কলকাতা, 15 জানুয়ারি : ত্রিকোণ প্রেমের জেরে গুলি করে খুন ৷ আড়াই বছর ধরে বিচার চলার পর দোষী সাব্যস্ত করা হল অভিজিৎ চক্রবর্তী নামের এক ব্যক্তিকে ৷ দেওয়া হল যাবজ্জীবন ৷
2017 সালে সুভাষ সরোবরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় পাগলাডাঙার বাসিন্দা আশিস সর্দারের দেহ ৷ ঘটনায় গ্রেপ্তার করা হয় অভিজিৎকে ৷ গতকাল তাকে শিয়ালদা আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হল ৷ সঙ্গে জরিমানা 50 হাজার টাকা ৷ অনাদায়ে আরও এক বছরের জন্য হাজতবাস করতে হবে অভিজিৎকে ৷
29 জুন 2017 ৷ দুপুর দু'টো নাগাদ সুভাষ সরোবরের এক নিরাপত্তারক্ষী ফোন করেন বেলেঘাটা থানায় ৷ জানান, অপরিচিত এক যুবক সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে সুভাষ সরোবরে ৷ দ্রুত তৎকালীন OC পীযূষ কুণ্ডুর নেতৃত্বে ঘটনাস্থানে যায় পুলিশের দল ৷ আশিসের গলায় গভীর ক্ষত চিহ্ন মেলে ৷ নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন আশিসকে ৷ ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, আশিসকে গুলি করে খুন করা হয়েছে ৷
ঘটনার তদন্তভার দেওয়া হয় সাব-ইনস্পেক্টর জি পি সিংহ রায়কে ৷ তদন্তে উঠে আসে, ত্রিকোণ প্রেমের জেরে খুন করা হয়েছে আশিসকে ৷ ফুটবল খেলার নামে আশিসকে ডেকে সুভাষ সরোবরে খুন করে অভিজিৎ ও মহম্মদ ওয়াসিম ৷ ওয়াসিমের কাছ থেকে উদ্ধার হয় খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ৷ তদন্তের কাজ শেষ করে 90 দিনের মধ্যেই পেশ করা হয় চার্জশিট ৷ তারপর শুরু হয় শুনানি ৷ তাতেই দোষী সাব্যস্ত হয় অভিজিৎ ৷ জানা যায়, ওয়াসিম খুন করেনি ৷ সে অস্ত্র সরবরাহ করেছিল ৷ অস্ত্র আইনে ওয়াসিমকে দোষী সাব্যস্ত করেছে আদালত ৷