ETV Bharat / state

Madan Mitra at Bhowanipur 75 Palli: সানগ্লাস দুলিয়ে জমিয়ে নাচ, ভবানীপুর 75 পল্লীর খুঁটিপুজোর মঞ্চ মাতালেন মদন - Bhowanipur 75 Palli Khuti Puja

ভবানীপুর 75 পল্লীর খুঁটি পুজোর অনুষ্ঠানেই ছবির প্রচারের জন্য হাজির ছিলেন 'ওহ! লাভলী'র অভিনেতারা। আর মধ্যমণি ছিলেন মদন মিত্র। সানগ্লাস দুলিয়ে, নাচে মঞ্চ জমালেন মদনদা ৷ তাঁকে ঘিরে উপস্থিত দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

Madan at Bhowanipur 75 Palli
সানগ্লাস দুলিয়ে, নাচে মঞ্চ জমালেন মদন
author img

By

Published : Aug 20, 2023, 9:07 PM IST

সানগ্লাস দুলিয়ে, নাচে মঞ্চ জমালেন মদন

কলকাতা, 20 অগস্ট: হাতে গুনে দুর্গাপুজোর বাকি আর দু'মাস। দিকে দিকে তাই খুঁটিপুজোর হিড়িক। ভবানীপুর 75 পল্লীতে রবিবার খুঁটিপুজোর মধ্যে দিয়ে শারদীয়ার সূচনা হয়ে গেল। 1/1সি, দেবেন্দ্র ঘোষ রোড ভবানীপুরে, নেতাজী ভবন মেট্রো স্টেশনের কাছে এদিন খুঁটিপুজোয় হাজির ছিলেন হরনাথ চক্রবর্তী পরিচালিত 'ওহ! লাভলি' ছবির কুশীলবেরা। এই ছবিতে অভিনয় করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি ছাড়াও আসেন ছবির নায়ক, ছবির পরিচালক সকলেই। এদিনের অনুষ্ঠানে নাচে মঞ্চ মাতালেন কালারফুল মদন মিত্র।

হাজির ছিলেন সমাজকর্মী কার্তিক বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর পাপিয়া সিং, কাউন্সিলর সন্দীপ রঞ্জন বক্সী, কাউন্সিলর শ্রী অসীম বসু, পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায়, কাউন্সিলর কাজরী বন্দ্য়োপাধ্য়ায়, ভবানীপুর 75 পল্লীর কার্যনির্বাহী সভাপতি এবং সমাজকর্মী বাবলু সিং-সহ আরও অনেকে। ভবানীপুর 75 পল্লীর কার্যনির্বাহী সভাপতি এবং সমাজকর্মী বাবলু সিং বলেন, "বছরের পর বছর ধরে ধারাবাহিক সাফল্য পেয়ে আসছে আমাদের পুজো। বিগত বছরগুলিতে আমাদের পুজোয় লক্ষ লক্ষ দর্শনার্থী এসেছিল আমাদের নজরকাড়া থিম পুজো দেখতে। এবারেও রয়েছে দারুণ চমক। জানতে হলে অপেক্ষা করতে হবে।"

দুর্গাপুজো আয়োজনের পাশাপাশি ভবানীপুর 75 পল্লী তাদের সামাজিক দায়িত্ব ভুলে যায়নি, তারা সর্বদা সামাজিক অনুষ্ঠান এবং সামাজিক-অশুভ নির্মূলে অগ্রণী ছিল। তারা দুর্গাপুজায় যে চাঁদা সংগ্রহ করে তার একটি অংশ সারা বছর সামাজিক কাজে ব্যবহার করা হয়। যে কোনও গণমুখী সচেতনতামূলক কর্মকাণ্ডের জন্য তারা সকল প্রকার স্থানীয় সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে।

Madan at Bhowanipur 75 Palli
ভবানীপুর 75 পল্লীর খুঁটি পুজো

এর মধ্যে কয়েকটি হল- সারা বছর স্থানীয় মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং সহায়তা, আর্থ-সামাজিক বিপদ সম্বন্ধে সারা বছর ধরে সচেতনতামূলক কর্মসূচি চালানো, রক্ত, শরীর ও চক্ষুদান শিবিরের আয়োজন ৷ এছাড়াও দুর্গাপুজোর সময় অঞ্চলের দুঃস্থ মানুষদের মধ্যে নতুন শাড়ি ও জামাকাপড় বিতরণ, দারিদ্র্যসীমার নীচের শিশুদের শিক্ষামূলক সামগ্রী ও বই প্রদান, শীতের মরশুমে অভাবীদের কম্বল বিতরণ-সহ সমাজের কল্যাণে এরকম বহু কার্যক্রম তারা করে থাকে বছরের নানা সময়ে।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে যেন সিনেমা তৈরি না-হয়, আর্জি মদন মিত্রর

