কলকাতা, 29 নভেম্বর: প্রয়াত প্রবীণ বামনেতা তথা প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায় ৷ মঙ্গলবার সকালে তাঁর মেয়ে হিয়া মুখোপাধ্যায় সোশাল মিডিয়ায় এই দুঃসংবাদ জানান ৷ তিনি লেখেন, "আমার বাবাকে হারালাম" ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 64 বছর ৷ আজ, 29 নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাম জমানার মন্ত্রী ৷
এর আগে 9 অগস্ট তিনি গুরুতর অসুস্থ হয়ে বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, তাঁর অবস্থা সংকটজনক ৷ তাঁর মাথায় রক্ত রক্ষণ হয়ে জমাট বেঁধেছে ৷ মাঝে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ৷
রাজ্য সিপিআইএম-এর পক্ষ থেকেও টুইট করে জানানো হয়, "সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমন্ডলীর প্রাক্তন সদস্য, বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী, কমরেড মানব মুখার্জী লাল সেলাম কমরেড মানব মুখার্জী অমর রহে সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি" ৷
-
সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমন্ডলীর প্রাক্তন সদস্য,
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) November 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী,
কমরেড মানব মুখার্জী লাল সেলাম
কমরেড মানব মুখার্জী অমর রহে
সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি pic.twitter.com/f3pk3MSMnL
">সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমন্ডলীর প্রাক্তন সদস্য,
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) November 29, 2022
বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী,
কমরেড মানব মুখার্জী লাল সেলাম
কমরেড মানব মুখার্জী অমর রহে
সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি pic.twitter.com/f3pk3MSMnLসিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমন্ডলীর প্রাক্তন সদস্য,
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) November 29, 2022
বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী,
কমরেড মানব মুখার্জী লাল সেলাম
কমরেড মানব মুখার্জী অমর রহে
সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি pic.twitter.com/f3pk3MSMnL
আরও পড়ুন: সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মানব মুখোপাধ্যায়
সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, কমরেড মানব মুখার্জী আজ সকাল 11-10 মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হন মানব মুখোপাধ্যায় । 11-45 মিনিট নাগাদ হাসপাতালে আনার পথেই প্রয়াত হয়েছেন তিনি ৷ আজ চক্ষুদানের পর মরদেহ পিস ওয়ার্ল্ডে রাখা হবে ৷ কাল 30 নভেম্বর সকাল 10 টায় বেরিয়ে বেলেঘাটা পূর্বতন জোন অফিস, 11 টায় পার্টি রাজ্য দফতর, 11-30 টায় জেলা দফতর হয়ে বেলা 2 টায় মিছিল করে কলকাতা মেডিকাল কলেজে গিয়ে দেহদান করা হবে ৷
মহম্মদ সেলিম বলেন, "জীবন যুদ্ধের দীর্ঘ লড়াই শেষে কমরেড মানব মুখার্জী আর আমাদের মাঝে রইলেন না ৷ কমরেড মানব মুখার্জী লাল সেলাম ।" বামফ্রন্ট সরকারের আমলে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, পরে পর্যটন মন্ত্রী ছিলেন ৷