কলকাতা, 20 এপ্রিল : লকডাউনের জেরে চরম সমস্যায় পড়েছেন দিন আনা দান খাওয়া মানুষজন । এই পরিস্থিতিতে দুস্থ মানুষ, ফুটপাথ বাসী, স্টেশনের কুলি-মজুর ও ভবঘুরেদের পাশে দাঁড়াল ভারতীয় রেল। ইতিমধ্যেই প্রায় 20 লাখ মানুষের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করা হয়েছে ভারতীয় রেলের তরফে।
ভারতীয় রেলের বিভিন্ন সংগঠন 28 মার্চ থেকে এই সকল অসহায় মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করে চলেছে। রেল বোর্ডের তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং এন্ড ট্যুরিজ়ম করপোরেশন (IRCTC)-এর রান্নাঘর ও নানা কমিউনটি কিচেনে রোজ রান্না করা হচ্ছে। RPF, GRP, স্বেচ্ছাসেবী সংস্থা থেকে জেলা প্রশাসনের সবাই খাবার বিতরণের কাজ করছে । খাবারের সঙ্গে কিছু ক্ষেত্রে ফুড প্যাকেটও বিলি করা হচ্ছে ।
দিল্লি, বেঙ্গালুরু, হাবলি, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ, ভুসাওয়াল, হাওড়া, পাটনা, রাঁচি, কাটিহার, দীনদয়াল উপাধ্যায় নগর, বিজয়ওয়াড়া, তিরুচিরাপল্লি, গুয়াহাটি, সমস্তিপুর, প্রয়াগরাজ, ইটার্সি, বিশাখাপটনম, পুনে, সহ নানা এলাকায় IRCTC-র প্রধান রান্নাঘরগুলিতে দিনরাত চলছে কাজ। কমিউনিটি কিচেনও শুরু করা হয়েছে। রেল বোর্ডের তরফে জানা গেছে, প্রায় 11.6 লাখ লোকের খাবার জোগান দিচ্ছে IRCTC । তিন লাখ লোকের খাবার জোগান দিচ্ছে RPF । দেড় লাখ মানুষের খাবার জোগান দিচ্ছে রেলের কমার্শিয়াল ও অন্যান্য বিভাগ । পাশাপাশি 3.8 লাখ লোকের খাবার জোগান দিয়েছে রেলের বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন।
উল্লেখ্য, কোরোনা মোকাবিলায় প্রথমে 14 এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল । পরে সময়সীমা বাড়িয়ে করা হয় 3 মে । এখন ট্রেন চলাচল বন্ধ থাকলেও, অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে মালগাড়িকে ছাড় দেওয়া হয়েছে।