ETV Bharat / state

Md Salim on Alternate Panchayat: 'যাঁরা ঘুম কেড়েছে তাঁদের ঘুমোতে দেব না', বিকল্প পঞ্চায়েতের পথে বাম - Left front planning

2024 সালের লোকসভা ভোটকে পাখির চোখ করেছে সিপিএম ৷ রাজ্যে বিকল্প পঞ্চায়েত গড়ে তুলতে উদ্যোগী হয়েছে শীর্ষ নেতারা ৷ প্রবীণ বাম নেতা মহম্মদ সেলিম বলেন, " রাতের ঘুম আগেই কেড়ে নিয়েছি ৷ এবার দিনের ঘুম কেড়ে নেওয়ার সময় ৷"

Md Salim on Alternate Panchayat
মহম্মদ সেলিম
author img

By

Published : Jul 27, 2023, 12:20 PM IST

কলকাতা, 27 জুলাই: আসছে লোকসভা নির্বাচন ৷ তার আগে বিকল্প পঞ্চায়েত গড়ে তুলতে চায় বামেরা ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এমনটাই জানিয়েছেন ৷ তাঁর অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পঞ্চায়েত নির্বাচন সম্পর্কিত কোনও তথ্যই পাওয়া যাচ্ছে না ৷ তাই গ্রামবাসীকে সঙ্গে নিয়ে গ্রামের রসদকে কাজে লাগিয়ে প্রাকৃতিক সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো বাঁচানোর লড়াইয়ে সামিল হচ্ছে সিপিএম ৷ বিকল্প পঞ্চায়েত গড়ে তোলার পরিকল্পনা করছে বামেরা ৷ সেলিম সাফ বলেন, "আগেই বলেছিলাম, যাঁরা ঘুম কেড়েছে তাঁদের ঘুমোতে দেব না ৷ রাতের ঘুম আগেই কেড়ে নিয়েছি ৷ এবার দিনের ঘুম কেড়ে নেওয়ার সময় ৷"

এই কর্মসূচির জন্য বিডিওর দেওয়া সংশাপত্রের দরকার নেই ৷ সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে এমন তথ্য উঠে এসেছে ৷ প্রবীণ বামনেতা মহম্মদ সেলিম জেলা নেতাদের স্পষ্ট জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে প্রাণের ঝুঁকি নিয়ে প্রার্থী হয়েছিলেন অনেকে ৷ ভোট লুঠ, সন্ত্রাস রুখতে গিয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ ৷ এখনও অনেকে নিয়মিত নির্যাতনের শিকার হচ্ছেন ৷ প্রতিটি মানুষের কাছে পৌঁছতে এই উদ্যোগ ৷

আরও পড়ুন: বিজেপির সঙ্গে তৃণমূলের 'প্রেমে'র সম্পর্ক আজও ভাঙেনি, কটাক্ষ সেলিমের

মহম্মদ সেলিমের দাবি, রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পেজ, জেলার পেজে পঞ্চায়েত ভোটের ফলাফল মিলছে না ৷ ভোট পড়া এবং গণনার সময় ব্যালটের সংখ্যার মধ্যে বিশাল ফারাক সামনে এসেছে ৷ এই পরিস্থিতিতে গ্রাম পুনর্গঠন এবং জনতার পঞ্চায়েত গড়ার ডাক দিয়েছে সিপিএম ৷ তৃণমূল-বিজেপি বিরোধী সংগ্রাম করার বার্তা দিয়েছে কর্মী-সমর্থকদের ৷ সেই কাজে তৃণমূল-বিজেপি বিরোধী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলকে সঙ্গে নেওয়া যায় ৷

এ বিষয়ে ইটিভি ভারতের প্রতিনিধিকে মহম্মদ সেলিম বলেন, "সামনের লোকসভা নির্বাচন ৷ সেটা সামনে রেখে সব রকম প্রস্তুতি চলছে ৷ ভোটার তালিকা দেখা হবে ৷ ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে নির্বাচন কমিশনের কাছে যাব আমরা ৷"

আরও পড়ুন: বিজেপির পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে যোগ, ম্যাজিক ফিগারে শাসকদল

