ETV Bharat / state

কনটেনমেন্ট জ়োনগুলিতে লকডাউন চলবে সাতদিন, জানালেন মুখ্যমন্ত্রী - Corona Situation

কলকাতা সহ পার্শ্ববর্তী দুই জেলা হাওড়া ও উত্তর 24 পরগনার তালিকাও প্রকাশ করা হল আজ ৷ পছন্দ না হওয়ায় বাতিল করা হল দক্ষিণ 24 পরগনার কনটেনমেন্ট জ়োনের তালিকা ৷ মালদা ও শিলিগুড়ির উপর বিশেষভাবে নজর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবকে ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jul 8, 2020, 9:38 PM IST

কলকাতা, 8 জুলাই : কলকাতার কোথায় কোথায় কনটেনমেন্ট জ়োন করা হল ? আজ সেই তালিকা প্রকাশ করা হল রাজ্য সরকারের তরফে ৷ কলকাতা সহ পার্শ্ববর্তী হাওড়া ও উত্তর 24 পরগনার তালিকাও প্রকাশ করা হয় ৷ আগামীকাল বিকেল পাঁচটা থেকেই এই জায়গাগুলিতে কড়া লকডাউন কার্যকর করা হবে ৷ তবে মুখ্যমন্ত্রীর পছন্দ না হওয়ায় বাতিল করা হয়েছে দক্ষিণ 24 পরগনার কনটেনমেন্ট জ়োনের তালিকা ৷ এই জেলার তালিকা আগামীকাল বা পরশু প্রকাশ করার জন্য মুখ্যসচিব রাজীব সিনহাকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মালদা ও শিলিগুড়িতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ তাই এই দুই জেলার উপর বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজীব সিনহাকে ৷

রাজ্যের কনটেনমেন্ট জ়োনগুলিতে ফের যে কড়া লকডাউন শুরু হতে চলেছে তার ঘোষণা গতকালই করা হয়েছিল । প্রতিটি জেলার জেলাশাসকের কাছে এই বিষয়ে নির্দেশিকাও পাঠিয়েছিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ আজ রাজ্যের তিন জেলার কনটেনমেন্ট জ়োনগুলির তালিকা প্রকাশ করা হয় ৷

কলকাতায় 25টি কনটেনমেন্ট জ়োনের ঘোষণা করা হয়েছে ৷ এগুলির মধ্যে রয়েছে- কাঁকুড়গাছি, আলিপুর, ভবানীপুর, খোট্টা বাগান, উলটোডাঙা, মুকুন্দপুর, বটতলা, দত্তবাগান, বিজয়গড়, কসবা, আমহার্স্ট স্ট্রিট, অজয়নগর, কর বাগান, ফুলবাগান, জোড়া মন্দির বাজ়ার, শখের বাজার, প্রগতি পল্লি, গিরিশ পার্ক ও বেনিয়াপুকুর ৷ এছাড়া উত্তর 24 পরগনার দমদম, বরানগর, বেলঘরিয়া সহ মোট 94টি কনটেনমেন্ট জ়োনের ঘোষণা করা হয়েছে ৷ হাওড়ায় ডোমজুড়, উলুবেড়িয়া সহ মোট 56টি কনটেনমেন্ট জ়োনের তালিকা প্রকাশ করা হয়েছে ৷

লকডাউনের বিধিনিষেধগুলি আসলে কী কী ? কনটেনমেন্ট জ়োনগুলিতে কী নিয়ম মানা হবে আর কী নিয়ম মানা হবে না সেই বিষয়ে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে একটি নির্দেশিকা জারি করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্দেশিকা দেখানো হচ্ছে ৷ তাই একটা সঠিক নির্দেশিকা তৈরি করে দেওয়া হোক ৷"

গতকাল লকডাউনের ঘোষণা করা হলেও কতদিন এই লকডাউন চলবে তা জানানো হয়নি ৷ আজ সেই বিষয়টিও স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী ৷ জানিয়ে দিলেন, কনটেনমেন্ট জ়োনগুলিতে আগামীকাল বিকেল পাঁচটা থেকে লকডাউন শুরু হচ্ছে ৷ এই লকডাউন চলবে টানা সাতদিন ৷ এই সাতদিন জ়োনগুলিতে ছোটো ছোটো অফিস, দোকান সবই বন্ধ রাখতে হবে ৷ দরকার হলে বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা করতে হবে ৷ বাইরে যেন বেশি মানুষ না থাকে ৷

আজ চিকিৎসক ও স্বাস্থ্য কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কোরোনা মোকাবিলায় কী কী প্রয়োজন সেই বিষয়ে তাঁদের থেকে পরামর্শ চান তিনি ৷ অন্যদিকে, রাজ্যে কনটেনমেন্ট জ়োনগুলিতেও পরিবর্তন এনেছে সরকার ৷ এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, "কয়েকটি জায়গায় কোরোনা রোগীর সংখ্যা বেশি ৷ তাই কয়েকটি জায়গায় কনটেনমেন্ট জ়োন ঘোষণা করছি ৷" রাজ্যে কোরোনা পরিস্থিতি সামলানোর জন্য পুলিশকেও কঠোর হতে নির্দেশ দেন তিনি ৷ মাস্ক পরা বাধ্যতামূলক থাকলেও অনেকেই তা পরছেন না ৷ তাই এই বিষয়ে কঠোর হয়েছেন তিনি ৷ বলেন, "মাস্ক না পরে বাড়ি থেকে বের হলে তাকে বাড়িয়ে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক ৷ পুলিশকে কড়া হতে হবে ৷ জরিমানা নিলেই সমস্যার সমাধান হবে না ৷"

