ETV Bharat / state

কর-বিমাতে ছাড়ের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বাস সংগঠনের

গণপরিবহনের সঙ্গে যুক্ত থাকা কর্মীদের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিল বাস সংগঠন ৷ আগামী ছয় মাসের জন্য বিমা ও করের উপর ছাড় দেওয়ার আর্জি জানিয়ে এই চিঠি দেবেন তাঁরা ৷ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী উভয়কেই দ্রুত চিঠি দেওয়া হবে বলে জানান জয়েন্ট কাউন্সিল অফ বাস সিনডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় ৷

প্রধানমন্ত্রীকে চিঠি বাস সংগঠনের
প্রধানমন্ত্রীকে চিঠি বাস সংগঠনের
author img

By

Published : Mar 27, 2020, 7:02 PM IST

কলকাতা, 27 মার্চ : লকডাউনের ফলে কমবেশি সকলকেই পড়তে হয়েছে ক্ষতির মুখে ৷ সব থেকে বেশি অসুবিধায় পড়ছেন দিন আনা দিন খাওয়া মানুষকে ৷ তাই এবার গণপরিবহনের সঙ্গে যুক্ত থাকা কর্মীদের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিল বাস সংগঠন ৷ আগামী ছয় মাসের জন্য বিমা ও করের উপর ছাড় দেওয়ার আর্জি জানিয়ে এই চিঠি দেবেন তাঁরা ৷

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিনডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "ভারতে কৃষির পরই গণপরিবহনে কর্মীর সংখ্যা অনেক বেশি ৷ কেন্দ্র বিভিন্ন স্তরে আর্থিক সাহায্য বা রিলিফের ঘোষণা করলেও গণপরিবহনের ক্ষেত্রে এখনও কোনও প্যাকেজের ঘোষণা করেনি ৷ তাই এটা আমাদের কেন্দ্রের কাছে আর্জি ৷ গণপরিবহনের কর্মীদের কথা চিন্তা করে দ্রুত এমন কোনও আর্থিক সাহায্য করলে আমাদের উপকার হবে ৷"

তিনি আরও বলেন, "প্রতি মাসে বাস চলুক বা না চলুক, বিভিন্ন খাতে মালিকদের 40-50 হাজার টাকা দিতে হয় ৷ তাই দুই মাস বা তার বেশি যদি বাসগুলি না চলে তাহলে অনেক বড় আর্থিক অনটনের মধ্যে পড়তে হবে বাস মালিকদের ৷ তাই কর্মীদের কথা মাথায় রেখেই কেন্দ্রের কাছে আগামী ছয় মাস EMI, বিমা ও কর মুকুব করার জন্য আর্জি জানাচ্ছি ৷" বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী উভয়কেই দ্রুত চিঠি দেওয়া হবে বলে জানান ৷

কলকাতা, 27 মার্চ : লকডাউনের ফলে কমবেশি সকলকেই পড়তে হয়েছে ক্ষতির মুখে ৷ সব থেকে বেশি অসুবিধায় পড়ছেন দিন আনা দিন খাওয়া মানুষকে ৷ তাই এবার গণপরিবহনের সঙ্গে যুক্ত থাকা কর্মীদের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিল বাস সংগঠন ৷ আগামী ছয় মাসের জন্য বিমা ও করের উপর ছাড় দেওয়ার আর্জি জানিয়ে এই চিঠি দেবেন তাঁরা ৷

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিনডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "ভারতে কৃষির পরই গণপরিবহনে কর্মীর সংখ্যা অনেক বেশি ৷ কেন্দ্র বিভিন্ন স্তরে আর্থিক সাহায্য বা রিলিফের ঘোষণা করলেও গণপরিবহনের ক্ষেত্রে এখনও কোনও প্যাকেজের ঘোষণা করেনি ৷ তাই এটা আমাদের কেন্দ্রের কাছে আর্জি ৷ গণপরিবহনের কর্মীদের কথা চিন্তা করে দ্রুত এমন কোনও আর্থিক সাহায্য করলে আমাদের উপকার হবে ৷"

তিনি আরও বলেন, "প্রতি মাসে বাস চলুক বা না চলুক, বিভিন্ন খাতে মালিকদের 40-50 হাজার টাকা দিতে হয় ৷ তাই দুই মাস বা তার বেশি যদি বাসগুলি না চলে তাহলে অনেক বড় আর্থিক অনটনের মধ্যে পড়তে হবে বাস মালিকদের ৷ তাই কর্মীদের কথা মাথায় রেখেই কেন্দ্রের কাছে আগামী ছয় মাস EMI, বিমা ও কর মুকুব করার জন্য আর্জি জানাচ্ছি ৷" বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী উভয়কেই দ্রুত চিঠি দেওয়া হবে বলে জানান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.