ETV Bharat / state

Hospital Fire History: রাজ্য থেকে দেশ, ফিরে দেখা চিকিৎসা ক্ষেত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ইতিহাস - Amari Hospital

এসএসকেএম হাসপাতালে (SSKM Fire) অগ্নিকাণ্ডের ঘটনায় ফের রাজ্যের হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে ইটিভি ভারত ফিরে দেখল, রাজ্য তথা দেশের এমনই কিছু হাসপাতালে আগুনের ইতিহাস (Look Back at Hospitals Horrific Fire History) ৷

Look Back at Hospitals Horrific Fire History After SSKM Fire
Look Back at Hospitals Horrific Fire History After SSKM Fire
author img

By

Published : Nov 18, 2022, 1:42 PM IST

কলকাতা, 18 নভেম্বর: বৃহস্পতিবার রাতে কলকাতা তথা এশিয়ার অন্যতম সেরা সুপারস্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এর ইমার্জেন্সি বিল্ডিংয়ে আগুন (SSKM Fire) লাগার ঘটনা ঘটে ৷ দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তবে, দেশের অন্যতম সেরা হাসপাতালের জরুরি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী নিরাপত্তা এবং হাসপাতালের অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে (Look Back at Hospitals Horrific Fire History) ৷

তবে, এটাই প্রথম নয় ৷ এর আগেও কলকাতা তথা রাজ্যের একাধিক হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে ৷ সেই সময়ও হাসপাতালগুলির পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ এমনই কিছু ঘটনা ফিরে দেখল ইটিভি ভারত ৷

জলাইগুড়ি সদর হাসপাতাল

এ বছর 22 মার্চ জলপাইগুড়ি সদর হাসপাতালের প্রশাসনিক ভবনের রেকর্ড বিভাগে আগুন লাগে ৷ কালো ধোঁয়ায় ভরে যায় সম্পূর্ণ এলাকা ৷ বহু নথি পুড়ে নষ্ট হয়ে যায় এই অগ্নিকাণ্ডে ৷ আর সেই ঘটনায় অল্পের জন্য বেঁচে যায়, জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের রেকর্ড বিভাগ ৷ দমকলের তরফে অভিযোগ করা হয়েছিল, প্রশাসনিক ভবনে কোনও অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না ৷ সেই ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ তুলেছিল বিরোধী বিজেপি ৷

উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতাল

হাওড়ার উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের স্টোররুমে আগুন লেগে যায় ৷ 2019 সালের সেই ঘটনায় ব্যাপক কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে হাসপাতালের তরফে দাবি করা হয় ৷

কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবের বিল্ডিংয়ে 2019 সালের 29 অগস্ট আগুন লাগে ৷ যে ঘটনায় কপাল জোরে প্রাণে বাঁচে নবজাতক এবং অন্যান্য প্রসূতিরা ৷ সেখানেও হাসপাতালের এমন একটি বিভাগে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷

আমরি হাসপাতাল

তবে, শুধু সরকারি হাসপাতাল নয় ৷ শহর কলকাতা তথা রাজ্যের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে ঢাকুরিয়ার আমরি হাসপাতাল ৷ 11 বছর আগে 2011 সালে 9 ডিসেম্বর ভোরের সেই ঘটনা আজও শহরবাসীকে আতঙ্কিত করে তোলে ৷ মোট 93 জনের মৃত্যু হয়েছিল ৷ বাড়িতে ফোন করে অনেক রোগীই জানিয়েছিলেন সেই আগুন লাগার খবর ৷ তাঁদের মধ্যে অধিকাংশই কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গিয়েছিলেন ৷ ভয়াবহ সেই দৃশ্য আজও অনেকে স্মৃতিতে বয়ে নিয়ে বেড়াচ্ছেন ৷

আরও পড়ুন: এসএসকেএম হাসপাতালে বিধ্বংসী আগুন, দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

এতো গেল রাজ্যের কথা ৷ করোনার সময় দিল্লি, মহারাষ্ট্র, গুজরাত-সহ দেশের বহু হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷

যার মধ্যে মহারাষ্ট্রের ভিরার এলাকার কোভিড হাসপাতালের অগ্নিকাণ্ডে 13 জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল ৷ মহারাষ্ট্রের মুম্বইয়ে ভান্ডুপ এলাকায় একটি করোনা হাসাপাতালে 2021 সালের 26 মার্চ আগুন লাগে ৷ যে ঘটনায় 10 জন করোনা রোগীর মৃত্যু হয় ৷ সেই ঘটনার পর তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মুম্বইবাসী এবং মৃতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছিলেন ৷

