অবিভাবক বা বহিরাগতরা কেউ ঢুকতে না পারেন ৷ জানা গিয়েছে, পরীক্ষার্থীদের অভয় দিতে জেলায় জেলায় যেতে চান পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । এবছর পরীক্ষা শেষ হবে 4 মার্চ । ফলপ্রকাশ মে মাসের শেষ সপ্তাহে হবে বলে জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ ।

এদিকে শহরে অ্যাডিনোভাইরাসের উপদ্রব বৃদ্ধির জেরে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে সিকরুমের ব্যবস্থা ৷ সেখানে থাকবেন 2 জন স্বাস্থ্যকর্মী ৷ এবছর 987 জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী রয়েছে । তাদের জন্যও বিশেষ ব্যবস্থা রয়েছে বলে জানা গিয়েছে । পরীক্ষার দু'দিন আগেই মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা মাথায় রেখে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে হেল্পডেস্ক চালু, বিশ্রাম করার জায়গা সব বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন ৷ সর্বোপরি জীবনের প্রথম বড় পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য প্রস্তুত পর্ষদ থেকে প্রশাসন ৷ পাশাপাশি মেট্রোর সংখ্যাও বাড়ানো হয়েছে।

আরও পড়ুন : উপনির্বাচনের কোপে পরীক্ষা, বদলাল মাধ্যমিকের সূচি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.