কলকাতা, 27 সেপ্টেম্বর: অধ্যক্ষের সমালোচনার জবাব দিলেন 'কালারফুল' মদন মিত্র (Madan Slams Speaker) ৷ কামারহাটির বিধায়কের তর্পণ বিতর্ক যেন থামছে না কিছুতেই। মঙ্গলবার দলের অন্দরেই এ নিয়ে চলল চাপানউতোর। আর এতেই প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেসের অন্দরের বোঝাপড়া নিয়ে।
প্রসঙ্গত, দেবীপক্ষের সূচনায় মহালয়ার দিন দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ছবিতে মালা দিয়ে তর্পণ করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ সংবাদ মাধ্যমের সামনে তিনি সেদিন প্রতিক্রিয়া দেন ব্যক্তি দিলীপ বা শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ না থাকলেও পুরো বিষয়টি প্রতীকী। মূলত বিজেপির অপমৃত্যু ঘটেছে বোঝাতেই 'মদন দাদার' এমন কীর্তি। এরপর বেশি সময় যায়নি এই নিয়ে মুখ খোলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরহাদ হাকিম।
রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, এগুলো ভালো দৃষ্টান্ত স্থাপন করে না। আসলে সংবাদ মাধ্যমের সামনে পাবলিসিটি পাওয়ার জন্য এসব করা হচ্ছে। এসব না করলেও 'মদন মিত্র মদন মিত্রই' থাকবেন। যাঁরা বিধায়ক তাঁরা নিজের ক্ষেত্রে কাজ করবেন। এরপর সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, "এই পাবলিসিটি দিয়েছেন আপনারা। আমার আর কিছু বলার নেই ৷"
আরও পড়ুন: ফিরহাদ হাকিম শ্রীমান ছাপড়া, কটাক্ষ মদন মিত্রর
মঙ্গলবার এরই পালটা জবাব দিয়েছেন মদন, তবে একে শুধু জবাব বললে ভুল হবে। বরং সেই জবাবের মধ্যেই নতুন করে বিতর্কের মশলা রয়েছে। ঠিক কি বলেছেন মদন মিত্র! সোশাল মিডিয়ায় একটি ভিডিওতে মদন মিত্র স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, "আমি অত্যন্ত নতমস্তকে তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। উনি যা বলেছেন আমি তা মেনে নিচ্ছি। কিন্তু স্পিকারকে আমি বলি, আপনি কিন্তু বিধানসভার স্পিকার মানে তৃণমূলের স্পিকার নন। আপনার সামনে যখন আমায় অকথ্য গালাগাল, এবং বাইরে রেজিস্ট্রার্ড মাতালের লিস্ট তৈরি করে বিরোধী দলনেতা। বলা হয়, আমি বাটলার, পেগ মাপা আমার কাজ। আমি মাতালদের রেজিস্ট্রার্ড মেন্টেন করি। আমি মনে করি, বিধানসভার বাইরে কে কী বলছে, সেটা বিধানসভায় এক্সপোজ করা যায় না। ঘটনাটি বিধানসভায় হয়নি।" কালারফুল মদনের এই হেন বক্তব্যে, নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তাহলে কি এই তৃণমূল বিধায়ক এই বক্তব্যের মাধ্যমে অধ্যক্ষকে তার সীমারেখা দেখালেন, উঠছে প্রশ্ন ৷