ETV Bharat / state

Dev Deepawali in Kolkata: কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে এবার কলকাতায় দেব দীপাবলি পালন, জ্বলবে 5-10 হাজার প্রদীপ

দেব দীপাবলি দেখার ইচ্ছে বহুদিনের ? এবার কলকাতায় বসেই তা দেখতে পাবেন ৷ এই কার্তিক পূর্ণিমার দিনই গঙ্গার ঘাটে পালিত হবে দেব দীপাবলি ৷ উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
কাশীর বিশ্বনাথ মন্দিরের আদলে কলকাতায় পালিত হবে দেব দীপাবলি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 12:27 PM IST

Updated : Nov 3, 2023, 12:39 PM IST

কলকাতা, 3 নভেম্বর: কার্তিক পূর্ণিমার দিন দেশের বিভিন্ন প্রান্তে দেব দীপাবলি পালিত হয় ৷ এদিন সব থেকে আকর্ষণীয় হয়ে ওঠে বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির চত্বর ও ঘাট । লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে পালিত হয় দেব দীপাবলি । যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষজন আসেন । এবার ঠিক সেই আদলেই 5 থেকে 10 হাজার প্রদীপে খাস কলকাতায় গঙ্গার ঘাটে পালিত হবে দেব দীপাবলি । উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এবছর 25 ও 26 নভেম্বর দু'দিন পড়েছে কার্তিক পূর্ণিমা ।

কথিত আছে আধ্যাত্মিক শক্তি লাভের শেষ মাস হল কার্তিক । এই কার্তিক পূর্ণিমায় মহাদেব অর্ধনারীশ্বর রূপে ত্রিপুরাসুরকে বধ করেছিলেন । তাই দিনটি হিন্দুধর্মে বিশ্বাসী মানুষজন গুরুত্বের সঙ্গে পালন করেন । অনেকে এই দিনটিকে শিব দীপাবলি বলেও উল্লেখ করেন ।

মূলত এই দিনটি হিন্দি বলয়গুলিতে জাঁকজমক করে পালিত হতে দেখা যায় । এই উৎসব খুব বড় করে পালিত হয় কাশীতে । দীপাবলি উৎসবের পর কার্তিক পূর্ণিমায় বেনারস ও কাশীতে গঙ্গার ঘাটগুলো লক্ষাধিক প্রদীপে সাজানো হয় । ২০২১ সালে কাশী বিশ্বনাথ মন্দিরে নতুন করিডোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি এই মন্দিরে দেব দীপাবলির দিনের আলোকজ্জ্বল ছবি সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছিলেন ।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, এবার কলকাতায় কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলিকে ঘিরে ফুটে উঠবে এক টুকরো কাশী বিশ্বনাথ মন্দিরের আলোকময় ছবি । মুখ্যমন্ত্রীর ইচ্ছেতে বেনারসের ঘাটে আরতির আদলেই কলকাতার বাজা কদমতলা ঘাটে চলতি বছরে শুরু হয় গঙ্গা আরতি । যত দিন যাচ্ছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে এই আরতি । দিনে দিনে উপচে পড়ছে দর্শকদের ভিড় । কলকাতা কর্পোরেশন সমস্ত ব্যবস্থাপনা করেছে ।

আরও পড়ুন : শারদীয়া ও দীপাবলি উপলক্ষে বিশেষ ট্রেন পূর্বরেলের

বেসরকারি ট্রাস্ট দেবোত্তর জয়চন্ডী ঠাকুরানী ট্রাস্টকে মূল আরতির কর্মকাণ্ডের ভার দেওয়া হয়েছে কর্পোরেশনের তরফে । তারাই প্রতিদিন আরতি অনুষ্ঠান করেন । প্রতি শনিবার ভোগ বিতরণ করা হয় । এবার প্রাথমিকভাবে পরিকল্পনা হয়েছে তাদের দিয়েই কাশী বিশ্বনাথ মন্দিরে দেব দীপাবলির দিন ঠিক যেমন প্রদীপ জ্বালিয়ে সাজানো হয় এই ঘাটে আরতির জায়গা-সহ আশপাশ তেমনভাবেই সাজানো হবে । এর জন্য আনুমানিক 5 থেকে 10 হাজার প্রদীপ জ্বালানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ।

এই গোটা কর্মকাণ্ড করতে কোথাও যাতে বাধা বা জটিলতার সৃষ্টি না হয় সেদিকে খতিয়ে দেখছে কলকাতা কর্পোরেশন । এই বিষয় এক আধিকারিক বলেন,"গোটা পরিকল্পনা আমাদের তৈরি । এটা বাস্তবায়নে যাতে কোনওরকম ধাক্কা খেয়ে না হয় তাই সরকারের বিভিন্ন স্তরে আলোচনা চলছে । বিষয়টি জানিয়ে পৌর কমিশনার নবান্নে পাঠাবেন । মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলা হবে যাতে তিনি ওইদিন ঘাটে উপস্থিত থাকেন । তাঁর ইচ্ছে অনুসারে বাজা কদমতলা ঘাটে আরতি শুরু হয়েছে । সেই আরতি এখন এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে দর্শকদের জায়গা দেওয়া যাচ্ছে না । সব ঠিকভাবে হলে এবার এক অন্য আলোকময় ছবি ফুটে উঠবে কলকাতায় ।" লোকসভা ভোটের আগে কলকাতায় এমন কর্মকাণ্ড নিঃসন্দেহে ভোট রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।

