ETV Bharat / state

Madan Meets Sweta: অয়ন ঘনিষ্ঠ শ্বেতার সঙ্গে দেখা করলেন মদন, কী কথা হল? - Madan Mitra Meets Accused Ayan Sils Close Aide

সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন প্রোমোটার অয়ন শীল। তিনি আবার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই অয়নের বান্ধবী বলে পরিচিত শ্বেতা চক্রবর্তীর (Sweta Chakraborty) সঙ্গে শুক্রবার দেখা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। কথাও হল দু'জনের ।

Etv Bharat
মদন মিত্র ও অয়ন শীল
author img

By

Published : Mar 25, 2023, 9:01 AM IST

Updated : Mar 25, 2023, 9:11 AM IST

শ্বেতার সঙ্গে দেখা হল মদনের

কামারহাটি, 25 মার্চ: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রোমোটর অয়ন শীল ৷ সেই অয়নের বান্ধবী বলে পরিচিত শ্বেতা চক্রবর্তী ৷ যদিও নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর কোনও যোগসূত্র নেই বলেই দাবি করেছেন কামারহাটি পৌরসভার এই সিভিল ইঞ্জিনিয়র। শুক্রবার কাজে যোগও দিয়েছেন তিনি। আর গতকালই পৌরসভায় শ্বেতার সঙ্গে দেখা করলেন বিধায়ক মদন মিত্র (SSC Recruitment Scam Accused Ayan Sil's Close Aide Sweta Chakraborty) । এদিন আচমকাই তিনি কামারহাটি পৌরসভায় হাজির হন ৷

সেখানে গিয়ে তিনি দাবি করেন, রমজান মাস শুরু হওয়ায় তিনি এসেছেন ৷ কামারহাটি পৌরসভায় পৌঁছে তিনি পৌরকর্মীদের সঙ্গে দেখা করেন ৷ এরপর তিনি দেখা করেন, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া অয়ন শীলের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীর সঙ্গে ৷ কথাও বলেন তাঁর সঙ্গে। সাংবাদিকদের মদনবাবু বলেন, "আমরা কেউ চাকরি দিইনি ৷ এর আগে 125 বছরে কোনওদিন কামারহাটি পৌরসভায় চাকরির পরীক্ষা হয়নি। চাকরি পরীক্ষা না-দিয়ে যদি দুর্নীতি হয়, যার মধ্যে সিপিএম 34 বছর চালিয়েছে, তখন চিরকুটে লিখে বাড়ির চাকর, দাড়োয়ান, আত্মীয় স্বজনদের চাকরি দিয়েছে। কিন্তু তখনকার কোনও প্রমাণ নেই ৷ আমরা স্বচ্ছতা রাখতে চেয়েছিলাম। এখানে যারা চাকরি করছেন তাঁদের মধ্যে অধিকাংশ পোস্ট গ্যাজুয়েট ৷ ভালো ভালো ছেলে মেয়েরা ৷ এমনকী শ্বেতা বলে মেয়েটি, তিনিও ইঞ্জিনিয়র ৷"

তিনি আরও বলেন, "এখন তাঁর ইঞ্জিনিয়রের সার্টিফিকেটটা ভুয়ো না ঠিক সেটা ঠিক করার দায়িত্ব আমার নয় ৷ কারণ আমি কোর্ট বা জাজ নই, ইঞ্জিনিয়ারিং কলেজও নই। টিভিতে দেখাচ্ছিল তখন আমি জানলাম ৷ তাঁর সঙ্গে দেখা করে তার নাম জানলাম, কোথায় থাকে জানলাম। এখানে 1 হাজার 500 কর্মী কাজ করে সকলকে চেয়ারম্যান গোপালের চেনা সম্ভব নয়। পাশাপাশি যে অয়ন শীল নিয়ে এত প্রশ্ন তাঁকে 2002 সালে সিপিএম নিয়ে এসেছিল, তারাই বলতে পারবে। প্রথম চিটফান্ড এনেছে সিপিএম ৷"

আরও পড়ুন: কামারহাটি পৌরসভায় কাজে যোগ দিলেন অয়ন-ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী

অন্যদিকে সংবাদমাধ্যমকে আক্রমণ করে শ্বেতা চক্রবর্তী বলেন, "আমি যা বলার তো তা বলে দিয়েছে, আপনারা কেন আমায় বিরক্ত করছেন ৷ আমাকে অফিসে কাজটা করতে দিন ৷ আমি তো এখন অফিসে ৷ আপনারা এভাবে অফিসের মধ্যে ঢুকে পড়ছেন। মদন মিত্র আমাদের বিধায়ক উনি আসতেই পারেন অফিসে। উনি এসে নাম জিজ্ঞেস করলেন। কোথায় থাকি জিজ্ঞেস করলেন। গতকাল (বৃহস্পতিবার) থেকে অফিস করছি ৷ আমি কি আপনাদের জন্য স্বাভাবিকভাবে জীবন যাপন করতে করব না ? "

