ETV Bharat / state

48 Hour Bharat Bandh : বনধের সমর্থনে দিনভর পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি বামেদের, চলবে আগামিকালও - Impact of nationwide strike in Kolkata

দু'দিনব্যাপী ভারত বনধের সমর্থনে আজ দফায় দফায় উত্তপ্ত হয়ে কলেজ স্ট্রিট মোড় (Impact of nationwide strike in Kolkata) ৷ সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দফায় দফায় চলে বিক্ষোভ ৷ কাল বনধের দ্বিতীয় দিন ৷

college street
college street
author img

By

Published : Mar 28, 2022, 9:46 PM IST

কলকাতা, 28 মার্চ : শ্রমিক সংগঠনের ডাকা দু'দিনের ধর্মঘট (48 Hours Bharat Bandh) সফল করতে বাম নেতা-কর্মীরা এদিন সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ দেখান ৷ বাদ যায়নি শহরের শিক্ষা হাব কলেজ স্ট্রিটও ৷ শ্রমিক ও কৃষি সংগঠনগুলির ডাকা বন্ধে সকাল থেকে বারে বারে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট মোড় (Impact of strike called by Left workers in Kolkata) । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এদিন সকাল থেকেই চলে দফায় দফায় বিক্ষোভ ও রাস্তা অবরোধ । বামেদের যুব ও ছাত্র সংগঠন এসএফআই-র তরফে সাফ জানানো হয় যে আগামিকালও এভাবেই চলবে তাঁদের বিক্ষোভ কর্মসূচি ।

আরও পড়ুন : Bank Employees Demonstration: বনধে সামিল ব্য়াঙ্ককর্মীরা

বাম ছাত্র সংগঠনকে এসএফআইয়ের (SFI) তরফে কলেজ স্ট্রিট মোড়ে রাস্তার উপর বসে পড়ে রাস্তা অবরোধ করতে দেখা যায় । এর ফলে চূড়ান্ত নাকাল হতে হয় পথচারীদের ৷ টায়ার পুড়িয়ে, স্লোগান দিয়ে, ব্যানার উড়িয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন । বেসরকারিকরণ, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, ঠিকাকর্মীদের দুরবস্থা, সামাজিক সুরক্ষার অভাব, পর্যাপ্ত পেনশনের অভাবের বিরুদ্ধে বাম প্রতিবাদে সরব হয়েছে । কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রীয় বাজেট বৃদ্ধির দাবিতে ছাত্র ও যুবরা পথ অবরোধ করেন এদিন ।

এসএফআই ছাত্র সংগঠনের নেতা দেবনীল পাল বলেন, "কলেজ ও বিশ্ববিদ্যালয় গ্যাস গুলির সামনে পিকেটিং চলছে । শ্রমকোড এবং জাতীয় পেনশন প্রকল্পের মতো জনবিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠে বনধ সফল করার আর্জি আমাদের ।"

কলকাতা, 28 মার্চ : শ্রমিক সংগঠনের ডাকা দু'দিনের ধর্মঘট (48 Hours Bharat Bandh) সফল করতে বাম নেতা-কর্মীরা এদিন সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ দেখান ৷ বাদ যায়নি শহরের শিক্ষা হাব কলেজ স্ট্রিটও ৷ শ্রমিক ও কৃষি সংগঠনগুলির ডাকা বন্ধে সকাল থেকে বারে বারে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট মোড় (Impact of strike called by Left workers in Kolkata) । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এদিন সকাল থেকেই চলে দফায় দফায় বিক্ষোভ ও রাস্তা অবরোধ । বামেদের যুব ও ছাত্র সংগঠন এসএফআই-র তরফে সাফ জানানো হয় যে আগামিকালও এভাবেই চলবে তাঁদের বিক্ষোভ কর্মসূচি ।

আরও পড়ুন : Bank Employees Demonstration: বনধে সামিল ব্য়াঙ্ককর্মীরা

বাম ছাত্র সংগঠনকে এসএফআইয়ের (SFI) তরফে কলেজ স্ট্রিট মোড়ে রাস্তার উপর বসে পড়ে রাস্তা অবরোধ করতে দেখা যায় । এর ফলে চূড়ান্ত নাকাল হতে হয় পথচারীদের ৷ টায়ার পুড়িয়ে, স্লোগান দিয়ে, ব্যানার উড়িয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন । বেসরকারিকরণ, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, ঠিকাকর্মীদের দুরবস্থা, সামাজিক সুরক্ষার অভাব, পর্যাপ্ত পেনশনের অভাবের বিরুদ্ধে বাম প্রতিবাদে সরব হয়েছে । কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রীয় বাজেট বৃদ্ধির দাবিতে ছাত্র ও যুবরা পথ অবরোধ করেন এদিন ।

এসএফআই ছাত্র সংগঠনের নেতা দেবনীল পাল বলেন, "কলেজ ও বিশ্ববিদ্যালয় গ্যাস গুলির সামনে পিকেটিং চলছে । শ্রমকোড এবং জাতীয় পেনশন প্রকল্পের মতো জনবিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠে বনধ সফল করার আর্জি আমাদের ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.