কলকাতা, 23 মে : শারীরিক অবস্থা ভাল নেই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ৷ এমনই খবর হাসপাতাল সূত্রে ৷ আজ এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয় ৷ মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা মদন মিত্রের শারীরিক অবস্থার পরীক্ষা করেন ।
পরীক্ষার সময় মদন মিত্রের গলায় একটা টিউমার ধরা পরে । মদন মিত্রের ফুসফুসেও সংক্রমণ হয়েছে । হাসপাতাল সূত্রে খবর, তৃণমূল বিধায়কের কাশির সঙ্গে রক্ত বের হচ্ছে । মূলত, ফুসফুসে সংক্রমণ হওয়ায় জন্যই তাঁর কাশির সঙ্গে রক্ত বের হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন ।
মদন মিত্রের পুত্র শুভরূপ মিত্র বলেন, "বাবাকে আগে যেমন 24 ঘণ্টা অক্সিজেন দিতে হচ্ছিল, এখন সেটা দিতে হচ্ছে না । তার জন্য বিশেষ থেরাপি চলছে । রাতে মেডিক্যাল বোর্ড বাবার স্বাস্থ্য নিয়ে বৈঠকে বসবে ।"
আরও পড়ুন : 26 মে দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে যশ
প্রসঙ্গত নারদ কাণ্ডে সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্রকেও গ্রেফতার করে সিবিআই ৷ রাতে তাঁদের প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানে অসুস্থ বোধ করায় তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয় ৷ সেই থেকেই হাসপাতালেই আছেন মদন মিত্র ৷