কলকাতা, 8 জুলাই : কলকাতার কোথায় কোথায় কনটেনমেন্ট জ়োন করা হল ? আজ সেই তালিকা প্রকাশ করা হল রাজ্য সরকারের তরফে ৷ কলকাতা সহ পার্শ্ববর্তী হাওড়া ও উত্তর 24 পরগনার তালিকাও প্রকাশ করা হয় ৷ আগামীকাল বিকেল পাঁচটা থেকেই এই জায়গাগুলিতে কড়া লকডাউন কার্যকর করা হবে ৷ তবে মুখ্যমন্ত্রীর পছন্দ না হওয়ায় বাতিল করা হয়েছে দক্ষিণ 24 পরগনার কনটেনমেন্ট জ়োনের তালিকা ৷ এই জেলার তালিকা আগামীকাল বা পরশু প্রকাশ করার জন্য মুখ্যসচিব রাজীব সিনহাকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মালদা ও শিলিগুড়িতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ তাই এই দুই জেলার উপর বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজীব সিনহাকে ৷

রাজ্যের কনটেনমেন্ট জ়োনগুলিতে ফের যে কড়া লকডাউন শুরু হতে চলেছে তার ঘোষণা গতকালই করা হয়েছিল । প্রতিটি জেলার জেলাশাসকের কাছে এই বিষয়ে নির্দেশিকাও পাঠিয়েছিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ আজ রাজ্যের তিন জেলার কনটেনমেন্ট জ়োনগুলির তালিকা প্রকাশ করা হয় ৷

কলকাতায় 25টি কনটেনমেন্ট জ়োনের ঘোষণা করা হয়েছে ৷ এগুলির মধ্যে রয়েছে- কাঁকুড়গাছি, আলিপুর, ভবানীপুর, খোট্টা বাগান, উলটোডাঙা, মুকুন্দপুর, বটতলা, দত্তবাগান, বিজয়গড়, কসবা, আমহার্স্ট স্ট্রিট, অজয়নগর, কর বাগান, ফুলবাগান, জোড়া মন্দির বাজ়ার, শখের বাজার, প্রগতি পল্লি, গিরিশ পার্ক ও বেনিয়াপুকুর ৷ এছাড়া উত্তর 24 পরগনার দমদম, বরানগর, বেলঘরিয়া সহ মোট 94টি কনটেনমেন্ট জ়োনের ঘোষণা করা হয়েছে ৷ হাওড়ায় ডোমজুড়, উলুবেড়িয়া সহ মোট 56টি কনটেনমেন্ট জ়োনের তালিকা প্রকাশ করা হয়েছে ৷

লকডাউনের বিধিনিষেধগুলি আসলে কী কী ? কনটেনমেন্ট জ়োনগুলিতে কী নিয়ম মানা হবে আর কী নিয়ম মানা হবে না সেই বিষয়ে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে একটি নির্দেশিকা জারি করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্দেশিকা দেখানো হচ্ছে ৷ তাই একটা সঠিক নির্দেশিকা তৈরি করে দেওয়া হোক ৷"

গতকাল লকডাউনের ঘোষণা করা হলেও কতদিন এই লকডাউন চলবে তা জানানো হয়নি ৷ আজ সেই বিষয়টিও স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী ৷ জানিয়ে দিলেন, কনটেনমেন্ট জ়োনগুলিতে আগামীকাল বিকেল পাঁচটা থেকে লকডাউন শুরু হচ্ছে ৷ এই লকডাউন চলবে টানা সাতদিন ৷ এই সাতদিন জ়োনগুলিতে ছোটো ছোটো অফিস, দোকান সবই বন্ধ রাখতে হবে ৷ দরকার হলে বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা করতে হবে ৷ বাইরে যেন বেশি মানুষ না থাকে ৷

আজ চিকিৎসক ও স্বাস্থ্য কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কোরোনা মোকাবিলায় কী কী প্রয়োজন সেই বিষয়ে তাঁদের থেকে পরামর্শ চান তিনি ৷ অন্যদিকে, রাজ্যে কনটেনমেন্ট জ়োনগুলিতেও পরিবর্তন এনেছে সরকার ৷ এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, "কয়েকটি জায়গায় কোরোনা রোগীর সংখ্যা বেশি ৷ তাই কয়েকটি জায়গায় কনটেনমেন্ট জ়োন ঘোষণা করছি ৷" রাজ্যে কোরোনা পরিস্থিতি সামলানোর জন্য পুলিশকেও কঠোর হতে নির্দেশ দেন তিনি ৷ মাস্ক পরা বাধ্যতামূলক থাকলেও অনেকেই তা পরছেন না ৷ তাই এই বিষয়ে কঠোর হয়েছেন তিনি ৷ বলেন, "মাস্ক না পরে বাড়ি থেকে বের হলে তাকে বাড়িয়ে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক ৷ পুলিশকে কড়া হতে হবে ৷ জরিমানা নিলেই সমস্যার সমাধান হবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.