কলকাতা, 16 জুন : আরও বিপাকে কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় । শোভনবাবুর বহু চর্চিত দক্ষিণ কলকাতার গোলপার্কের ফ্ল্যাট খালি করার নোটিশ পেলেন দুজনেই । নোটিস প্রেরক আর কেউ নন । তিনি শোভনবাবুর স্ত্রী তথা বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের ভাই শুভাশিস দাস ।
যদিও এই ব্যাপারে সম্পূর্ণ অধরা রয়ে গিয়েছেন শোভন এবং বৈশাখী দুজনেই । বেশ কিছু দিন ধরেই শোভনবাবুর পুরনো মোবাইল নম্বরে ফোন করেও তাঁকে পাওয়া যাচ্ছে না । এ বিষয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ফোন করেও পাওয়া যায়নি ৷
সূত্রের খবর, গোলপার্কের ফ্ল্যাট খালি করার নোটিসে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় দু'জনকেই গোলপার্কের ওই ফ্ল্যাট খালি করতে হবে ৷ না হলে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে ।
প্রসঙ্গত, রত্নাদেবীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা শুরু হবার পর থেকেই গোলপার্কের ওই ফ্ল্যাটটিতে শোভনবাবু তাঁর বান্ধবীর সঙ্গে থাকতে শুরু করেন ৷ এই নিয়ে আগে চর্চা হলেও, আজকের আইনি নোটিসে পুরো বিষয়টা আরও পরিষ্কার হয়ে গেল ৷
আরও পড়ুন : Sovan-Baishakhi : সোশ্যাল মিডিয়াতেও তাঁরা আর একা নন, বৈশাখীর সঙ্গে জুড়ল শোভনের নাম