শ্বেতার সঙ্গে দেখা হল মদনের

কামারহাটি, 25 মার্চ: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রোমোটর অয়ন শীল ৷ সেই অয়নের বান্ধবী বলে পরিচিত শ্বেতা চক্রবর্তী ৷ যদিও নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর কোনও যোগসূত্র নেই বলেই দাবি করেছেন কামারহাটি পৌরসভার এই সিভিল ইঞ্জিনিয়র। শুক্রবার কাজে যোগও দিয়েছেন তিনি। আর গতকালই পৌরসভায় শ্বেতার সঙ্গে দেখা করলেন বিধায়ক মদন মিত্র (SSC Recruitment Scam Accused Ayan Sil's Close Aide Sweta Chakraborty) । এদিন আচমকাই তিনি কামারহাটি পৌরসভায় হাজির হন ৷

সেখানে গিয়ে তিনি দাবি করেন, রমজান মাস শুরু হওয়ায় তিনি এসেছেন ৷ কামারহাটি পৌরসভায় পৌঁছে তিনি পৌরকর্মীদের সঙ্গে দেখা করেন ৷ এরপর তিনি দেখা করেন, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া অয়ন শীলের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীর সঙ্গে ৷ কথাও বলেন তাঁর সঙ্গে। সাংবাদিকদের মদনবাবু বলেন, "আমরা কেউ চাকরি দিইনি ৷ এর আগে 125 বছরে কোনওদিন কামারহাটি পৌরসভায় চাকরির পরীক্ষা হয়নি। চাকরি পরীক্ষা না-দিয়ে যদি দুর্নীতি হয়, যার মধ্যে সিপিএম 34 বছর চালিয়েছে, তখন চিরকুটে লিখে বাড়ির চাকর, দাড়োয়ান, আত্মীয় স্বজনদের চাকরি দিয়েছে। কিন্তু তখনকার কোনও প্রমাণ নেই ৷ আমরা স্বচ্ছতা রাখতে চেয়েছিলাম। এখানে যারা চাকরি করছেন তাঁদের মধ্যে অধিকাংশ পোস্ট গ্যাজুয়েট ৷ ভালো ভালো ছেলে মেয়েরা ৷ এমনকী শ্বেতা বলে মেয়েটি, তিনিও ইঞ্জিনিয়র ৷"

তিনি আরও বলেন, "এখন তাঁর ইঞ্জিনিয়রের সার্টিফিকেটটা ভুয়ো না ঠিক সেটা ঠিক করার দায়িত্ব আমার নয় ৷ কারণ আমি কোর্ট বা জাজ নই, ইঞ্জিনিয়ারিং কলেজও নই। টিভিতে দেখাচ্ছিল তখন আমি জানলাম ৷ তাঁর সঙ্গে দেখা করে তার নাম জানলাম, কোথায় থাকে জানলাম। এখানে 1 হাজার 500 কর্মী কাজ করে সকলকে চেয়ারম্যান গোপালের চেনা সম্ভব নয়। পাশাপাশি যে অয়ন শীল নিয়ে এত প্রশ্ন তাঁকে 2002 সালে সিপিএম নিয়ে এসেছিল, তারাই বলতে পারবে। প্রথম চিটফান্ড এনেছে সিপিএম ৷"

আরও পড়ুন: কামারহাটি পৌরসভায় কাজে যোগ দিলেন অয়ন-ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী

অন্যদিকে সংবাদমাধ্যমকে আক্রমণ করে শ্বেতা চক্রবর্তী বলেন, "আমি যা বলার তো তা বলে দিয়েছে, আপনারা কেন আমায় বিরক্ত করছেন ৷ আমাকে অফিসে কাজটা করতে দিন ৷ আমি তো এখন অফিসে ৷ আপনারা এভাবে অফিসের মধ্যে ঢুকে পড়ছেন। মদন মিত্র আমাদের বিধায়ক উনি আসতেই পারেন অফিসে। উনি এসে নাম জিজ্ঞেস করলেন। কোথায় থাকি জিজ্ঞেস করলেন। গতকাল (বৃহস্পতিবার) থেকে অফিস করছি ৷ আমি কি আপনাদের জন্য স্বাভাবিকভাবে জীবন যাপন করতে করব না ? "

Last Updated : Mar 25, 2023, 9:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.