ETV Bharat / state

Basudeb Achariya Demise: বাসুদেব আচারিয়াকে শেষ শ্রদ্ধা বিমান-সেলিমদের - বাসুদেব আচারিয়াকে শেষশ্রদ্ধা

সিপিএম নেতা ও প্রাক্তন সাংসদ প্রয়াত বাসুদেব আচারিয়াকে শ্রদ্ধা জানালেন বাম নেতৃত্ব ৷ বুধবার পুরুলিয়ায় তাঁর শেষকৃত্য হবে ৷

ETV Bharat
বাসুদেব আচারিয়াকে শেষশ্রদ্ধা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 10:58 PM IST

কলকাতা, 14 নভেম্বর: সিপিএম নেতা ও প্রাক্তন সাংসদ প্রয়াত বাসুদেব আচারিয়াকে মঙ্গলবার শেষ শ্রদ্ধা জানালেন সিপিএম তথা বাম নেতৃবৃন্দ। রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র, রাজ্য সিপিএম সম্পাদক মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম প্রমুখ বাম নেতৃত্ব এদিন তাঁকে এদিন শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন ৷ মঙ্গলবার সন্ধ্যায় মুজফফর আহমেদ ভবনে নিয়ে যাওয়া হয় তাঁর মরদেহ, সেখানে দলীয় লাল পতাকায় মুড়ে দেওয়া হয় তাঁর দেহ ৷

তার আগে এদিন বিমানে করে বাসুদেব আচারিয়ার দেহ হায়দরাবাদ থেকে কলকাতায় আনা হয়। সিপিএম রাজ্য দফতরের পর শ্রমিক ভবনে নিয়ে যাওয়া হয় তাঁর দেহ। পিস ওয়ার্ল্ডেই মঙ্গলবার রাতে তাঁর দেহ থাকবে। বুধবার সকালে বাঁকুড়ায়, সিপিএম জেলা দফতরে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ । তারপর দুপুর দেড়টা নাগাদ সিপিএমের পুরুলিয়া জেলা দফতরে তাঁকে শ্রদ্ধা জানানো হবে। সেখানেই তাঁর শেষকৃত্য হবে। প্রবীণ কমিউনিস্ট এবং সিপিএম কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য বাসুদেব আচারিয়া সোমবার হায়দরাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তিনি বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন। গত 15 দিন ধরে হাসপাতালেই ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 বছর।

বাসুদেব আচারিয়া পুরুলিয়া জেলার বেরোতে জন্মগ্রহণ করেন । তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন । দীর্ঘদিন যাবত অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন । পরে, তিনি সিপিএমের হোল টাইমার হওয়ার জন্য চাকরি ছেড়ে দেন । তিনি 1981 সালে সিপিএম পুরুলিয়া জেলা কমিটির সদস্য হন । 1985 সালে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন । এছাড়াও তিনি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন । তিনি 2005 সালে সিপিএম কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন । 2018 সালে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান হন । 2022 সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন তিনি । বাসুদেব আচারিয়া দীর্ঘদিন ট্রেড ইউনিয়ন আন্দোলনে সক্রিয় ছিলেন । তিনি ছিলেন রেল শ্রমিক, কয়লা শ্রমিক, ডিভিসি শ্রমিকদের নেতা ।

1974 সালে ঐতিহাসিক রেল ধর্মঘটের সময় তিনি গ্রেফতার হন । পরবর্তীতে তিনি বিভিন্ন সেক্টরে অনেক ট্রেড ইউনিয়নের নেতৃত্ব দেন । তিনি সিটুর সহ-সভাপতিও ছিলেন। আচারিয়া বাঁকুড়া কেন্দ্র থেকে 1980 সালে লোকসভায় প্রথম নির্বাচিত হন । তিনি একই নির্বাচনী এলাকা থেকে লোকসভায় আটবার নির্বাচিত হয়েছিলেন । 2014 সাল পর্যন্ত সংসদের সদস্য ছিলেন । লোকসভায় থাকাকালীন তিনি রেলওয়ে কমিটি, বিধি কমিটি, সাধারণ উদ্দেশ্য কমিটি, সংসদ কমপ্লেক্সে নিরাপত্তা সংক্রান্ত কমিটির সঙ্গে যুক্ত ছিলেন । তিনি রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন । 2004 থেকে 2014 সাল পর্যন্ত সিপিএম সংসদীয় নেতা ছিলেন। বিশেষ করে বাঁকুড়া এবং পুরুলিয়ার উন্নয়ন প্রকল্পে তিনি প্রচুর অবদান রেখেছিলেন । জনপ্রিয় নেতা বাসুদেব আচারিয়াকে শ্রমজীবী ​​মানুষ তাদের সমস্যার জন্য সর্বদা পাশে পেয়েছেন বলেই দাবি আলিমুদ্দিন স্ট্রিটের নেতাদের।

