- প্রায় 31 ঘণ্টা পর নবান্ন ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
- সারারাত নবান্নের কন্ট্রোল রুম থেকে ঘূর্ণিঝড় মোকাবিলার তদারকি করেন মুখ্যমন্ত্রী ৷
রাজ্যে মৃত 1, নবান্ন থেকে ঘূর্ণিঝড় যশের আপডেট দিলেন মমতা - ঘূর্ণিঝড় যশ
16:13 May 26
16:13 May 26
- নবান্ন ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
15:11 May 26
- ঘূর্ণিঝড় যশে রাজ্য়ে মৃত 1 ৷ নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী
14:14 May 26
পূর্ব মেদিনীপুরে 70 কিলোমিটার জুড়ে নদীবাঁধ ক্ষতিগ্রস্ত ।
ভরা কোটালের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে ।
20 হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ।
15 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে ।
দিঘা, মন্দারমণির বিস্তীর্ণ এলাকা প্লাবিত ।
13:54 May 26
- ঘণ্টাখানেকের চেষ্টায় এনডিআরএফের দল উদ্ধার করল মন্ত্রীকে ৷
13:52 May 26
- ঘূর্ণিঝড়ের জেরে দিঘায় আটকে পড়লেন রাজ্যের মৎস মন্ত্রী অখিল গিরি ৷ উদ্বেগ বাড়তে থাকে নবান্নে ৷
13:40 May 26
- খুলে দেওয়া হল শহরের উড়ালপুল গুলি ৷
- শহরের আটটি উড়ালপুলে যান চলাচল বন্ধ করে কলকাতা পুলিশ ৷ এই আটটি উড়ালপুল হল মা উড়ালপুল, চিংড়িঘাটা, উল্টোডাঙা, পার্কস্ট্রিট উড়ালপুল, গার্ডেনরিচ ও তারাতলা উড়ালপুল ।
13:21 May 26
- কলকাতার পরিস্থিতি জানতে পৌরপ্রশাসক ফিরহাদ হাকিমকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়
13:08 May 26
- যশ মোকাবিলায় এবার নবান্নের পর কলকাতা পৌরনিগমে খোলা হল কন্ট্রোল রুম ৷
12:59 May 26
- ঘূর্ণিঝড়ের জন্য জলস্তর বাড়ছে গঙ্গার ৷
- বন্ধ করে দেওয়া হল চাঁদপাল ঘাটের লকগেট ৷
- ফলে শহর কলকাতায় জল জমার আশঙ্কা ৷
12:36 May 26
- "নিয়মিত মনিটরিং চলবে ৷ সবে শুরু হয়েছে ৷ এখনও সাত থেকে আট ঘণ্টা এই তাণ্ডব চলবে ৷ প্রয়োজন মতো সেনাবাহিনী, এনডিআরএফ নামানো হয়েছে ৷ সবাইকে বলব সাবধানে থাকুন ৷" নবান্ন থেকে বললেন মুখ্যমন্ত্রী ৷
12:32 May 26
- নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানালেন যশে ব্যাপক ক্ষয়ক্ষতি বাংলার উপকূলবর্তী এলাকা ৷
- যোগাযোগ বিচ্ছিন্ন দিঘা-শঙ্করপুরের সঙ্গে ৷
- দ্রুত যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে ৷
12:31 May 26
- ছোট ছোট টর্নেডোর আশঙ্কায় কলকাতা পৌরসভাকে সতর্ক করল নবান্ন ৷
12:09 May 26
আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় যশ ৷ ওড়িশার বালেশ্বরের দক্ষিণে আছড়ে পড়েছে যশ ৷ ভূস্থলে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ছিল 135 থেকে 140 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ প্রভাব পড়ছে বঙ্গেও ৷ নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম ৷ তদারকি করছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঝড়ের পরিস্থিতি নিয়ে রাজ্যে আপডেট কী, দেখুন সরাসরি নবান্ন থেকে ৷
16:13 May 26
- প্রায় 31 ঘণ্টা পর নবান্ন ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
- সারারাত নবান্নের কন্ট্রোল রুম থেকে ঘূর্ণিঝড় মোকাবিলার তদারকি করেন মুখ্যমন্ত্রী ৷
16:13 May 26
- নবান্ন ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
15:11 May 26
- ঘূর্ণিঝড় যশে রাজ্য়ে মৃত 1 ৷ নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী
14:14 May 26
পূর্ব মেদিনীপুরে 70 কিলোমিটার জুড়ে নদীবাঁধ ক্ষতিগ্রস্ত ।
ভরা কোটালের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে ।
20 হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ।
15 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে ।
দিঘা, মন্দারমণির বিস্তীর্ণ এলাকা প্লাবিত ।
13:54 May 26
- ঘণ্টাখানেকের চেষ্টায় এনডিআরএফের দল উদ্ধার করল মন্ত্রীকে ৷
13:52 May 26
- ঘূর্ণিঝড়ের জেরে দিঘায় আটকে পড়লেন রাজ্যের মৎস মন্ত্রী অখিল গিরি ৷ উদ্বেগ বাড়তে থাকে নবান্নে ৷
13:40 May 26
- খুলে দেওয়া হল শহরের উড়ালপুল গুলি ৷
- শহরের আটটি উড়ালপুলে যান চলাচল বন্ধ করে কলকাতা পুলিশ ৷ এই আটটি উড়ালপুল হল মা উড়ালপুল, চিংড়িঘাটা, উল্টোডাঙা, পার্কস্ট্রিট উড়ালপুল, গার্ডেনরিচ ও তারাতলা উড়ালপুল ।
13:21 May 26
- কলকাতার পরিস্থিতি জানতে পৌরপ্রশাসক ফিরহাদ হাকিমকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়
13:08 May 26
- যশ মোকাবিলায় এবার নবান্নের পর কলকাতা পৌরনিগমে খোলা হল কন্ট্রোল রুম ৷
12:59 May 26
- ঘূর্ণিঝড়ের জন্য জলস্তর বাড়ছে গঙ্গার ৷
- বন্ধ করে দেওয়া হল চাঁদপাল ঘাটের লকগেট ৷
- ফলে শহর কলকাতায় জল জমার আশঙ্কা ৷
12:36 May 26
- "নিয়মিত মনিটরিং চলবে ৷ সবে শুরু হয়েছে ৷ এখনও সাত থেকে আট ঘণ্টা এই তাণ্ডব চলবে ৷ প্রয়োজন মতো সেনাবাহিনী, এনডিআরএফ নামানো হয়েছে ৷ সবাইকে বলব সাবধানে থাকুন ৷" নবান্ন থেকে বললেন মুখ্যমন্ত্রী ৷
12:32 May 26
- নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানালেন যশে ব্যাপক ক্ষয়ক্ষতি বাংলার উপকূলবর্তী এলাকা ৷
- যোগাযোগ বিচ্ছিন্ন দিঘা-শঙ্করপুরের সঙ্গে ৷
- দ্রুত যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে ৷
12:31 May 26
- ছোট ছোট টর্নেডোর আশঙ্কায় কলকাতা পৌরসভাকে সতর্ক করল নবান্ন ৷
12:09 May 26
আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় যশ ৷ ওড়িশার বালেশ্বরের দক্ষিণে আছড়ে পড়েছে যশ ৷ ভূস্থলে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ছিল 135 থেকে 140 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ প্রভাব পড়ছে বঙ্গেও ৷ নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম ৷ তদারকি করছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঝড়ের পরিস্থিতি নিয়ে রাজ্যে আপডেট কী, দেখুন সরাসরি নবান্ন থেকে ৷