ETV Bharat / state

ধর্মতলা মোড়ে ভেঙে পড়ল LIC বিল্ডিংয়ের একাংশ - case

ভেঙে পড়ল ধর্মতলা মোড়ের LIC বিল্ডিংয়ের একাংশ । ঘটনায় আহত এক ব্যক্তি । আজ দুপুর 1 টা নাগাদ ঘটনাটি ঘটে ।

kmc
author img

By

Published : Aug 19, 2019, 9:27 PM IST

কলকাতা, 19 অগাস্ট : ভেঙে পড়ল ধর্মতলা মোড়ের LIC বিল্ডিংয়ের একাংশ । ঘটনায় আহত এক ব্যক্তি । আজ দুপুর 1টা নাগাদ ঘটনাটি ঘটে । বহুতলটিকে কলকাতা পৌরনিগম আগেই বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করে । সেইমতো লাগানো হয় বোর্ডও । কিন্তু, আইনি কিছু জটিলতার জন্য বিপজ্জনক হওয়া সত্ত্বেও বাড়িটি ভাঙতে পারছে না কলকাতা পৌরনিগম ।

building
বিপজ্জনক বাড়ির একাংশ

1 এ এস এন ব্যানার্জি রোডের এই বাড়িটি LIC-র সম্পত্তি । বহুদিন ধরে বাড়িটির বাসিন্দা 62 বছরের সুজিত মুখার্জি । বাড়িটির হাল হকিকত পরীক্ষা করে বাড়িটিকে বিপজ্জনক বাড়ি তকমা দেওয়ার পর কলকাতা পৌরনিগম বাড়িটি খালি করার নির্দেশ দেয় । সেই সূত্রে বাসিন্দা সুজিত মুখার্জির সঙ্গে LIC-র একটি মামলাও চলছে । সেকারণেই দু'বার নোটিশ দেওয়া সত্ত্বেও বাড়িটি ভাঙতে পারেনি কলকাতা পৌরনিগম । আজ সেই বাড়ির বিপজ্জনক অংশটি ভেঙে পরে । পায়ে গুরুতর আঘাত পান সুজিতবাবু । তাকে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

building
বিপজ্জনক বাড়ির একাংশ

আজকের এই ঘটনার পর ওই ওয়ার্ডের কাউন্সিলর গোপালচন্দ্র সাহা বলেন, বাড়িটির বিপজ্জনক অংশটি শীঘ্রই ভেঙে দেওয়া হবে । পাশাপাশি বাড়িটিতে বসবাস আপাতত বন্ধ রাখা হবে ।

কলকাতা, 19 অগাস্ট : ভেঙে পড়ল ধর্মতলা মোড়ের LIC বিল্ডিংয়ের একাংশ । ঘটনায় আহত এক ব্যক্তি । আজ দুপুর 1টা নাগাদ ঘটনাটি ঘটে । বহুতলটিকে কলকাতা পৌরনিগম আগেই বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করে । সেইমতো লাগানো হয় বোর্ডও । কিন্তু, আইনি কিছু জটিলতার জন্য বিপজ্জনক হওয়া সত্ত্বেও বাড়িটি ভাঙতে পারছে না কলকাতা পৌরনিগম ।

building
বিপজ্জনক বাড়ির একাংশ

1 এ এস এন ব্যানার্জি রোডের এই বাড়িটি LIC-র সম্পত্তি । বহুদিন ধরে বাড়িটির বাসিন্দা 62 বছরের সুজিত মুখার্জি । বাড়িটির হাল হকিকত পরীক্ষা করে বাড়িটিকে বিপজ্জনক বাড়ি তকমা দেওয়ার পর কলকাতা পৌরনিগম বাড়িটি খালি করার নির্দেশ দেয় । সেই সূত্রে বাসিন্দা সুজিত মুখার্জির সঙ্গে LIC-র একটি মামলাও চলছে । সেকারণেই দু'বার নোটিশ দেওয়া সত্ত্বেও বাড়িটি ভাঙতে পারেনি কলকাতা পৌরনিগম । আজ সেই বাড়ির বিপজ্জনক অংশটি ভেঙে পরে । পায়ে গুরুতর আঘাত পান সুজিতবাবু । তাকে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

building
বিপজ্জনক বাড়ির একাংশ

আজকের এই ঘটনার পর ওই ওয়ার্ডের কাউন্সিলর গোপালচন্দ্র সাহা বলেন, বাড়িটির বিপজ্জনক অংশটি শীঘ্রই ভেঙে দেওয়া হবে । পাশাপাশি বাড়িটিতে বসবাস আপাতত বন্ধ রাখা হবে ।

Intro:ধর্মতলার মোড়ে এলআইসি বিল্ডিং এর এক অংশ ভেঙে পড়ে। ঘটনায় আহত হয় এক ব্যক্তি। আজ দুপুর একটা নাগাদ এই বিপজ্জনক বাড়ির একটি অংশ ভেঙে পড়ে। 1 এ,এস এন ব্যানার্জি রোড কলকাতা -13 এই বাড়িটিকে কলকাতা পৌরনিগম আগেই বিপদজনক বাড়ি হিসেবে চিহ্নিত করে। বাড়িতে বিপদজনক বাড়ির তকমাও লাগিয়ে দিয়ে ছিল পুর নিগম। আইনি জটিলতার জন্য কলকাতা পুরনিগম এই বিপদজনক বাড়িটি ভাঙতে পারছে না। পুর নিগমের পক্ষ থেকে দুবার বিপদজনক বাড়িতে নোটিশ করা হয়েছিল ।


Body:1 এ, এস এন ব্যানার্জি রোডের এই বাড়িটি এল আই সির সম্পত্তি। এই বাড়িতে 62 বছরের বৃদ্ধ সুজিত মুখার্জি থাকতেন। কলকাতা পুরনিগাম বাড়ি খালি করতে নির্দেশ দেয়। কিন্তু ভাড়াটে সুদীপ মুখার্জীর সঙ্গে এলআইসির মামলা চলছিল।তাই দুবার নোটিশ করার পর ও বাড়িটি ভাঙতে পারি কলকাতা পুর নিগম।আজ সেই।বাড়ির।বিপদজনক অংশ টি ভেঙে পরে। পায়ে আঘাত পান সুজিত মুখার্জি। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া।


Conclusion:এই ওয়ার্ডের কাউন্সিলর গোপাল চন্দ্র সাহা জানিয়েছেন বাড়ি বিপদজনক অংশটি ভেঙে দেওয়া হবে।এই বিপদজনক বাড়িতে বসবাসের অনুমতি দেওয়া হবে না। আপাতত বন্ধ রাখা হবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.