ETV Bharat / state

Allergies on Rise: লকডাউনে কমেছে দূষণ, অ্যালার্জির সমস্যা নয়: মত চিকিৎসকদের - ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বৈপায়ন মুখোপাধ্যায়

লকডাউনে দূষণের (pollution) মাত্রা কমেছে দেশে বলে বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে ৷ কিন্তু চিকিৎসকদের মতে অ্যালার্জির সমস্যা কমেনি (Allergies on Rise) ৷

ETV Bharat
অ্যালার্জির সমস্যা কমেনি লকডাউনে
author img

By

Published : Jan 3, 2023, 10:16 PM IST

কলকাতা, 3 জানুয়ারি: লকডাউনে দূষণ কমলেও তার প্রভাবে কমেনি অ্যালার্জির সমস্যা ৷ এমনটাই মনে করছেন চিকিৎসক মহল । দীর্ঘ তিনমাস লকডাউন দেখেছে দেশবাসী । তারপর আস্তে আস্তে পরিস্থিতি শিথিল হলেও এক প্রকার লকডাউনেই ছিল সকলে । সব কিছু বন্ধ থাকায় সেবছর দূষণের মাত্রা অনেকটাই কম ছিল । তবে এই পরিস্থিতিতে সব দিকে লাভ দিলেও, বিশেষ লাভ হয়নি অ্যালার্জিতে ভোগা মানুষদের (Lockdown lowered the pollution level but allergies on rise) ।

মঙ্গলবার ইএনটি বিশেষজ্ঞ সংগঠনের 50 বছর উপলক্ষে সাংবাদিক সম্মেলন হয় ৷ সেখানে এই তথ্য তুলে ধরেন ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বৈপায়ন মুখোপাধ্যায় । বিভিন্ন সমীক্ষার মাধ্যমে দেখা গিয়েছে, কোভিডের সময় দূষণের মাত্রা অনেকটাই কমেছিল । কারণ সেই সময় ধুলো-বালি থেকে দূরে থাকায় অ্যালার্জিতে ভোগা মানুষদের অনেকটাই স্বস্তি মিলেছিল । তবে চিকিৎসকরা বলছে অন্য কথা ৷ তাঁদের মতে, ওই সময়তেই সব থেকে বেশি মানুষ অ্যালার্জিতে ভুগেছেন ।

তার কারণ হিসাবে চিকিৎসক দ্বৈপায়ন মুখোপাধ্যায়ের বলেন, "শহরাঞ্চলের বাতাসে মিশে থাকা পার্টিক্যুলেট ম্যাটার ও নানান ভাসমান কণার উপস্থিতিতে বাড়ছে এআর অর্থাৎ অ্যালার্জি রাইনাইটিসের ঝুঁকি । বাতাসে ভেসে থাকা পার্টিক্যুলেট ম্যাটারের সংস্পর্শে নাক ও শ্বাসনালীতে টাইপ -1 হাইপার সেনসিটিভিটির ফলে নাগাড়ে হাঁচি, সর্দি, কাশি ও পরবর্তীকালে ব্রঙ্কিয়াল হাইপাররেসপন্সিভনেস থেকে হাঁপানি ও সিওপিডির মত জটিল সমস্যার ঝুঁকি থাকে । শুরুতেই সতর্ক হলে জটিলতা এড়ানো যায় । এজন্য অবশ্যই জনসচেতনতা বৃদ্ধি ও আইনি সহায়তা প্রয়োজন । তবে ধুলো বালির থেকেও বেশি অ্যালার্জি দেখা যায় বাড়ির ভিতরে । যেমন বিছানার লেপে একধরনের পোকা থাকে । যা খালি চোখে দেখা যায় না । ওই পোকা শুয়ে থাকার সময় নাকে মুখে ঢুকে গিয়ে সর্দি কাশি শুরু হয় ।"

আরও পড়ুন: পাকস্থলীতে আটকে ব্লেড, জটিল অস্ত্রোপচারে একরত্তির প্রাণ ফেরাল এনআরএস

এর পাশাপাশি চিকিৎসক আরও বলেন, "যারা ইতিমধ্যেই অ্যালার্জিতে ভোগেন নিত্যদিন । তাঁদের যখন কোভিড হয়, তা আরও ভয়াবহ রূপ নেয় । বরং যাদের অ্যালার্জির সমস্যার নেই তাঁরা কোভিডে অসুস্থ হলেও তেমনভাবে খুব সমস্যায় পড়েননি ।" তবে এই সব বিষয় নিয়ে এক সম্মেলন আয়োজন করেছেন ইএনটি চিকিৎসক সংগঠন । পাশাপাশি পালিত হবে তাঁদের 50 বছর । সেই সম্মেলন উপস্থিত থাকবেন বহু নামী চিকিৎসকেরা । বিভিন্ন জিনিসের পাশাপাশি সেখানে কথা হবে অ্যালার্জিকে ঘিরেও । সেই সম্মেলন ও সেমিনার চলবে জানুয়ারি মাসের 6 থেকে 8 তারিখ পর্যন্ত ।

