ETV Bharat / state

Madan Mitra: "আরশোলা আবার পাখি!" শুভাপ্রসন্নকে বেলাগাম আক্রমণ মদনের - রাজ্যে কেরালা স্টোরি নিষিদ্ধ হওয়ার পর

রাজ্যে কেরালা স্টোরি নিষিদ্ধ হওয়ার পর থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক বিসোফোরক অভিয়োগ করেন শিল্পী শুভাপ্রসন্ন ৷ সিনেমা যে এই রাজ্যে নিষিদ্ধ সেই ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী ৷ তারপরও শুভাপ্রসন্নের এই মন্তব্যে রীতিমতো আক্রমণাত্মক হয়ে ওঠে তৃণমূল ৷

Etv Bharat
শুভাপ্রসন্নকে আক্রমণ মদনের
author img

By

Published : May 11, 2023, 9:08 PM IST

কলকাতা, 11 মে: 'দ্য কেরালা স্টোরি' নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরুদ্ধে শিল্পী শুভাপ্রসন্নের মন্তব্যের পরই আক্রমণে নামল তৃণমূল ৷ শিল্পীর বিরুদ্ধে এবার বিজেপির সঙ্গে সেটিংয়ের তত্ত্ব সামনে আনল রাজ্য়ের শাসক দল ৷ কামারহাটির তৃণমূল বিধায়ক কটাক্ষের সুরে বলেন, "কে শুভাপ্রসন্ন ! আরশোলা আবার পাখি !"

রাজ্যে কেরালা স্টোরি নিষিদ্ধ হওয়ার পর থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন শিল্পী শুভাপ্রসন্ন ৷ সিনেমা যে এই রাজ্যে নিষিদ্ধ সেই ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী ৷ তারপরও শুভাপ্রসন্নের এই মন্তব্যে রীতিমতো আক্রমণাত্মক হয়ে ওঠে তৃণমূল ৷ এবার শুভাপ্রসন্নকে নিয়ে বিস্ফোরক কামারহাটির বিধায়ক মদন মিত্র। শুভাপ্রসন্নকে কটাক্ষ করে একাধিক মন্তব্য করতে শোনা গেল তাঁকে। এমনকী "শুভাপ্রসন্ন কে?" সেই প্রশ্নও তোলেন তিনি।

বুধবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভাপ্রসন্নকে তীব্র আক্রমণ করেন মদন মিত্র। তিনি বলেন, "কে শুভাপ্রসন্ন? খায় না, মাথায় দেয়? মমতা বন্দ্যোপাধ্যায় দু'দিন ওঁর বাড়িতে পায়ের ধুলো দিয়েছিল বলে শুভাপ্রসন্ন শুভাপ্রসন্ন হয়েছে। তাঁর কাছ থেকে জ্ঞান শুনবো না।" সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃত্তে এসেছিলেন শুভাপ্রসন্ন ৷ এরপর অবশ্য বিরোধীদের প্রায়শই কটাক্ষের সামনে দাঁড়াতে হয়েছে শুভাপ্রসন্নদের ৷ তবে এবার খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে যেভাবে বিরোধিতা করছেন শুভাপ্রসন্ন তাতে স্পষ্ট তৃণমূলের সঙ্গে সম্পর্ক তলানিতে ৷ আর তাঁর বিরুদ্ধে পালটা সুর চড়াতে গিয়ে তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, "আপনি (শুভাপ্রসন্ন) যাকে স্তাবকতা বলছেন, সেই স্তাবকতার বিশ্ববিদ্যালয়ে আপনি তো উপাচার্য। স্তাবকতা তো আপনিই শুরু করেছেন! আমি তো সাক্ষী !"

তবে এখানেই শেষ নয়, এর সঙ্গে শুভাপ্রসন্নকে দাঁড় কাক আঁকার পরামর্শও দেন কামারহাটির বিধায়ক। তিনি বলেন, "দাঁড়কাক আঁকুন আপনি এবার। আপনাদের কথায় একটা ভোটও এদিক-ওদিক হবে না। আর এইসব বুদ্ধিজীবী হিসেবে কেউ আপনাদের মনে করে না। আরশোলা কি পাখি? মনে হয়, কাল অমিত শাহের সঙ্গে লাইন টাইন মেরে নিয়েছেন নিশ্চয়ই। এগুলো জীব ছিল না, এইসব জীবগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তৈরি করেছেন।" এর সঙ্গে তিনি আরও বলেন, "আপনি ছবি আঁকুন। বজরং-হিটলার এসব কী বোঝেন? আর বজরং-হিটলার যেদিন রাস্তায় নামবে, সেদিন আপনি চিলেকোঠায় থাকবেন। রাস্তায় থাকব আমরা। আগে যখন নাচ নাচতে যাচ্ছিলেন।"

