কলকাতা, ১২ ফেব্রুয়ারি : হাওড়ায় গুলিবিদ্ধ BJP কর্মী সুনীল পাঠককে তিনদিন ধরে হাসপাতালের মাটিতেই শুইয়ে রাখা হয়েছে। এমন কী, সুনীলের ঘাড় থেকে অস্ত্রোপচার করে গুলি এখনও বের করা হয়নি। আজ এই অভিযোগ করেন BJP-র মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়।
SSKM হাসপাতালে এসে আজ সুনীলের সঙ্গে দেখা করার পর লকেট অভিযোগ করে বলেন, "বেড দেওয়া হয়নি সুনীলকে। কারণ সে BJP-র বুথস্তরের কর্মী। মেঝেতে রেখেই তার চিকিৎসা করছে ডাক্তাররা।"
তিনি আরও বলেন, "ডাক্তারকে বারবার বলা সত্ত্বেও সুনীলের চিকিৎসায় কোনও অগ্রগতি নেই। চিকিৎসায় গাফিলতি আছে। তবে আজ হাসপাতালের সুপারের সঙ্গে আমি দেখা করেছি। সুপারকে বলেছি যাতে সুনীলের চিকিৎসা ঠিকঠাক করা হয়।"
লকেট বলেন, "রবিবার সুনীলকে গুলি করা হয়। তার ঘাড়ে গুলি লেগেছে। সে বেঁচে আছে। কিন্তু এখনও তার গুলি বের করা হয়নি। এটা কীভাবে সম্ভব? সুনীল শুতে পারছে না। খেতে পারছে না। যন্ত্রণায় ছটফট করছে। হাওড়ার মত জনবহুল জায়গায় ঘটনাটি ঘটেছে। কিন্তু যারা গুলি করেছে তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি। লোক দেখাতে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করছে। কিন্তু যারা যুক্ত তাদের গ্রেপ্তার করা হয়নি কেন? রাজ্যে এখন এমন পরিস্থিতি, পুলিশ প্রশাসন কাজ করছে না। এমন কী সরকারি হাসপাতালগুলিও কাজ করছে না। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এত তৃণমূল কর্মী খুন হচ্ছে, এত BJP কর্মীকে খুন করছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সেই নিয়ে একটা কথাও বলছেন না। রাজীব কুমারকে বাঁচাতে রাতে তিনি নিজে কমিশনারের বাড়ি চলে যেতে পারেন। কিন্তু এলাকায় যখন তৃণমূলের বিধায়ক মারা যায়, হাওড়ার মতো জায়গায় যখন একজনের গুলি লাগে, তখন তাঁর মুখ দিয়ে একটাও শব্দও বের হয় না।"