আরও পড়ুন :

  1. প্রাক্তন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া প্রয়াত

কলকাতা, 14 নভেম্বর: সিপিএম নেতা ও প্রাক্তন সাংসদ প্রয়াত বাসুদেব আচারিয়াকে মঙ্গলবার শেষ শ্রদ্ধা জানালেন সিপিএম তথা বাম নেতৃবৃন্দ। রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র, রাজ্য সিপিএম সম্পাদক মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম প্রমুখ বাম নেতৃত্ব এদিন তাঁকে এদিন শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন ৷ মঙ্গলবার সন্ধ্যায় মুজফফর আহমেদ ভবনে নিয়ে যাওয়া হয় তাঁর মরদেহ, সেখানে দলীয় লাল পতাকায় মুড়ে দেওয়া হয় তাঁর দেহ ৷

তার আগে এদিন বিমানে করে বাসুদেব আচারিয়ার দেহ হায়দরাবাদ থেকে কলকাতায় আনা হয়। সিপিএম রাজ্য দফতরের পর শ্রমিক ভবনে নিয়ে যাওয়া হয় তাঁর দেহ। পিস ওয়ার্ল্ডেই মঙ্গলবার রাতে তাঁর দেহ থাকবে। বুধবার সকালে বাঁকুড়ায়, সিপিএম জেলা দফতরে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ । তারপর দুপুর দেড়টা নাগাদ সিপিএমের পুরুলিয়া জেলা দফতরে তাঁকে শ্রদ্ধা জানানো হবে। সেখানেই তাঁর শেষকৃত্য হবে। প্রবীণ কমিউনিস্ট এবং সিপিএম কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য বাসুদেব আচারিয়া সোমবার হায়দরাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তিনি বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন। গত 15 দিন ধরে হাসপাতালেই ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 বছর।

বাসুদেব আচারিয়া পুরুলিয়া জেলার বেরোতে জন্মগ্রহণ করেন । তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন । দীর্ঘদিন যাবত অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন । পরে, তিনি সিপিএমের হোল টাইমার হওয়ার জন্য চাকরি ছেড়ে দেন । তিনি 1981 সালে সিপিএম পুরুলিয়া জেলা কমিটির সদস্য হন । 1985 সালে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন । এছাড়াও তিনি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন । তিনি 2005 সালে সিপিএম কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন । 2018 সালে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান হন । 2022 সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন তিনি । বাসুদেব আচারিয়া দীর্ঘদিন ট্রেড ইউনিয়ন আন্দোলনে সক্রিয় ছিলেন । তিনি ছিলেন রেল শ্রমিক, কয়লা শ্রমিক, ডিভিসি শ্রমিকদের নেতা ।

1974 সালে ঐতিহাসিক রেল ধর্মঘটের সময় তিনি গ্রেফতার হন । পরবর্তীতে তিনি বিভিন্ন সেক্টরে অনেক ট্রেড ইউনিয়নের নেতৃত্ব দেন । তিনি সিটুর সহ-সভাপতিও ছিলেন। আচারিয়া বাঁকুড়া কেন্দ্র থেকে 1980 সালে লোকসভায় প্রথম নির্বাচিত হন । তিনি একই নির্বাচনী এলাকা থেকে লোকসভায় আটবার নির্বাচিত হয়েছিলেন । 2014 সাল পর্যন্ত সংসদের সদস্য ছিলেন । লোকসভায় থাকাকালীন তিনি রেলওয়ে কমিটি, বিধি কমিটি, সাধারণ উদ্দেশ্য কমিটি, সংসদ কমপ্লেক্সে নিরাপত্তা সংক্রান্ত কমিটির সঙ্গে যুক্ত ছিলেন । তিনি রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন । 2004 থেকে 2014 সাল পর্যন্ত সিপিএম সংসদীয় নেতা ছিলেন। বিশেষ করে বাঁকুড়া এবং পুরুলিয়ার উন্নয়ন প্রকল্পে তিনি প্রচুর অবদান রেখেছিলেন । জনপ্রিয় নেতা বাসুদেব আচারিয়াকে শ্রমজীবী ​​মানুষ তাদের সমস্যার জন্য সর্বদা পাশে পেয়েছেন বলেই দাবি আলিমুদ্দিন স্ট্রিটের নেতাদের।

আরও পড়ুন :

  1. প্রাক্তন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া প্রয়াত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.