ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েতের মনোনয়নের নিরিখে পশ্চিম বর্ধমানে তৃতীয় স্থানে বিজেপি, এগিয়ে বামেরা - TMC

আগামী 8 জুলাই পঞ্চায়েত নির্বাচন ৷ সেই ভোটের মনোনয়নের নিরিখে পশ্চিম বর্ধমানে তৃতীয় স্থানে রয়েছে বিজেপি ৷ এগিয়ে রয়েছে বামেরা ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jun 28, 2023, 5:28 PM IST

আসানসোল, 28 জুন: প্রার্থী তালিকা প্রকাশ থেকে শুরু করে মনোনয়ন ও প্রচার । বিজেপিকে পিছনে ফেলে পশ্চিম বর্ধমানে এগোচ্ছে বামেরাই । কিছু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয় পেলেও এবারের পঞ্চায়েত ভোটে বিরোধীরা যে মনোনয়ন করেছে, তা রাজ্যের পরিবর্তনের পর দেখা যায়নি । তাই এবার কাঁটায় কাঁটায় লড়াই হবে বহু আসনে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।

রাজ্যে মনোনয়নের দিক থেকে বামেদের থেকে বেশ খানিকটা এগিয়েই রয়েছে বিজেপি । পশ্চিম বর্ধমানে চিত্র খানিক উলটো । এখানে জেলা পরিষদের একটি আসনে মনোনয়নে বিজেপি এগিয়ে থাকলেও পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতের লড়াইয়ে সিপিএম বেশ খানিক এগিয়ে ।

পশ্চিম বর্ধমান জেলায় জেলা পরিষদে আসন 18টি । শাসক দল ও বিজেপি 18টি আসনেই প্রার্থী দিয়েছে । সিপিএম সেক্ষেত্রে 17টি আসনে প্রার্থী দিতে পেরেছে । যদিও পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতগুলির চিত্র একেবারেই আলাদা । জেলায় পঞ্চায়েত সমিতিগুলিতে মোট 172টি আসন রয়েছে । তৃণমূল মনোনয়ন জমা দিয়েছিল 201 জন প্রার্থীর । সিপিএম দিয়েছিল 153 জন প্রার্থীর এবং বিজেপি সেখানে 134 জন প্রার্থীর মনোনয়ন জমা করতে পেরেছিল । মনোনয়ন প্রত্যাহার ও স্ক্রুটিনিতে বাতিলের পর চূড়ান্ত চিত্র যদিও অনেক পরিবর্তন হয় । তৃণমূল 172টি আসনে প্রত্যেকটিতেই প্রার্থী দেয় । সিপিএমের প্রার্থী সংখ্যা নেমে আসে 143-এ তে । সেখানে বিজেপির মাত্র 114 জন প্রার্থী ।

আরও পড়ুন: সিপিআইএমের প্রার্থীকে মারধরের অভিযোগ বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে, আটক তিন

অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের 1020টি আসনের মধ্যে 1136টি আসনে প্রার্থী মনোনয়ন জমা করেছিল তৃণমূল । সিপিএম দিয়েছিল 751টি আসনে প্রার্থীর মনোনয়ন । বিজেপি মনোনয়ন জমা করার ক্ষেত্রেই পিছিয়ে ছিল । 535 জন প্রার্থী মনোনয়ন করে বিজেপির । মনোনয়ন প্রত্যাহার ও স্ক্রুটিনির পর চুড়ান্ত তালিকায় দেখা যায়, তৃণমূল 1020টি আসনেই প্রার্থী দিয়েছে । সিপিএমের চূড়ান্ত প্রার্থী 654 জন বিজেপির 472 জন ।

Panchayat Elections 2023
পশ্চিম বর্ধমানে মনোনয়নের চিত্র

অর্থাৎ সিপিএমের তুলনায় চূড়ান্ত প্রার্থী তালিকায় অনেক পিছিয়ে বিজেপি । ফলাফলের দিক দিয়েও বিজেপি তৃতীয় স্থানে চলে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল । বিজেপি নেতৃত্ব যদিও এই ঘটনায় সন্ত্রাসের অভিযোগ তুলেছে । আসানসোল জেলার বিজেপির সাংগঠনিক সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, "আমাদের প্রার্থীদের প্রথমে মনোনয়ন করতে বাধা দিয়েছে বিভিন্নভাবে । যারা মনোনয়ন করেছে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে । আমরা যাদের নিরাপদ আশ্রয়ে রাখতে পেরেছিলাম, তাদের প্রার্থী করা গিয়েছে । তবে লড়াইয়ের মাঠেই আমরা থাকব । অত্যাচার করতে এলে প্রতিরোধ হবে ।"

সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায় বলেন, "শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের প্রার্থীরা মনোনয়ন করেছে । লড়াইয়েও মাটি ছাড়বে না কেউ । যদি স্বচ্ছ ভোট হয়, মানুষ আমাদের ভোট দেবে ।" তৃণমূল যদিও বিরোধীদের ধর্তব্যে রাখছে না । জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "বিরোধীদের মনোনয়নে কোনও বাধা দেওয়া হয়নি বলেই এত মনোনয়ন করতে পেরেছে বিরোধীরা । তবুও রাজ্যের উন্নয়ন দেখে মানুষ আমাদের সঙ্গেই আছে । পঞ্চায়েতে সবুজ ঝড় উঠবে পশ্চিম বর্ধমানে ।"

