আজকের মতো শেষ শুনানি প্রক্রিয়া । কাল জামিনে স্থগিতাদেশের আবেদন পুনর্বিবেচনার আর্জি শুনানি হবে কলকাতা হাইকোর্টে ।
নারদ মামলায় রাজ্যকে যুক্ত করার অনুমতি কলকাতা হাইকোর্টে - সিবিআই
16:41 May 27
মঙ্গলবার সুপ্রিম কোর্ট থেকে নারদ মামলা প্রত্যাহার করে নেয় সিবিআই । আজ ফের একবার মামলার শুনানি হল কলকাতা হাইকোর্টে ৷
16:40 May 27
দিনের পর দিন এই মামলার শুনানি চলতে পারে না । চারজন গৃহবন্দী থাকবেন, সেটা কি ন্যায়বিচার ? ঘূর্ণিঝড়ের দিন ফিরহাদ হাকিম কাজ করতে পারেননি বলে উল্লেখ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তখন প্রধান বিচারপতি বললেন, "এই সময় তো আমরা সবাই গৃহবন্দী ! তখন সলিসিটর জেনারেল বলেন, বৃহত্তর বেঞ্চ কি শুধু জামিনের বিষয়টি শোনার জন্য তৈরি হয়েছে ?"
অভিযুক্তদের তরফে আর এক আইনজীবী অভিষেক মনু সিংভি কিন্তু সলিসিটর জেনারেল জামিন নিয়ে কোন কথাই বলতে চাইছেন না । অন্য কথা বলা হচ্ছে । আইনের দৃষ্টিতে জামিনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা উল্লেখ করেন তিনি ।
15:03 May 27
সাধারণ মানুষ আবেগ তাড়িত হতে পারেন । কিন্তু আমাদের আইনের শাসন মেনে কাজ করতে হয় । শুনানি চলাকালীন মন্তব্য বিচারপতি হরিশ টন্ডনের । সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন, "সেদিন যা হয়েছে, তা গণতন্ত্র নয় ।" গ্রেফতারের পর যা ঘটেছে, তা বিকৃত করা হয়েছে দাবি সলিসিটর জেনেরালের । তখন বিচারপতি আই পি মুখোপাধ্যায় বলেন, "নিম্ন আদালতের বিচারক প্রভাবিত হয়েছেন তার কোনও প্রমাণ না থাকলে আমরা কী করতে পারি ?"
14:37 May 27
রাজ্যকে মামলায় যুক্ত করার অনুমতি কলকাতা হাইকোর্টের । বিচারপতি আই পি মুখোপাধ্যায়ের প্রশ্ন, প্রভাবশালী তত্ত্ব দিয়ে কি কারও জামিন আটকানো যায় ? সিবিআইয়ের তরফ সলিসিটর জেনেরাল আজ আবার বলেন, রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে । আদালত ব্যবস্থা না নিলে একই ঘটনা আরও ঘটবে ।
14:30 May 27
অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত আরও বলেন, সুপ্রিম কোর্টে সিবিআই মামলা প্রত্যাহার করেছে । সিবিআইয়ের তুষার মেহতা বলেন, রাজ্যকে পার্টি করতে তাদের কোনও অসুবিধা নেই । রাজ্যকে আলাদা করে পার্টি করতে হবে । অভিযুক্তরা নিজেদের কথা বলবেন । রাজ্যকে তার বক্তব্য রাখতে হবে ।
14:21 May 27
ইতিমধ্যেই পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়ে গিয়েছে ৷ শুরুতেই অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত বলেন, হাইকোর্টে রাজ্যকে পার্টি করা হয়নি । এরপর কেন্দ্রের সলিসিটর জেনেরাল তুষার মেহতা জানান, মৌখিকভাবে বলেছিলেন, করা হবে ।
16:41 May 27
মঙ্গলবার সুপ্রিম কোর্ট থেকে নারদ মামলা প্রত্যাহার করে নেয় সিবিআই । আজ ফের একবার মামলার শুনানি হল কলকাতা হাইকোর্টে ৷
আজকের মতো শেষ শুনানি প্রক্রিয়া । কাল জামিনে স্থগিতাদেশের আবেদন পুনর্বিবেচনার আর্জি শুনানি হবে কলকাতা হাইকোর্টে ।
16:40 May 27
দিনের পর দিন এই মামলার শুনানি চলতে পারে না । চারজন গৃহবন্দী থাকবেন, সেটা কি ন্যায়বিচার ? ঘূর্ণিঝড়ের দিন ফিরহাদ হাকিম কাজ করতে পারেননি বলে উল্লেখ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তখন প্রধান বিচারপতি বললেন, "এই সময় তো আমরা সবাই গৃহবন্দী ! তখন সলিসিটর জেনারেল বলেন, বৃহত্তর বেঞ্চ কি শুধু জামিনের বিষয়টি শোনার জন্য তৈরি হয়েছে ?"
অভিযুক্তদের তরফে আর এক আইনজীবী অভিষেক মনু সিংভি কিন্তু সলিসিটর জেনারেল জামিন নিয়ে কোন কথাই বলতে চাইছেন না । অন্য কথা বলা হচ্ছে । আইনের দৃষ্টিতে জামিনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা উল্লেখ করেন তিনি ।
15:03 May 27
সাধারণ মানুষ আবেগ তাড়িত হতে পারেন । কিন্তু আমাদের আইনের শাসন মেনে কাজ করতে হয় । শুনানি চলাকালীন মন্তব্য বিচারপতি হরিশ টন্ডনের । সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন, "সেদিন যা হয়েছে, তা গণতন্ত্র নয় ।" গ্রেফতারের পর যা ঘটেছে, তা বিকৃত করা হয়েছে দাবি সলিসিটর জেনেরালের । তখন বিচারপতি আই পি মুখোপাধ্যায় বলেন, "নিম্ন আদালতের বিচারক প্রভাবিত হয়েছেন তার কোনও প্রমাণ না থাকলে আমরা কী করতে পারি ?"
14:37 May 27
রাজ্যকে মামলায় যুক্ত করার অনুমতি কলকাতা হাইকোর্টের । বিচারপতি আই পি মুখোপাধ্যায়ের প্রশ্ন, প্রভাবশালী তত্ত্ব দিয়ে কি কারও জামিন আটকানো যায় ? সিবিআইয়ের তরফ সলিসিটর জেনেরাল আজ আবার বলেন, রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে । আদালত ব্যবস্থা না নিলে একই ঘটনা আরও ঘটবে ।
14:30 May 27
অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত আরও বলেন, সুপ্রিম কোর্টে সিবিআই মামলা প্রত্যাহার করেছে । সিবিআইয়ের তুষার মেহতা বলেন, রাজ্যকে পার্টি করতে তাদের কোনও অসুবিধা নেই । রাজ্যকে আলাদা করে পার্টি করতে হবে । অভিযুক্তরা নিজেদের কথা বলবেন । রাজ্যকে তার বক্তব্য রাখতে হবে ।
14:21 May 27
ইতিমধ্যেই পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়ে গিয়েছে ৷ শুরুতেই অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত বলেন, হাইকোর্টে রাজ্যকে পার্টি করা হয়নি । এরপর কেন্দ্রের সলিসিটর জেনেরাল তুষার মেহতা জানান, মৌখিকভাবে বলেছিলেন, করা হবে ।