ETV Bharat / state

Locket Chatterjee Breaks Down: 'মমতা নারী নির্যাতনকে ছোট ঘটনা বলেন', বাংলা নিয়ে বলতে গিয়ে চোখে জল লকেটের - Locket Chatterjee Speaks

Locket Chatterjee Speaks on Woman Security in Bengal: মণিপুরের ঘটনা নিয়ে ক্রমে তপ্ত হচ্ছে রাজনীতি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে মুখ খোলায় পালটা তাঁর সমালোচনায় সরব হয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ বাংলায় নারী নির্যাতনের কথা বলতে গিয়ে এদিন কেঁদে ফেলেন লকেট চট্টোপাধ্যায় ৷

ETV Bharat
লকেট চট্টোপাধ্যায়
author img

By

Published : Jul 21, 2023, 3:57 PM IST

Updated : Jul 21, 2023, 6:22 PM IST

লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য

নয়াদিল্লি, 21 জুলাই: মণিপুরের ঘটনার প্রেক্ষিতে নারী সুরক্ষা ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার কলকাতায় শহিদ দিবসের মঞ্চেও এই প্রসঙ্গে নরেন্দ্র মোদি সরকারকে বিঁধেছেন মমতা ৷ এর পালটা বাংলায় নারী নির্যাতনের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ এদিন দিল্লিতে বিজেপি দফতরে এক সাংবাদিক বৈঠকে লকেট বলেন, "একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে বাংলায় ৷ কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী হয়েও এইসব ঘটনা নিয়ে চুপ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাহলে আমরা কোথায় যাব, আমরাও তো মহিলা ৷ আমরাও চাই আমাদের কেউ বাঁচাক ৷ আমরাও এই দেশের মেয়ে ৷ মণিপুরের মতো পশ্চিমবঙ্গও ভারতের অংশ ৷" এই কথা বলা সময় এদিন ভেঙে পড়েন লকেট, তাঁকে কার্যত ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেও দেখা যায় ৷ তাঁর দাবি, ভোটের দিন হাওড়ার পাঁচলায় পঞ্চায়েতের এক বিজেপি মহিলা প্রার্থীকে ভোট কেন্দ্রের মধ্যে নগ্ন করে অত্যাচার চালানো হয় ৷ এই নিয়ে এফআইআরও দায়ের হয়েছে ৷

  • #WATCH | BJP MP Locket Chatterjee breaks down as she recounts an alleged incident of sexual assault by TMC workers of a BJP candidate during Panchayat polls on 8th July in Howrah district of West Bengal pic.twitter.com/45VdDGqDXi

    — ANI (@ANI) July 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'বেটি বাঁচাও' স্লোগানের পরও দেশের মেয়েরা জ্বলছে, বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ মমতার

লকেট এদিন মণিপুর ও বাংলার তুলনা টেনে আরও জানান, প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে বলতে গিয়ে সব রাজ্যের কথা বলেছেন, দেশের মহিলাদের সুরক্ষা কথা বলেছেন ৷ বাংলার মহিলাদের নিয়েও এবার কথা বলার সময় এসেছে ৷ সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে বলতে গিয়ে লকেট চট্টোপাধ্যায় এদিন বলেন, "পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে একের পর নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৷ জেলা পরিষদ প্রার্থীকেও পুলিশের সামনে মারা হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নারী নির্যাতনকে ছোট ঘটনা হিসেবে দেখেন ৷ খুনের ঘটনাকে মুখ্যমন্ত্রী প্রেমের ঘটনা বলেন ৷ কেন্দ্রীয় সরকার দল পাঠালেও রাজ্য সাহায্য করে না, এখনও বহু মহিলা ঘরছাড়া ভোট পরবর্তী হিংসায় ৷"

