ETV Bharat / state

লকডাউনে মানুষের বিনোদনে অনলাইন কুইজ় চালু দক্ষিণ পূর্ব রেলের - lockdown news

দক্ষিণ পূর্ব রেলের তরফে আয়োজিত এই কুইজ় প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে বয়সের কোনও সীমা নেই। প্রতিদিন বেলা 12 টার সময় একটি করে প্রশ্ন দক্ষিণ পূর্ব রেলের ফেসবুক পেজে পোস্ট করা হবে। প্রশ্নটির উত্তর দেওয়ার সময় সীমা থাকছে পরের দিন বেলা 12 টা পর্যন্ত।

ছবি
ছবি
author img

By

Published : May 2, 2020, 10:34 PM IST

কলকাতা, 2 মে : লকডাউনের জেরে বন্ধ গণপরিবহন। বন্ধ ট্রেন পরিষেবাও। খুব দরকার ছাড়া বাড়ি থেকে বেরচ্ছেন না কেউ। ইতিমধ্যেই 17 মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা । গৃহবন্দী অবস্থায় মানুষজনের বিনোদনে এবার অনলাইন কুইজ়ের আয়োজন করা হল দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে ।

বই পড়া, সিনেমা দেখা, ইন্টারনেটে সময় কাটানোর পাশাপাশি এবার মগজাস্ত্র ব্যবহার করে এই কুইজ় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন সবাই। প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে বয়সের কোনও সীমা নেই। যে কেউ ফেসবুকে সাউথ ইস্টার্ন রেলওয়ে(south eastern railway)-এর পেজ়ে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবেন। প্রতিদিন বেলা 12 টার সময় একটি করে প্রশ্ন এই পেজে পোস্ট করা হবে। প্রশ্নটির উত্তর দেওয়ার সময় সীমা থাকছে পরের দিন বেলা 12 টা পর্যন্ত। গত বুধবার থেকে শুরু হয়েছে এই কুইজ় প্রতিযোগিতা। চলবে লকডাউন শেষ হওয়া পর্যন্ত।

বেঙ্গল নাগপুর রেলওয়ের 100 বছরের ইতিহাস ও দক্ষিণ পূর্ব রেলওয়ে সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন থাকছে এই কুইজ়ে। একটি ছবি সঙ্গে কয়েকটি ক্লু দিয়ে প্রশ্ন দেওয়া থাকছে । ইতিমধ্যেই 4 টি প্রশ্ন দেওয়া হয়েছে। অনেকেই অংশগ্রহণ করতে শুরু করেছেন এই প্রতিযোগিতায় ।

দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই প্রথম এই রকম অভিনব উদ্যোগ নেওয়া হল রেলের তরফে। মানুষ যাতে লকডাউনে রেল পরিষেবা সম্বন্ধে অবগত হন, পাশাপাশি তাঁদের বিনোদনও হয়, সেজন্যই এই অনলাইন কুইজ়ের আয়োজন। লকডাউন উঠে গেলে যাঁরা সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাঁদের মধ্যে লটারির মাধ্যমে জয়ী প্রার্থী নির্বাচন করা হবে। যাঁর নাম উঠে আসবে তাঁকে দক্ষিণ পূর্ব রেলের তরফে পুরস্কার দেওয়া হবে।

কলকাতা, 2 মে : লকডাউনের জেরে বন্ধ গণপরিবহন। বন্ধ ট্রেন পরিষেবাও। খুব দরকার ছাড়া বাড়ি থেকে বেরচ্ছেন না কেউ। ইতিমধ্যেই 17 মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা । গৃহবন্দী অবস্থায় মানুষজনের বিনোদনে এবার অনলাইন কুইজ়ের আয়োজন করা হল দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে ।

বই পড়া, সিনেমা দেখা, ইন্টারনেটে সময় কাটানোর পাশাপাশি এবার মগজাস্ত্র ব্যবহার করে এই কুইজ় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন সবাই। প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে বয়সের কোনও সীমা নেই। যে কেউ ফেসবুকে সাউথ ইস্টার্ন রেলওয়ে(south eastern railway)-এর পেজ়ে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবেন। প্রতিদিন বেলা 12 টার সময় একটি করে প্রশ্ন এই পেজে পোস্ট করা হবে। প্রশ্নটির উত্তর দেওয়ার সময় সীমা থাকছে পরের দিন বেলা 12 টা পর্যন্ত। গত বুধবার থেকে শুরু হয়েছে এই কুইজ় প্রতিযোগিতা। চলবে লকডাউন শেষ হওয়া পর্যন্ত।

বেঙ্গল নাগপুর রেলওয়ের 100 বছরের ইতিহাস ও দক্ষিণ পূর্ব রেলওয়ে সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন থাকছে এই কুইজ়ে। একটি ছবি সঙ্গে কয়েকটি ক্লু দিয়ে প্রশ্ন দেওয়া থাকছে । ইতিমধ্যেই 4 টি প্রশ্ন দেওয়া হয়েছে। অনেকেই অংশগ্রহণ করতে শুরু করেছেন এই প্রতিযোগিতায় ।

দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই প্রথম এই রকম অভিনব উদ্যোগ নেওয়া হল রেলের তরফে। মানুষ যাতে লকডাউনে রেল পরিষেবা সম্বন্ধে অবগত হন, পাশাপাশি তাঁদের বিনোদনও হয়, সেজন্যই এই অনলাইন কুইজ়ের আয়োজন। লকডাউন উঠে গেলে যাঁরা সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাঁদের মধ্যে লটারির মাধ্যমে জয়ী প্রার্থী নির্বাচন করা হবে। যাঁর নাম উঠে আসবে তাঁকে দক্ষিণ পূর্ব রেলের তরফে পুরস্কার দেওয়া হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.