কলকাতা, 3 জানুয়ারি: লকডাউনে দূষণ কমলেও তার প্রভাবে কমেনি অ্যালার্জির সমস্যা ৷ এমনটাই মনে করছেন চিকিৎসক মহল । দীর্ঘ তিনমাস লকডাউন দেখেছে দেশবাসী । তারপর আস্তে আস্তে পরিস্থিতি শিথিল হলেও এক প্রকার লকডাউনেই ছিল সকলে । সব কিছু বন্ধ থাকায় সেবছর দূষণের মাত্রা অনেকটাই কম ছিল । তবে এই পরিস্থিতিতে সব দিকে লাভ দিলেও, বিশেষ লাভ হয়নি অ্যালার্জিতে ভোগা মানুষদের (Lockdown lowered the pollution level but allergies on rise) ।

মঙ্গলবার ইএনটি বিশেষজ্ঞ সংগঠনের 50 বছর উপলক্ষে সাংবাদিক সম্মেলন হয় ৷ সেখানে এই তথ্য তুলে ধরেন ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বৈপায়ন মুখোপাধ্যায় । বিভিন্ন সমীক্ষার মাধ্যমে দেখা গিয়েছে, কোভিডের সময় দূষণের মাত্রা অনেকটাই কমেছিল । কারণ সেই সময় ধুলো-বালি থেকে দূরে থাকায় অ্যালার্জিতে ভোগা মানুষদের অনেকটাই স্বস্তি মিলেছিল । তবে চিকিৎসকরা বলছে অন্য কথা ৷ তাঁদের মতে, ওই সময়তেই সব থেকে বেশি মানুষ অ্যালার্জিতে ভুগেছেন ।

তার কারণ হিসাবে চিকিৎসক দ্বৈপায়ন মুখোপাধ্যায়ের বলেন, "শহরাঞ্চলের বাতাসে মিশে থাকা পার্টিক্যুলেট ম্যাটার ও নানান ভাসমান কণার উপস্থিতিতে বাড়ছে এআর অর্থাৎ অ্যালার্জি রাইনাইটিসের ঝুঁকি । বাতাসে ভেসে থাকা পার্টিক্যুলেট ম্যাটারের সংস্পর্শে নাক ও শ্বাসনালীতে টাইপ -1 হাইপার সেনসিটিভিটির ফলে নাগাড়ে হাঁচি, সর্দি, কাশি ও পরবর্তীকালে ব্রঙ্কিয়াল হাইপাররেসপন্সিভনেস থেকে হাঁপানি ও সিওপিডির মত জটিল সমস্যার ঝুঁকি থাকে । শুরুতেই সতর্ক হলে জটিলতা এড়ানো যায় । এজন্য অবশ্যই জনসচেতনতা বৃদ্ধি ও আইনি সহায়তা প্রয়োজন । তবে ধুলো বালির থেকেও বেশি অ্যালার্জি দেখা যায় বাড়ির ভিতরে । যেমন বিছানার লেপে একধরনের পোকা থাকে । যা খালি চোখে দেখা যায় না । ওই পোকা শুয়ে থাকার সময় নাকে মুখে ঢুকে গিয়ে সর্দি কাশি শুরু হয় ।"

আরও পড়ুন: পাকস্থলীতে আটকে ব্লেড, জটিল অস্ত্রোপচারে একরত্তির প্রাণ ফেরাল এনআরএস

এর পাশাপাশি চিকিৎসক আরও বলেন, "যারা ইতিমধ্যেই অ্যালার্জিতে ভোগেন নিত্যদিন । তাঁদের যখন কোভিড হয়, তা আরও ভয়াবহ রূপ নেয় । বরং যাদের অ্যালার্জির সমস্যার নেই তাঁরা কোভিডে অসুস্থ হলেও তেমনভাবে খুব সমস্যায় পড়েননি ।" তবে এই সব বিষয় নিয়ে এক সম্মেলন আয়োজন করেছেন ইএনটি চিকিৎসক সংগঠন । পাশাপাশি পালিত হবে তাঁদের 50 বছর । সেই সম্মেলন উপস্থিত থাকবেন বহু নামী চিকিৎসকেরা । বিভিন্ন জিনিসের পাশাপাশি সেখানে কথা হবে অ্যালার্জিকে ঘিরেও । সেই সম্মেলন ও সেমিনার চলবে জানুয়ারি মাসের 6 থেকে 8 তারিখ পর্যন্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.