আরও পড়ুন: 'মোদিজি, আপনি কবে ইস্তফা দেবেন ?', টুইট মণিপুরের একরত্তি মেয়ের

দিল্লিতে এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার ৷ তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই ৷ এখানে ছবি, ভিডিয়ো তুলতে দেওয়া হয় না ৷ তৃণমূল হিংসা করলেও কংগ্রেস কেন চুপ, সেই প্রশ্নও তোলেন সুকান্ত মজুমদার ৷ 5 অগস্ট বিজেপির ব্লক নেতাদের বাড়ি ঘেরাওয়ের যে ডাক মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তারও সমালোচনা করেছেন সুকান্ত মজুমদার ৷

লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য

নয়াদিল্লি, 21 জুলাই: মণিপুরের ঘটনার প্রেক্ষিতে নারী সুরক্ষা ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার কলকাতায় শহিদ দিবসের মঞ্চেও এই প্রসঙ্গে নরেন্দ্র মোদি সরকারকে বিঁধেছেন মমতা ৷ এর পালটা বাংলায় নারী নির্যাতনের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ এদিন দিল্লিতে বিজেপি দফতরে এক সাংবাদিক বৈঠকে লকেট বলেন, "একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে বাংলায় ৷ কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী হয়েও এইসব ঘটনা নিয়ে চুপ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাহলে আমরা কোথায় যাব, আমরাও তো মহিলা ৷ আমরাও চাই আমাদের কেউ বাঁচাক ৷ আমরাও এই দেশের মেয়ে ৷ মণিপুরের মতো পশ্চিমবঙ্গও ভারতের অংশ ৷" এই কথা বলা সময় এদিন ভেঙে পড়েন লকেট, তাঁকে কার্যত ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেও দেখা যায় ৷ তাঁর দাবি, ভোটের দিন হাওড়ার পাঁচলায় পঞ্চায়েতের এক বিজেপি মহিলা প্রার্থীকে ভোট কেন্দ্রের মধ্যে নগ্ন করে অত্যাচার চালানো হয় ৷ এই নিয়ে এফআইআরও দায়ের হয়েছে ৷

  • #WATCH | BJP MP Locket Chatterjee breaks down as she recounts an alleged incident of sexual assault by TMC workers of a BJP candidate during Panchayat polls on 8th July in Howrah district of West Bengal pic.twitter.com/45VdDGqDXi

    — ANI (@ANI) July 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'বেটি বাঁচাও' স্লোগানের পরও দেশের মেয়েরা জ্বলছে, বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ মমতার

লকেট এদিন মণিপুর ও বাংলার তুলনা টেনে আরও জানান, প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে বলতে গিয়ে সব রাজ্যের কথা বলেছেন, দেশের মহিলাদের সুরক্ষা কথা বলেছেন ৷ বাংলার মহিলাদের নিয়েও এবার কথা বলার সময় এসেছে ৷ সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে বলতে গিয়ে লকেট চট্টোপাধ্যায় এদিন বলেন, "পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে একের পর নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৷ জেলা পরিষদ প্রার্থীকেও পুলিশের সামনে মারা হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নারী নির্যাতনকে ছোট ঘটনা হিসেবে দেখেন ৷ খুনের ঘটনাকে মুখ্যমন্ত্রী প্রেমের ঘটনা বলেন ৷ কেন্দ্রীয় সরকার দল পাঠালেও রাজ্য সাহায্য করে না, এখনও বহু মহিলা ঘরছাড়া ভোট পরবর্তী হিংসায় ৷"

আরও পড়ুন: 'মোদিজি, আপনি কবে ইস্তফা দেবেন ?', টুইট মণিপুরের একরত্তি মেয়ের

দিল্লিতে এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার ৷ তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই ৷ এখানে ছবি, ভিডিয়ো তুলতে দেওয়া হয় না ৷ তৃণমূল হিংসা করলেও কংগ্রেস কেন চুপ, সেই প্রশ্নও তোলেন সুকান্ত মজুমদার ৷ 5 অগস্ট বিজেপির ব্লক নেতাদের বাড়ি ঘেরাওয়ের যে ডাক মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তারও সমালোচনা করেছেন সুকান্ত মজুমদার ৷

Last Updated : Jul 21, 2023, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.