ETV Bharat / state

রোজ়ভ্যালি মামলায় মদনকে 4 ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র - Madan in CGO

রোজ়ভ্যালি মামলায় আজ CGO কমপ্লেক্সে 4 ঘণ্টা মদন মিত্রকে জেরা করল ED ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 8, 2019, 10:48 PM IST

Updated : Jul 8, 2019, 11:57 PM IST

কলকাতা, 8 জুলাই : সারদার পর এবার রোজ়ভ্যালি । আবারও CGO কমপ্লেক্সে মদন মিত্র । তবে, এবার CBI-এর ডাকে নয়, ED-র ডাকে । আজ প্রায় চারঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ।

ED সূত্রে খবর, সম্প্রতি জেলে গিয়ে জেরা করা হয় রোজ়ভ্যালি কর্তা গৌতম কুণ্ডকে । সেখানেই তিনি তদন্তকারীদের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রর নাম জানান । তবে টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত কী তথ্য গৌতম দিয়েছেন, তা অবশ্য জানা যায়নি । সংশ্লিষ্ট মহল বলছে, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য দিয়েছেন গৌতম । কারণ, চিটফান্ড সংক্রান্ত মামলায় আর্থিক বিষয়টি নিয়েই তদন্ত করছে ED । ষড়যন্ত্রের মতো অভিযোগ যদি মদন মিত্রর বিরুদ্ধে উঠত তাহলে সেবিষয়ে তদন্ত করত CBI ।

সূত্রের খবর, বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে মদন মিত্র এবং গৌতম কুণ্ডর মধ্যে সাক্ষাৎ হয় । তখন চিটফান্ডের রমরমা । সেই বৈঠকেই কি আর্থিক লেনদেন সংক্রান্ত আলোচনা হয় ? যদিও মদন ঘনিষ্ঠমহলে বলেছেন, যুবভারতী ক্রীড়াঙ্গনের সম্প্রচারকক্ষ সংক্রান্ত একটি বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছিল । তিনি সেখানে মিনিট দশেক ছিলেন । তবে ED সূত্রে খবর, সেই বৈঠকের পর খাওয়াদাওয়ার বিল মদনের নামে হয়েছিল । এমনিতেই সারদা মামলায় জামিনে মুক্ত রয়েছেন মদন । এবার রোজ়ভ্যালি মামলাতেও ডাকা হল তাঁকে।

কলকাতা, 8 জুলাই : সারদার পর এবার রোজ়ভ্যালি । আবারও CGO কমপ্লেক্সে মদন মিত্র । তবে, এবার CBI-এর ডাকে নয়, ED-র ডাকে । আজ প্রায় চারঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ।

ED সূত্রে খবর, সম্প্রতি জেলে গিয়ে জেরা করা হয় রোজ়ভ্যালি কর্তা গৌতম কুণ্ডকে । সেখানেই তিনি তদন্তকারীদের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রর নাম জানান । তবে টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত কী তথ্য গৌতম দিয়েছেন, তা অবশ্য জানা যায়নি । সংশ্লিষ্ট মহল বলছে, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য দিয়েছেন গৌতম । কারণ, চিটফান্ড সংক্রান্ত মামলায় আর্থিক বিষয়টি নিয়েই তদন্ত করছে ED । ষড়যন্ত্রের মতো অভিযোগ যদি মদন মিত্রর বিরুদ্ধে উঠত তাহলে সেবিষয়ে তদন্ত করত CBI ।

সূত্রের খবর, বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে মদন মিত্র এবং গৌতম কুণ্ডর মধ্যে সাক্ষাৎ হয় । তখন চিটফান্ডের রমরমা । সেই বৈঠকেই কি আর্থিক লেনদেন সংক্রান্ত আলোচনা হয় ? যদিও মদন ঘনিষ্ঠমহলে বলেছেন, যুবভারতী ক্রীড়াঙ্গনের সম্প্রচারকক্ষ সংক্রান্ত একটি বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছিল । তিনি সেখানে মিনিট দশেক ছিলেন । তবে ED সূত্রে খবর, সেই বৈঠকের পর খাওয়াদাওয়ার বিল মদনের নামে হয়েছিল । এমনিতেই সারদা মামলায় জামিনে মুক্ত রয়েছেন মদন । এবার রোজ়ভ্যালি মামলাতেও ডাকা হল তাঁকে।

Intro:কলকাতা, ৮ জুন: সারদার পর এবার রোজ ভ্যালি। আবারও সিজিও কম্প্লেক্সে মদন মিত্র। তবে এবার আর সিবিআইয়ের ডাকে নয়। এবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ডাকে। আজ প্রায় চার ঘণ্টা ধরে যেটা করা হয় তাঁকে।Body:ED সূত্রে খবর, সম্প্রতি জেলে গিয়ে জেরা করা হয় রোজভ্যালি কর্ণধার গৌতম কুন্ডুকে। সেখানেই তিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রর নাম জানান তদন্তকারীদের। তবে টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত কি তথ্য গৌতম দিয়েছেন, তা অবশ্য জানা যায়নি। সংশ্লিষ্ট মহল বলছে, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য দিয়েছেন গৌতম। কারণ, চিটফান্ড সংক্রান্ত মামলায় আর্থিক বিষয়টি নিয়েই তদন্ত করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ষড়যন্ত্রের মত অভিযোগ যদি প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে উঠত তাহলে সে বিষয়ে তদন্ত করতে সিবিআই। Conclusion:সূত্র জানাচ্ছে, বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে মদন মিত্র এবং গৌতম কুন্ডুর মধ্যে সাক্ষাৎ হয়। তখন চিটফান্ডের রমরমা। সেই বৈঠকেই কি আর্থিক লেনদেন সংক্রান্ত আলোচনা হয়? যদিও মদন ঘনিষ্ঠমহলে বলেছেন, যুবভারতী ক্রীড়াঙ্গনের সম্প্রচার কক্ষ সংক্রান্ত একটি বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছিল। তিনি সেখানে মিনিট দশেক ছিলেন। যদিও ED সূত্র বলছে, সেই বৈঠকের পর খাওয়া-দাওয়ার বিল মদনের নামে হয়েছিল। এমনিতেই সারদা কাণ্ডের জেরে জামিনে মুক্ত রয়েছেন মদন। তার ওপর এবার রোজভ্যালি নিয়েও স্পটলাইটে চলে এলেন তিনি। আজ জেরা শেষে সিজিও কম্প্লেক্স ছাড়ার আগে মদন অবশ্য কোনো মন্তব্য করতে চাননি।
Last Updated : Jul 8, 2019, 11:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.