কলকাতা, 4 জুলাই: সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ । পঞ্চায়েত নির্বাচনের কারণে এবার সারা রাজ্যে বন্ধ মদের দোকান । রাজ্যে নির্বাচনী প্রচার শেষ হচ্ছে আগামী 6 জুলাই বিকেল 5টায় । ওইদিন বিকেল 5টা থেকেই রাজ্যের যেখানে যেখানে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, সেখানে মদ বিক্রি করা যাবে না । নির্বাচনের সাধারণ নিয়ম অনুসারে ভোটের 48 ঘণ্টা আগে থেকে বন্ধ হয়ে যায় মদ কেনা-বেচা । মূলত, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন । সেই মতো এবারও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 6 তারিখ বিকেল থেকে 5টা থেকে 8 তারিখ বিকেল 5টা পর্যন্ত রাজ্যের যেখানে যেখানে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সেখানে সেখানে বন্ধ থাকবে মদের দোকান । এখানেই শেষ নয়, যদি কোথাও নির্বাচনের দিন গন্ডগোলের কারণে পুনর্নির্বাচন ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন, সেক্ষেত্রে সেই অঞ্চলগুলিতে ওই নির্বাচন না হওয়া পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে । একইভাবে ভোটের ফলাফল ঘোষণার সময়ও এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে ।
যদিও কলকাতা তথা শহুরে মানুষদের জন্য এই সিদ্ধান্তে অসুবিধার মধ্যে পড়ার কথা নয় । কারণ, সেখানে পঞ্চায়েত নির্বাচন নেই । তাই সেখানে এই সময়সীমার মধ্যে খোলা থাকবে মদের দোকান ৷ কিন্তু এমন অনেক পর্যটন ক্ষেত্রে রয়েছে, যা পঞ্চায়েত এলাকার মধ্যেই রয়েছে । এমন সব জায়গার ক্ষেত্রেও মদের দোকান বন্ধ করে রাখার সিদ্ধান্ত বলবৎ হবে ওই সব পর্যটন ক্ষেত্রগুলির জন্য, এমনটাই জানা গিয়েছে প্রশাসনের তরফে ৷
আরও পড়ুন: গ্রামে বাড়ছে পারিবারিক অশান্তি, নিজেরাই মদ বন্ধ করে নজির স্থানীয়দের