শাসকদল তৃণমূল এবং অন্যতম প্রধান বিরোধী বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে সেলিম বলেন, " তৃণমূল-বিজেপি পরস্পর বিরোধী সেজেছে ৷ ফের সাচ্চা বিরোধী শিবির ফিরে এসেছে ৷ যাঁরা বিজেপি ও তৃণমূল বিরোধী , তাঁরা এবার ফিরে আসতে শুরু করেছেন ৷"

কলকাতা, 27 জুলাই: আসছে লোকসভা নির্বাচন ৷ তার আগে বিকল্প পঞ্চায়েত গড়ে তুলতে চায় বামেরা ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এমনটাই জানিয়েছেন ৷ তাঁর অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পঞ্চায়েত নির্বাচন সম্পর্কিত কোনও তথ্যই পাওয়া যাচ্ছে না ৷ তাই গ্রামবাসীকে সঙ্গে নিয়ে গ্রামের রসদকে কাজে লাগিয়ে প্রাকৃতিক সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো বাঁচানোর লড়াইয়ে সামিল হচ্ছে সিপিএম ৷ বিকল্প পঞ্চায়েত গড়ে তোলার পরিকল্পনা করছে বামেরা ৷ সেলিম সাফ বলেন, "আগেই বলেছিলাম, যাঁরা ঘুম কেড়েছে তাঁদের ঘুমোতে দেব না ৷ রাতের ঘুম আগেই কেড়ে নিয়েছি ৷ এবার দিনের ঘুম কেড়ে নেওয়ার সময় ৷"

এই কর্মসূচির জন্য বিডিওর দেওয়া সংশাপত্রের দরকার নেই ৷ সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে এমন তথ্য উঠে এসেছে ৷ প্রবীণ বামনেতা মহম্মদ সেলিম জেলা নেতাদের স্পষ্ট জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে প্রাণের ঝুঁকি নিয়ে প্রার্থী হয়েছিলেন অনেকে ৷ ভোট লুঠ, সন্ত্রাস রুখতে গিয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ ৷ এখনও অনেকে নিয়মিত নির্যাতনের শিকার হচ্ছেন ৷ প্রতিটি মানুষের কাছে পৌঁছতে এই উদ্যোগ ৷

আরও পড়ুন: বিজেপির সঙ্গে তৃণমূলের 'প্রেমে'র সম্পর্ক আজও ভাঙেনি, কটাক্ষ সেলিমের

মহম্মদ সেলিমের দাবি, রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পেজ, জেলার পেজে পঞ্চায়েত ভোটের ফলাফল মিলছে না ৷ ভোট পড়া এবং গণনার সময় ব্যালটের সংখ্যার মধ্যে বিশাল ফারাক সামনে এসেছে ৷ এই পরিস্থিতিতে গ্রাম পুনর্গঠন এবং জনতার পঞ্চায়েত গড়ার ডাক দিয়েছে সিপিএম ৷ তৃণমূল-বিজেপি বিরোধী সংগ্রাম করার বার্তা দিয়েছে কর্মী-সমর্থকদের ৷ সেই কাজে তৃণমূল-বিজেপি বিরোধী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলকে সঙ্গে নেওয়া যায় ৷

এ বিষয়ে ইটিভি ভারতের প্রতিনিধিকে মহম্মদ সেলিম বলেন, "সামনের লোকসভা নির্বাচন ৷ সেটা সামনে রেখে সব রকম প্রস্তুতি চলছে ৷ ভোটার তালিকা দেখা হবে ৷ ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে নির্বাচন কমিশনের কাছে যাব আমরা ৷"

আরও পড়ুন: বিজেপির পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে যোগ, ম্যাজিক ফিগারে শাসকদল

শাসকদল তৃণমূল এবং অন্যতম প্রধান বিরোধী বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে সেলিম বলেন, " তৃণমূল-বিজেপি পরস্পর বিরোধী সেজেছে ৷ ফের সাচ্চা বিরোধী শিবির ফিরে এসেছে ৷ যাঁরা বিজেপি ও তৃণমূল বিরোধী , তাঁরা এবার ফিরে আসতে শুরু করেছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.