- কোরোনা হাসপাতালগুলির পরিকাঠামো কেমন ? তা দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল ।
- শনি ও রবিবার রাজ্যের একাধিক কোরোনা হাসপাতাল পরিদর্শন করবে দলটি । সম্পূর্ণ ব্যবস্থা খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করা হবে ।
লাইভ আপডেট : লকডাউন ভাঙায় কলকাতায় গ্রেপ্তার 708 - পশ্চিমবঙ্গের লকডাউন আপডেট
10:37 July 31
রাজ্যে আবার জারি হয়েছে লকডাউন । অগাস্টের কয়েকটি নির্দিষ্ট তারিখে লকডাউন থাকবে রাজ্যে । কারণ আশঙ্কা করা হয়েছে যে, শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ । আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে, একইসঙ্গে সুস্থও হচ্ছেন অনেকে ।
10:36 July 31
- কড়াকড়ির পরও কলকাতার কনটেনমেন্ট জ়োনগুলিতে লকডাউন ভাঙার ছবি ধরা পড়ল । 708 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
10:36 July 31
- কোরোনায় মৃত্যু সন্দেহে পুলিশকর্মীর বাবার মৃতদেহ দাহ করতে বাধা স্থানীয়দের । ঘটনায় উত্তেজনা ছড়ায় দিনহাটার বুড়িরহাট এবং সাহেবগঞ্জ এলাকায় ।
- শেষে প্রশাসনের সহায়তায় রাত সাড়ে 12টায় পুলিশকর্মীর বাবার দেহ দাহ করা হয় ।
- মৃতের কোরোনা পরীক্ষার রিপোর্ট এলে জানা যায়, তিনি পজ়িটিভ ছিলেন ।
10:36 July 31
- কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক RPF জওয়ানের । শিয়ালদা মেন পোস্টে ওই জওয়ান কর্মরত ছিলেন ৷
- তিনি নারকেলডাঙায় কোয়ার্টারে থাকতেন ।
07:09 July 31
- বাড়ছে সুস্থতার হার । বর্তমানে রাজ্যে সুস্থতার হার 68.33 শতাংশ ।
07:09 July 31
- 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়েছেন 2হাজার 434 জন । রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 67 হাজার 692 ।
06:20 July 31
- রাজ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু । 24 ঘণ্টায় 46 জনের মৃত্যু হয়েছে ।
10:37 July 31
রাজ্যে আবার জারি হয়েছে লকডাউন । অগাস্টের কয়েকটি নির্দিষ্ট তারিখে লকডাউন থাকবে রাজ্যে । কারণ আশঙ্কা করা হয়েছে যে, শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ । আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে, একইসঙ্গে সুস্থও হচ্ছেন অনেকে ।
- কোরোনা হাসপাতালগুলির পরিকাঠামো কেমন ? তা দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল ।
- শনি ও রবিবার রাজ্যের একাধিক কোরোনা হাসপাতাল পরিদর্শন করবে দলটি । সম্পূর্ণ ব্যবস্থা খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করা হবে ।
10:36 July 31
- কড়াকড়ির পরও কলকাতার কনটেনমেন্ট জ়োনগুলিতে লকডাউন ভাঙার ছবি ধরা পড়ল । 708 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
10:36 July 31
- কোরোনায় মৃত্যু সন্দেহে পুলিশকর্মীর বাবার মৃতদেহ দাহ করতে বাধা স্থানীয়দের । ঘটনায় উত্তেজনা ছড়ায় দিনহাটার বুড়িরহাট এবং সাহেবগঞ্জ এলাকায় ।
- শেষে প্রশাসনের সহায়তায় রাত সাড়ে 12টায় পুলিশকর্মীর বাবার দেহ দাহ করা হয় ।
- মৃতের কোরোনা পরীক্ষার রিপোর্ট এলে জানা যায়, তিনি পজ়িটিভ ছিলেন ।
10:36 July 31
- কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক RPF জওয়ানের । শিয়ালদা মেন পোস্টে ওই জওয়ান কর্মরত ছিলেন ৷
- তিনি নারকেলডাঙায় কোয়ার্টারে থাকতেন ।
07:09 July 31
- বাড়ছে সুস্থতার হার । বর্তমানে রাজ্যে সুস্থতার হার 68.33 শতাংশ ।
07:09 July 31
- 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়েছেন 2হাজার 434 জন । রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 67 হাজার 692 ।
06:20 July 31
- রাজ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু । 24 ঘণ্টায় 46 জনের মৃত্যু হয়েছে ।