মধ্যপ্রদেশের জবলপুরের 1 অগস্ট একটি বেসরকারি হাসপাতালে, অগ্নিদগ্ধ হয়ে প্রায় 10 জন রোগীর মৃত্যু হয়েছিল ৷ এ বছর 14 মে করোনার তৃতীয় ঢেউ শিখরে থাকাকালীন পঞ্জাবের অমৃতসরে গুরু নানক হাসপাতালে বিধ্বংসী আগুন লাগে ৷ হাসপাতালের প্রধান প্রবেশদ্বার থেকে শুরু করে, ইমার্জেন্সি এক্সিট ৷ প্রায় সর্বত্র আগুনের গ্রাসে চলে গিয়েছিল ৷

কলকাতা, 18 নভেম্বর: বৃহস্পতিবার রাতে কলকাতা তথা এশিয়ার অন্যতম সেরা সুপারস্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এর ইমার্জেন্সি বিল্ডিংয়ে আগুন (SSKM Fire) লাগার ঘটনা ঘটে ৷ দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তবে, দেশের অন্যতম সেরা হাসপাতালের জরুরি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী নিরাপত্তা এবং হাসপাতালের অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে (Look Back at Hospitals Horrific Fire History) ৷

তবে, এটাই প্রথম নয় ৷ এর আগেও কলকাতা তথা রাজ্যের একাধিক হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে ৷ সেই সময়ও হাসপাতালগুলির পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ এমনই কিছু ঘটনা ফিরে দেখল ইটিভি ভারত ৷

জলাইগুড়ি সদর হাসপাতাল

এ বছর 22 মার্চ জলপাইগুড়ি সদর হাসপাতালের প্রশাসনিক ভবনের রেকর্ড বিভাগে আগুন লাগে ৷ কালো ধোঁয়ায় ভরে যায় সম্পূর্ণ এলাকা ৷ বহু নথি পুড়ে নষ্ট হয়ে যায় এই অগ্নিকাণ্ডে ৷ আর সেই ঘটনায় অল্পের জন্য বেঁচে যায়, জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের রেকর্ড বিভাগ ৷ দমকলের তরফে অভিযোগ করা হয়েছিল, প্রশাসনিক ভবনে কোনও অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না ৷ সেই ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ তুলেছিল বিরোধী বিজেপি ৷

উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতাল

হাওড়ার উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের স্টোররুমে আগুন লেগে যায় ৷ 2019 সালের সেই ঘটনায় ব্যাপক কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে হাসপাতালের তরফে দাবি করা হয় ৷

কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবের বিল্ডিংয়ে 2019 সালের 29 অগস্ট আগুন লাগে ৷ যে ঘটনায় কপাল জোরে প্রাণে বাঁচে নবজাতক এবং অন্যান্য প্রসূতিরা ৷ সেখানেও হাসপাতালের এমন একটি বিভাগে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷

আমরি হাসপাতাল

তবে, শুধু সরকারি হাসপাতাল নয় ৷ শহর কলকাতা তথা রাজ্যের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে ঢাকুরিয়ার আমরি হাসপাতাল ৷ 11 বছর আগে 2011 সালে 9 ডিসেম্বর ভোরের সেই ঘটনা আজও শহরবাসীকে আতঙ্কিত করে তোলে ৷ মোট 93 জনের মৃত্যু হয়েছিল ৷ বাড়িতে ফোন করে অনেক রোগীই জানিয়েছিলেন সেই আগুন লাগার খবর ৷ তাঁদের মধ্যে অধিকাংশই কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গিয়েছিলেন ৷ ভয়াবহ সেই দৃশ্য আজও অনেকে স্মৃতিতে বয়ে নিয়ে বেড়াচ্ছেন ৷

আরও পড়ুন: এসএসকেএম হাসপাতালে বিধ্বংসী আগুন, দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

এতো গেল রাজ্যের কথা ৷ করোনার সময় দিল্লি, মহারাষ্ট্র, গুজরাত-সহ দেশের বহু হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷

যার মধ্যে মহারাষ্ট্রের ভিরার এলাকার কোভিড হাসপাতালের অগ্নিকাণ্ডে 13 জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল ৷ মহারাষ্ট্রের মুম্বইয়ে ভান্ডুপ এলাকায় একটি করোনা হাসাপাতালে 2021 সালের 26 মার্চ আগুন লাগে ৷ যে ঘটনায় 10 জন করোনা রোগীর মৃত্যু হয় ৷ সেই ঘটনার পর তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মুম্বইবাসী এবং মৃতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছিলেন ৷

মধ্যপ্রদেশের জবলপুরের 1 অগস্ট একটি বেসরকারি হাসপাতালে, অগ্নিদগ্ধ হয়ে প্রায় 10 জন রোগীর মৃত্যু হয়েছিল ৷ এ বছর 14 মে করোনার তৃতীয় ঢেউ শিখরে থাকাকালীন পঞ্জাবের অমৃতসরে গুরু নানক হাসপাতালে বিধ্বংসী আগুন লাগে ৷ হাসপাতালের প্রধান প্রবেশদ্বার থেকে শুরু করে, ইমার্জেন্সি এক্সিট ৷ প্রায় সর্বত্র আগুনের গ্রাসে চলে গিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.