ETV Bharat / state

ডাক্তাররা হয়রানির শিকার, মানলেন মদন

খাসতালুকেই কেউ দেখা করলেন না মদন মিত্রের সঙ্গে । আজ জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করতে SSKM যান মদন । কিন্তু, কারোর দেখা পাননি ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 15, 2019, 5:11 PM IST

Updated : Jun 15, 2019, 5:22 PM IST

কলকাতা, 15 জুন : খাসতালুকেই কেউ দেখা করলেন না মদন মিত্রের সঙ্গে । আজ জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করতে SSKM যান মদন । কিন্তু, কারোর দেখা পাননি । অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে আসেন ।

সোমবার (10 জুন) রোগীমৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় NRS । রোগীর পরিবারদের মারধরে গুরুতর জখম হয় পরিবহ মুখার্জি নামে এক জুনিয়র ডাক্তার । এর প্রতিবাদে বুধবার থেকে OPD বন্ধের ডাক দেয় ডাক্তারদের সংগঠন । এর মাঝে পরিস্থিতি সামাল দিতে মমতা ব্যানার্জি SSKM হাসপাতালে যান । তাঁর হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে । আজ জুনিয়র ডাক্তারদের নবান্নে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী । কিন্তু, তাঁরা যেতে রাজি হননি । স্পষ্ট জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীকে এসেই কথা বলতে হবে ।

মদন মিত্রের বক্তব্য

আজ সেবিষয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার জন্য SSKM-এর অ্যাকাডেমিক বিল্ডিংয়ে গেছিলেন তৃণমূল নেতা মদন মিত্র । অনেকক্ষণ দাঁড়িয়ে সেখান থেকে ফিরে আসেন । কোনও ডাক্তার তাঁর সঙ্গে দেখা করেননি । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন বলেন, "ডাক্তাররা হয়রানির শিকার হয় । একটা কাজ করা যেতে পারে, রোগীর সঙ্গে 2 জন পরিজনকে ঢুকতে দেওয়া দরকার । তাই, রোগীর পরিজনদের প্রবেশের ক্ষেত্রে একটু কড়াকড়ি দরকার ।"

কলকাতা, 15 জুন : খাসতালুকেই কেউ দেখা করলেন না মদন মিত্রের সঙ্গে । আজ জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করতে SSKM যান মদন । কিন্তু, কারোর দেখা পাননি । অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে আসেন ।

সোমবার (10 জুন) রোগীমৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় NRS । রোগীর পরিবারদের মারধরে গুরুতর জখম হয় পরিবহ মুখার্জি নামে এক জুনিয়র ডাক্তার । এর প্রতিবাদে বুধবার থেকে OPD বন্ধের ডাক দেয় ডাক্তারদের সংগঠন । এর মাঝে পরিস্থিতি সামাল দিতে মমতা ব্যানার্জি SSKM হাসপাতালে যান । তাঁর হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে । আজ জুনিয়র ডাক্তারদের নবান্নে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী । কিন্তু, তাঁরা যেতে রাজি হননি । স্পষ্ট জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীকে এসেই কথা বলতে হবে ।

মদন মিত্রের বক্তব্য

আজ সেবিষয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার জন্য SSKM-এর অ্যাকাডেমিক বিল্ডিংয়ে গেছিলেন তৃণমূল নেতা মদন মিত্র । অনেকক্ষণ দাঁড়িয়ে সেখান থেকে ফিরে আসেন । কোনও ডাক্তার তাঁর সঙ্গে দেখা করেননি । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন বলেন, "ডাক্তাররা হয়রানির শিকার হয় । একটা কাজ করা যেতে পারে, রোগীর সঙ্গে 2 জন পরিজনকে ঢুকতে দেওয়া দরকার । তাই, রোগীর পরিজনদের প্রবেশের ক্ষেত্রে একটু কড়াকড়ি দরকার ।"

Intro:কলকাতা, ১৩ জুন : অবশেষে আজ রাজভবনে রাজ‍্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে অভিযোগ জানালেন জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল । রাজ‍্যপালের কাছে গোটা বিষয়টি জানিয়ে হস্তক্ষেপ করার দাবি জানান তারা। রাজ‍্যপাল শুনে আশ্বস্থ করেন জুনিয়র ডাক্তারদের। রাজভবন থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা বলেন, আমরা চাই রাজ‍্যপাল এবং মুখ‍্যমন্ত্রী আলোচনা করে সমস‍্যার সমাধান করুক। সরকারকে নিরাপত্তার ব‍্যবস্থা করতে হবে। হাসপাতালগুলিতে চিকিৎসকদের নিরপত্তার ব‍্যবস্থা না করলে কাজে যোগ দেওয়া অসম্ভব।


Body:বৃহস্পতিবারও ডাক্তারদের আন্দোলনে উত্তাল রাজ‍্যের চিকিৎসা বিভাগ। দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএমে গিয়ে অচলাবস্থা তোলার চেষ্টার পরেও স্বাভাবিক হয়নি হাসপাতাল গুলির অবস্থা । শহর ও শহরতলীর মেডিক‍্যাল কলেজ এবং হাসপাতাল গুলিতে অব‍্যাহত প্রতিবাদ। রাজভবনে রাজ‍্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর দ্বারস্থ হলেন তারা । গোটা পরিস্থিতি অভিযোগ আকারে তুলে ধরে রাজ‍্যপালকে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ জানান জুনিয়র ডাক্তারেরা । মুখ‍্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দাবি পূরণের জন‍্য রাজ‍্যপালের কাছে আবেদন জানান তারা। ডাক্তারদের, প্রধান দাবি, হাসপাতাল গুলিতে চিকিৎসকদের নিরাপত্তার ব‍্যবস্থা করতে হবে। জুনিয়র ডাক্তার পরিবহ বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অভিযোগ, ৫ জনকে প্রশাসন গ্রেফতার করেছে বলা হচ্ছে, কিন্তু সেই ৫ জনের নাম সহ কোনও তথ‍্য প্রকাশ করা হয়নি এখনও। দোষীদের শাস্তির ব‍্যবস্থা করতে হবে ।


Conclusion:
Last Updated : Jun 15, 2019, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.