ETV Bharat / state

জয়েন্টের ফলপ্রকাশ : প্রথম উত্তর দিনাজপুরের সৌরদীপ, দ্বিতীয় দুর্গাপুরের শুভম - WBJEE-র ফলপ্রকাশ

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জয়েন্টের ফল প্রকাশিত হল।

WBJEE
WBJEE-র ফলপ্রকাশ
author img

By

Published : Aug 7, 2020, 1:21 PM IST

Updated : Aug 7, 2020, 1:46 PM IST

প্রকাশিত হল WBJEE-র ফলাফল । ফলপ্রকাশ করেন বোর্ডের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মিত্র।

  • দশম হয়েছেন হাওড়ার অর্ক দত্ত ।
  • নবম হয়েছেন কাঁকুরগাছির গিরিক মাসকারা ।
  • অষ্টম হয়েছেন অরিত্র মিত্র ।
  • সপ্তম হয়েছেন সল্টলেকের সোহম সমাদ্দার ।
  • ষষ্ঠ হয়েছেন অঙ্কুর ভৌমিক
  • পঞ্চম হয়েছেন পুর্ণেন্দু সেন ।
  • চতুর্থ সাঁতরাগাছির উৎসব বসু ।
  • তৃতীয় ঢাকুরিয়ার ছাত্রী শ্রীমন্তি দে।
  • দ্বিতীয় স্থানে রয়েছে দুর্গাপুরের শুভম ঘোষ।
  • প্রথম উত্তর দিনাজপুরের সৌরদীপ দাস ।
  • অংশগ্রহণকারীর 99 শতাংশ ব়্যাঙ্ক পেয়েছেন ।
  • এনরোলড পরীক্ষার্থী ছিলেন 88 হাজার 800 জন । অংশগ্রহণ করেছিলেন 73 হাজার 119 জন । শতাংশের বিচারে তা 82 শতাংশ । ব়্যাঙ্ক পেয়েছেন 72 হাজার 298 জন ।
  • চলতি বছর পরীক্ষা হয়েছিল 2 ফেব্রুয়ারি । পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 219 টি । সেন্টার ইনচার্জ ছিলেন 219 জন । অ্যাসিস্ট্যান্ট সেন্টার ইনচার্জ ছিলেন 106 জন । বোর্ড অবজ়ারভার ছিলেন 384 জন ।
  • প্রতি রাউন্ডে নতুন প্রার্থী যোগ দিতে পারবেন । নিজের পছন্দ অনুযায়ী প্রত্যেক রাউন্ডে নতুন করে সাজাতে পারবে। অন্তত 20 টি পছন্দ নির্বাচন করতে পরামর্শ
  • বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যাবে
  • সামনের সপ্তাহ থেকে কাউন্সেলিং শুরু হবে
  • এই বছর কাউন্সেলিং প্রক্রিয়ার পুনর্গঠন করা হয়েছে । এই বছর সরকারি ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি কলেজ 10 টা । আসনসংখ্যা 2053 টি। বেসরকারি ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি কলেজ 86 টি। আসনসংখ্যা 28 হাজার 493 ।
  • সরকারি বিশ্ববিদ্যালয় ও বিভাগ 11টি । আসনসংখ্যা 2283 টি। বেসরকারি বিশ্ববিদ্যালয় 9টি । আসনসংখ্যা 2062 । মোট 116টি প্রতিষ্ঠান ও আসনসংখ্যা 34 হাজার 891টি।

প্রকাশিত হল WBJEE-র ফলাফল । ফলপ্রকাশ করেন বোর্ডের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মিত্র।

  • দশম হয়েছেন হাওড়ার অর্ক দত্ত ।
  • নবম হয়েছেন কাঁকুরগাছির গিরিক মাসকারা ।
  • অষ্টম হয়েছেন অরিত্র মিত্র ।
  • সপ্তম হয়েছেন সল্টলেকের সোহম সমাদ্দার ।
  • ষষ্ঠ হয়েছেন অঙ্কুর ভৌমিক
  • পঞ্চম হয়েছেন পুর্ণেন্দু সেন ।
  • চতুর্থ সাঁতরাগাছির উৎসব বসু ।
  • তৃতীয় ঢাকুরিয়ার ছাত্রী শ্রীমন্তি দে।
  • দ্বিতীয় স্থানে রয়েছে দুর্গাপুরের শুভম ঘোষ।
  • প্রথম উত্তর দিনাজপুরের সৌরদীপ দাস ।
  • অংশগ্রহণকারীর 99 শতাংশ ব়্যাঙ্ক পেয়েছেন ।
  • এনরোলড পরীক্ষার্থী ছিলেন 88 হাজার 800 জন । অংশগ্রহণ করেছিলেন 73 হাজার 119 জন । শতাংশের বিচারে তা 82 শতাংশ । ব়্যাঙ্ক পেয়েছেন 72 হাজার 298 জন ।
  • চলতি বছর পরীক্ষা হয়েছিল 2 ফেব্রুয়ারি । পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 219 টি । সেন্টার ইনচার্জ ছিলেন 219 জন । অ্যাসিস্ট্যান্ট সেন্টার ইনচার্জ ছিলেন 106 জন । বোর্ড অবজ়ারভার ছিলেন 384 জন ।
  • প্রতি রাউন্ডে নতুন প্রার্থী যোগ দিতে পারবেন । নিজের পছন্দ অনুযায়ী প্রত্যেক রাউন্ডে নতুন করে সাজাতে পারবে। অন্তত 20 টি পছন্দ নির্বাচন করতে পরামর্শ
  • বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যাবে
  • সামনের সপ্তাহ থেকে কাউন্সেলিং শুরু হবে
  • এই বছর কাউন্সেলিং প্রক্রিয়ার পুনর্গঠন করা হয়েছে । এই বছর সরকারি ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি কলেজ 10 টা । আসনসংখ্যা 2053 টি। বেসরকারি ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি কলেজ 86 টি। আসনসংখ্যা 28 হাজার 493 ।
  • সরকারি বিশ্ববিদ্যালয় ও বিভাগ 11টি । আসনসংখ্যা 2283 টি। বেসরকারি বিশ্ববিদ্যালয় 9টি । আসনসংখ্যা 2062 । মোট 116টি প্রতিষ্ঠান ও আসনসংখ্যা 34 হাজার 891টি।
Last Updated : Aug 7, 2020, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.