আরও পড়ুন: ডিগ্রি কোর্সের বদলে চিকিৎসকদের জন্য তিন বছরের ডিপ্লোমা কোর্সের প্রস্তাব মুখ্যমন্ত্রীর

কলকাতা, 11 মে: 'দ্য কেরালা স্টোরি' নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরুদ্ধে শিল্পী শুভাপ্রসন্নের মন্তব্যের পরই আক্রমণে নামল তৃণমূল ৷ শিল্পীর বিরুদ্ধে এবার বিজেপির সঙ্গে সেটিংয়ের তত্ত্ব সামনে আনল রাজ্য়ের শাসক দল ৷ কামারহাটির তৃণমূল বিধায়ক কটাক্ষের সুরে বলেন, "কে শুভাপ্রসন্ন ! আরশোলা আবার পাখি !"

রাজ্যে কেরালা স্টোরি নিষিদ্ধ হওয়ার পর থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন শিল্পী শুভাপ্রসন্ন ৷ সিনেমা যে এই রাজ্যে নিষিদ্ধ সেই ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী ৷ তারপরও শুভাপ্রসন্নের এই মন্তব্যে রীতিমতো আক্রমণাত্মক হয়ে ওঠে তৃণমূল ৷ এবার শুভাপ্রসন্নকে নিয়ে বিস্ফোরক কামারহাটির বিধায়ক মদন মিত্র। শুভাপ্রসন্নকে কটাক্ষ করে একাধিক মন্তব্য করতে শোনা গেল তাঁকে। এমনকী "শুভাপ্রসন্ন কে?" সেই প্রশ্নও তোলেন তিনি।

বুধবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভাপ্রসন্নকে তীব্র আক্রমণ করেন মদন মিত্র। তিনি বলেন, "কে শুভাপ্রসন্ন? খায় না, মাথায় দেয়? মমতা বন্দ্যোপাধ্যায় দু'দিন ওঁর বাড়িতে পায়ের ধুলো দিয়েছিল বলে শুভাপ্রসন্ন শুভাপ্রসন্ন হয়েছে। তাঁর কাছ থেকে জ্ঞান শুনবো না।" সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃত্তে এসেছিলেন শুভাপ্রসন্ন ৷ এরপর অবশ্য বিরোধীদের প্রায়শই কটাক্ষের সামনে দাঁড়াতে হয়েছে শুভাপ্রসন্নদের ৷ তবে এবার খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে যেভাবে বিরোধিতা করছেন শুভাপ্রসন্ন তাতে স্পষ্ট তৃণমূলের সঙ্গে সম্পর্ক তলানিতে ৷ আর তাঁর বিরুদ্ধে পালটা সুর চড়াতে গিয়ে তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, "আপনি (শুভাপ্রসন্ন) যাকে স্তাবকতা বলছেন, সেই স্তাবকতার বিশ্ববিদ্যালয়ে আপনি তো উপাচার্য। স্তাবকতা তো আপনিই শুরু করেছেন! আমি তো সাক্ষী !"

তবে এখানেই শেষ নয়, এর সঙ্গে শুভাপ্রসন্নকে দাঁড় কাক আঁকার পরামর্শও দেন কামারহাটির বিধায়ক। তিনি বলেন, "দাঁড়কাক আঁকুন আপনি এবার। আপনাদের কথায় একটা ভোটও এদিক-ওদিক হবে না। আর এইসব বুদ্ধিজীবী হিসেবে কেউ আপনাদের মনে করে না। আরশোলা কি পাখি? মনে হয়, কাল অমিত শাহের সঙ্গে লাইন টাইন মেরে নিয়েছেন নিশ্চয়ই। এগুলো জীব ছিল না, এইসব জীবগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তৈরি করেছেন।" এর সঙ্গে তিনি আরও বলেন, "আপনি ছবি আঁকুন। বজরং-হিটলার এসব কী বোঝেন? আর বজরং-হিটলার যেদিন রাস্তায় নামবে, সেদিন আপনি চিলেকোঠায় থাকবেন। রাস্তায় থাকব আমরা। আগে যখন নাচ নাচতে যাচ্ছিলেন।"

আরও পড়ুন: ডিগ্রি কোর্সের বদলে চিকিৎসকদের জন্য তিন বছরের ডিপ্লোমা কোর্সের প্রস্তাব মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.