কলকাতা, 21 জুলাই: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায় বিভিন্ন নথি বা চিঠি গুছিয়ে রাখার ব্যাপারে যথেষ্ট যত্নশীল ছিলেন । তিনি রোজ রাতে নিয়ম মেনে ডায়েরিও লিখতেন । যাঁরা তাঁকে খুব কাছ থেকে দেখেছেন বা জানতেন তাঁরা এই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল । কিন্তু, শুক্রবার অর্থাৎ 21 জুলাই এর সন্ধ্যায় প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় যে নথি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, সেটির বিষয় সম্পর্কে অনেকেই জানেন না ।
আজ থেকে প্রায় 38 বছর আগে তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি নথি প্রণব মুখোপাধ্যায়ের ফাইল থেকে বের করেছেন শর্মিষ্ঠা । এদিন তা সামাজিক মাধ্যমে শেয়ার করে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লেখেন, "বাবার কাগজপত্রে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত 14-8-85 তারিখের একটি আকর্ষণীয় পুরানো নথি পাওয়া গিয়েছে । যাতে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রদেশ কংগ্রেস কমিটির তরফে উত্তর কলকাতা জেলা কমিটির পুনর্গঠনের জন্য পরিদর্শক হিসেবে নিযুক্ত করা হয়েছে ৷" চিঠির বয়ানে স্পষ্ট, তাঁর দায়িত্ব পালনে সকলের সাহায্য ও পরামর্শ চেয়েছিলেনন মমতা ৷
-
In Baba’s papers,found an interesting old document dated 14-8-85 signed by @MamataOfficial stating she’s been appointed observer 4 reconstituting North Kolkata dist com by @INCWestBengal & requesting workers 2 meet her.
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) July 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Not making a pol comment, just sharing it 4 history buffs😊 pic.twitter.com/1haPdj61vj
">In Baba’s papers,found an interesting old document dated 14-8-85 signed by @MamataOfficial stating she’s been appointed observer 4 reconstituting North Kolkata dist com by @INCWestBengal & requesting workers 2 meet her.
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) July 21, 2023
Not making a pol comment, just sharing it 4 history buffs😊 pic.twitter.com/1haPdj61vjIn Baba’s papers,found an interesting old document dated 14-8-85 signed by @MamataOfficial stating she’s been appointed observer 4 reconstituting North Kolkata dist com by @INCWestBengal & requesting workers 2 meet her.
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) July 21, 2023
Not making a pol comment, just sharing it 4 history buffs😊 pic.twitter.com/1haPdj61vj
আরও পড়ুন: চেয়ার নয় বিজেপিকে হারানোই মূল লক্ষ্য, একুশের মঞ্চ থেকে বার্তা মমতার
1985 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে লোকসভায় সাংসদ নির্বাচিত হন। তখন প্রদেশ কংগ্রেস কমিটি তাঁকে উত্তর কলকাতা জেলা কমিটির পরিদর্শক পদে নিয়োগ করে । ওই জেলা কমিটি পুনর্গঠনের ব্যাপারে সবার মতামত জানতে দলের নেতাদের ওই চিঠি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিই প্রণব মুখোপাধ্যায়ের ফাইলে ছিল । এই ফাইলগুলি প্রাক্তন রাষ্ট্রপতি তাঁর মেয়েকে দিয়ে গিয়েছেন ৷ সেখান থেকেই এই চিঠি পান শর্মিষ্ঠা মুখোপাধ্যায় । ওই চিঠিতে দলীয় কর্মীদের তাঁর দেখা করার জন্য একটি ঠিকানাও দিয়েছিলেন মমতা । চিঠিতে সেই নির্দিষ্ট দিন ও তারিখের কথাও উল্লেখ করা আছে ৷
আরও পড়ুন: চেয়ার নয় বিজেপিকে হারানোই মূল লক্ষ্য, একুশের মঞ্চ থেকে বার্তা মমতার