আরও পড়ুন: শাসকের হুমকিতে একরত্তিকে নিয়ে লুকিয়ে বিজেপি প্রার্থী, ঘটনায় বিজেপিকেই দুষল তৃণমূল

আসানসোল, 28 জুন: প্রার্থী তালিকা প্রকাশ থেকে শুরু করে মনোনয়ন ও প্রচার । বিজেপিকে পিছনে ফেলে পশ্চিম বর্ধমানে এগোচ্ছে বামেরাই । কিছু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয় পেলেও এবারের পঞ্চায়েত ভোটে বিরোধীরা যে মনোনয়ন করেছে, তা রাজ্যের পরিবর্তনের পর দেখা যায়নি । তাই এবার কাঁটায় কাঁটায় লড়াই হবে বহু আসনে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।

রাজ্যে মনোনয়নের দিক থেকে বামেদের থেকে বেশ খানিকটা এগিয়েই রয়েছে বিজেপি । পশ্চিম বর্ধমানে চিত্র খানিক উলটো । এখানে জেলা পরিষদের একটি আসনে মনোনয়নে বিজেপি এগিয়ে থাকলেও পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতের লড়াইয়ে সিপিএম বেশ খানিক এগিয়ে ।

পশ্চিম বর্ধমান জেলায় জেলা পরিষদে আসন 18টি । শাসক দল ও বিজেপি 18টি আসনেই প্রার্থী দিয়েছে । সিপিএম সেক্ষেত্রে 17টি আসনে প্রার্থী দিতে পেরেছে । যদিও পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতগুলির চিত্র একেবারেই আলাদা । জেলায় পঞ্চায়েত সমিতিগুলিতে মোট 172টি আসন রয়েছে । তৃণমূল মনোনয়ন জমা দিয়েছিল 201 জন প্রার্থীর । সিপিএম দিয়েছিল 153 জন প্রার্থীর এবং বিজেপি সেখানে 134 জন প্রার্থীর মনোনয়ন জমা করতে পেরেছিল । মনোনয়ন প্রত্যাহার ও স্ক্রুটিনিতে বাতিলের পর চূড়ান্ত চিত্র যদিও অনেক পরিবর্তন হয় । তৃণমূল 172টি আসনে প্রত্যেকটিতেই প্রার্থী দেয় । সিপিএমের প্রার্থী সংখ্যা নেমে আসে 143-এ তে । সেখানে বিজেপির মাত্র 114 জন প্রার্থী ।

আরও পড়ুন: সিপিআইএমের প্রার্থীকে মারধরের অভিযোগ বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে, আটক তিন

অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের 1020টি আসনের মধ্যে 1136টি আসনে প্রার্থী মনোনয়ন জমা করেছিল তৃণমূল । সিপিএম দিয়েছিল 751টি আসনে প্রার্থীর মনোনয়ন । বিজেপি মনোনয়ন জমা করার ক্ষেত্রেই পিছিয়ে ছিল । 535 জন প্রার্থী মনোনয়ন করে বিজেপির । মনোনয়ন প্রত্যাহার ও স্ক্রুটিনির পর চুড়ান্ত তালিকায় দেখা যায়, তৃণমূল 1020টি আসনেই প্রার্থী দিয়েছে । সিপিএমের চূড়ান্ত প্রার্থী 654 জন বিজেপির 472 জন ।

Panchayat Elections 2023
পশ্চিম বর্ধমানে মনোনয়নের চিত্র

অর্থাৎ সিপিএমের তুলনায় চূড়ান্ত প্রার্থী তালিকায় অনেক পিছিয়ে বিজেপি । ফলাফলের দিক দিয়েও বিজেপি তৃতীয় স্থানে চলে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল । বিজেপি নেতৃত্ব যদিও এই ঘটনায় সন্ত্রাসের অভিযোগ তুলেছে । আসানসোল জেলার বিজেপির সাংগঠনিক সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, "আমাদের প্রার্থীদের প্রথমে মনোনয়ন করতে বাধা দিয়েছে বিভিন্নভাবে । যারা মনোনয়ন করেছে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে । আমরা যাদের নিরাপদ আশ্রয়ে রাখতে পেরেছিলাম, তাদের প্রার্থী করা গিয়েছে । তবে লড়াইয়ের মাঠেই আমরা থাকব । অত্যাচার করতে এলে প্রতিরোধ হবে ।"

সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায় বলেন, "শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের প্রার্থীরা মনোনয়ন করেছে । লড়াইয়েও মাটি ছাড়বে না কেউ । যদি স্বচ্ছ ভোট হয়, মানুষ আমাদের ভোট দেবে ।" তৃণমূল যদিও বিরোধীদের ধর্তব্যে রাখছে না । জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "বিরোধীদের মনোনয়নে কোনও বাধা দেওয়া হয়নি বলেই এত মনোনয়ন করতে পেরেছে বিরোধীরা । তবুও রাজ্যের উন্নয়ন দেখে মানুষ আমাদের সঙ্গেই আছে । পঞ্চায়েতে সবুজ ঝড় উঠবে পশ্চিম বর্ধমানে ।"

আরও পড়ুন: শাসকের হুমকিতে একরত্তিকে নিয়ে লুকিয়ে বিজেপি প্রার্থী, ঘটনায় বিজেপিকেই দুষল তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.