সানগ্লাস দুলিয়ে, নাচে মঞ্চ জমালেন মদন

কলকাতা, 20 অগস্ট: হাতে গুনে দুর্গাপুজোর বাকি আর দু'মাস। দিকে দিকে তাই খুঁটিপুজোর হিড়িক। ভবানীপুর 75 পল্লীতে রবিবার খুঁটিপুজোর মধ্যে দিয়ে শারদীয়ার সূচনা হয়ে গেল। 1/1সি, দেবেন্দ্র ঘোষ রোড ভবানীপুরে, নেতাজী ভবন মেট্রো স্টেশনের কাছে এদিন খুঁটিপুজোয় হাজির ছিলেন হরনাথ চক্রবর্তী পরিচালিত 'ওহ! লাভলি' ছবির কুশীলবেরা। এই ছবিতে অভিনয় করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি ছাড়াও আসেন ছবির নায়ক, ছবির পরিচালক সকলেই। এদিনের অনুষ্ঠানে নাচে মঞ্চ মাতালেন কালারফুল মদন মিত্র।

হাজির ছিলেন সমাজকর্মী কার্তিক বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর পাপিয়া সিং, কাউন্সিলর সন্দীপ রঞ্জন বক্সী, কাউন্সিলর শ্রী অসীম বসু, পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায়, কাউন্সিলর কাজরী বন্দ্য়োপাধ্য়ায়, ভবানীপুর 75 পল্লীর কার্যনির্বাহী সভাপতি এবং সমাজকর্মী বাবলু সিং-সহ আরও অনেকে। ভবানীপুর 75 পল্লীর কার্যনির্বাহী সভাপতি এবং সমাজকর্মী বাবলু সিং বলেন, "বছরের পর বছর ধরে ধারাবাহিক সাফল্য পেয়ে আসছে আমাদের পুজো। বিগত বছরগুলিতে আমাদের পুজোয় লক্ষ লক্ষ দর্শনার্থী এসেছিল আমাদের নজরকাড়া থিম পুজো দেখতে। এবারেও রয়েছে দারুণ চমক। জানতে হলে অপেক্ষা করতে হবে।"

দুর্গাপুজো আয়োজনের পাশাপাশি ভবানীপুর 75 পল্লী তাদের সামাজিক দায়িত্ব ভুলে যায়নি, তারা সর্বদা সামাজিক অনুষ্ঠান এবং সামাজিক-অশুভ নির্মূলে অগ্রণী ছিল। তারা দুর্গাপুজায় যে চাঁদা সংগ্রহ করে তার একটি অংশ সারা বছর সামাজিক কাজে ব্যবহার করা হয়। যে কোনও গণমুখী সচেতনতামূলক কর্মকাণ্ডের জন্য তারা সকল প্রকার স্থানীয় সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে।

Madan at Bhowanipur 75 Palli
ভবানীপুর 75 পল্লীর খুঁটি পুজো

এর মধ্যে কয়েকটি হল- সারা বছর স্থানীয় মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং সহায়তা, আর্থ-সামাজিক বিপদ সম্বন্ধে সারা বছর ধরে সচেতনতামূলক কর্মসূচি চালানো, রক্ত, শরীর ও চক্ষুদান শিবিরের আয়োজন ৷ এছাড়াও দুর্গাপুজোর সময় অঞ্চলের দুঃস্থ মানুষদের মধ্যে নতুন শাড়ি ও জামাকাপড় বিতরণ, দারিদ্র্যসীমার নীচের শিশুদের শিক্ষামূলক সামগ্রী ও বই প্রদান, শীতের মরশুমে অভাবীদের কম্বল বিতরণ-সহ সমাজের কল্যাণে এরকম বহু কার্যক্রম তারা করে থাকে বছরের নানা সময়ে।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে যেন সিনেমা তৈরি না-হয়, আর্জি মদন মিত্রর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.