আরও পড়ুন : মাটি ছেড়ে হুগলিতে 'সুপারহিট' গোবরের প্রদীপ, তৈরি করছেন গ্রামের মহিলারা

কলকাতা, 3 নভেম্বর: কার্তিক পূর্ণিমার দিন দেশের বিভিন্ন প্রান্তে দেব দীপাবলি পালিত হয় ৷ এদিন সব থেকে আকর্ষণীয় হয়ে ওঠে বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির চত্বর ও ঘাট । লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে পালিত হয় দেব দীপাবলি । যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষজন আসেন । এবার ঠিক সেই আদলেই 5 থেকে 10 হাজার প্রদীপে খাস কলকাতায় গঙ্গার ঘাটে পালিত হবে দেব দীপাবলি । উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এবছর 25 ও 26 নভেম্বর দু'দিন পড়েছে কার্তিক পূর্ণিমা ।

কথিত আছে আধ্যাত্মিক শক্তি লাভের শেষ মাস হল কার্তিক । এই কার্তিক পূর্ণিমায় মহাদেব অর্ধনারীশ্বর রূপে ত্রিপুরাসুরকে বধ করেছিলেন । তাই দিনটি হিন্দুধর্মে বিশ্বাসী মানুষজন গুরুত্বের সঙ্গে পালন করেন । অনেকে এই দিনটিকে শিব দীপাবলি বলেও উল্লেখ করেন ।

মূলত এই দিনটি হিন্দি বলয়গুলিতে জাঁকজমক করে পালিত হতে দেখা যায় । এই উৎসব খুব বড় করে পালিত হয় কাশীতে । দীপাবলি উৎসবের পর কার্তিক পূর্ণিমায় বেনারস ও কাশীতে গঙ্গার ঘাটগুলো লক্ষাধিক প্রদীপে সাজানো হয় । ২০২১ সালে কাশী বিশ্বনাথ মন্দিরে নতুন করিডোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি এই মন্দিরে দেব দীপাবলির দিনের আলোকজ্জ্বল ছবি সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছিলেন ।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, এবার কলকাতায় কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলিকে ঘিরে ফুটে উঠবে এক টুকরো কাশী বিশ্বনাথ মন্দিরের আলোকময় ছবি । মুখ্যমন্ত্রীর ইচ্ছেতে বেনারসের ঘাটে আরতির আদলেই কলকাতার বাজা কদমতলা ঘাটে চলতি বছরে শুরু হয় গঙ্গা আরতি । যত দিন যাচ্ছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে এই আরতি । দিনে দিনে উপচে পড়ছে দর্শকদের ভিড় । কলকাতা কর্পোরেশন সমস্ত ব্যবস্থাপনা করেছে ।

আরও পড়ুন : শারদীয়া ও দীপাবলি উপলক্ষে বিশেষ ট্রেন পূর্বরেলের

বেসরকারি ট্রাস্ট দেবোত্তর জয়চন্ডী ঠাকুরানী ট্রাস্টকে মূল আরতির কর্মকাণ্ডের ভার দেওয়া হয়েছে কর্পোরেশনের তরফে । তারাই প্রতিদিন আরতি অনুষ্ঠান করেন । প্রতি শনিবার ভোগ বিতরণ করা হয় । এবার প্রাথমিকভাবে পরিকল্পনা হয়েছে তাদের দিয়েই কাশী বিশ্বনাথ মন্দিরে দেব দীপাবলির দিন ঠিক যেমন প্রদীপ জ্বালিয়ে সাজানো হয় এই ঘাটে আরতির জায়গা-সহ আশপাশ তেমনভাবেই সাজানো হবে । এর জন্য আনুমানিক 5 থেকে 10 হাজার প্রদীপ জ্বালানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ।

এই গোটা কর্মকাণ্ড করতে কোথাও যাতে বাধা বা জটিলতার সৃষ্টি না হয় সেদিকে খতিয়ে দেখছে কলকাতা কর্পোরেশন । এই বিষয় এক আধিকারিক বলেন,"গোটা পরিকল্পনা আমাদের তৈরি । এটা বাস্তবায়নে যাতে কোনওরকম ধাক্কা খেয়ে না হয় তাই সরকারের বিভিন্ন স্তরে আলোচনা চলছে । বিষয়টি জানিয়ে পৌর কমিশনার নবান্নে পাঠাবেন । মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলা হবে যাতে তিনি ওইদিন ঘাটে উপস্থিত থাকেন । তাঁর ইচ্ছে অনুসারে বাজা কদমতলা ঘাটে আরতি শুরু হয়েছে । সেই আরতি এখন এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে দর্শকদের জায়গা দেওয়া যাচ্ছে না । সব ঠিকভাবে হলে এবার এক অন্য আলোকময় ছবি ফুটে উঠবে কলকাতায় ।" লোকসভা ভোটের আগে কলকাতায় এমন কর্মকাণ্ড নিঃসন্দেহে ভোট রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।

আরও পড়ুন : মাটি ছেড়ে হুগলিতে 'সুপারহিট' গোবরের প্রদীপ, তৈরি করছেন গ্রামের মহিলারা

Last Updated : Nov 3, 2023, 12:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.