ETV Bharat / state

কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ বাম-কংগ্রেসের - left front

আজ দেশ ও জনবিরোধী কাজের জন্য প্রতিবাদ কর্মসূচি পালন কংগ্রেস ও বাম দলগুলি ৷ বিড়লা তারামণ্ডলের পাশে এটি অনুষ্ঠিত হয় ৷

ছবি
ছবি
author img

By

Published : Jul 7, 2020, 6:24 PM IST

কলকাতা, 7 জুলাই : দেশ ও জনবিরোধী কাজের জন্য প্রতিবাদ কর্মসূচি পালন করল কংগ্রেস ও বাম দলগুলি ৷ আজ বিড়লা তারামণ্ডলের পাশে হো চি মিনের মূর্তির সামনে বিক্ষোভ দেখায় তারা ৷ সর্বস্তরের মানুষকে নিয়ে জেলায় আলাদা আলাদা ভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে রাজ্যের এই বিরোধী দলগুলি ৷

photo
অবস্থান বিক্ষোভে সামিল বাম ও কংগ্রেসের একাধিক বড় নেতৃত্ব

আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণেরদাবি জানিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেনমিত্র জানান, " বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারিকরণ, পেট্রল-ডিজ়েল, কেরোসিন, রান্নারগ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন হবে । শ্রম আইনসংশোধন করা চলবে না । বিদ্যুৎ বিল মকুব করতে হবে । কোরোনা ছাড়া অন্যান্য চিকিৎসাপরিষেবা স্বাভাবিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে । বিভিন্ন রাজ্যের বিধানসভানির্বাচনকে সামনে রেখে দেশের সরকার অমানবিক রাজনীতি করছে । তাঁরা আরও জানান , " কোরোনা প্রতিষেধক নিয়ে ছেলেখেলা করছেন দেশের প্রধানমন্ত্রী । আমফানের ত্রাণবণ্টন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নেতা-কর্মীদেরবিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও কোনও ব্যবস্থা নিচ্ছেন না । পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতেরসদস্য কান ধরে উঠবস করছে অর্থ তছরুপের দায়ে । প্রকাশ্যে আসলেও পুলিশ-প্রশাসন কোনওঅভিযোগ নিতে চাইছে না । এখনও পর্যন্ত দুর্নীতিতে অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়েরদলের কর্মীরা কেউ গ্রেপ্তার হয়নি ।"

হো চি মিন রোডে বাম-কংগ্রেসের প্রতিবাদ স্লোগান

রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ক্ষোভ জানিয়ে বলেন, " এরপর রাষ্ট্র বিক্রি করে দেবে কেন্দ্রীয় সরকার । জাতীয় সম্পত্তি বিক্রি করতে করতে দেশের মানুষকে বিপদে ফেলে দেবে । আগামী দিনে দেশে বেকারের সংখ্যা বাড়বে । কর্মসংস্থান হবে না । কেবলমাত্র দেশের দু-একজন পুঁজিপতি আদানি আম্বানিদের স্বার্থে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সম্পত্তি বিক্রি করছেন । আগামী দিনে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ এর যোগ্য জবাব দেবেন ।"

কলকাতা, 7 জুলাই : দেশ ও জনবিরোধী কাজের জন্য প্রতিবাদ কর্মসূচি পালন করল কংগ্রেস ও বাম দলগুলি ৷ আজ বিড়লা তারামণ্ডলের পাশে হো চি মিনের মূর্তির সামনে বিক্ষোভ দেখায় তারা ৷ সর্বস্তরের মানুষকে নিয়ে জেলায় আলাদা আলাদা ভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে রাজ্যের এই বিরোধী দলগুলি ৷

photo
অবস্থান বিক্ষোভে সামিল বাম ও কংগ্রেসের একাধিক বড় নেতৃত্ব

আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণেরদাবি জানিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেনমিত্র জানান, " বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারিকরণ, পেট্রল-ডিজ়েল, কেরোসিন, রান্নারগ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন হবে । শ্রম আইনসংশোধন করা চলবে না । বিদ্যুৎ বিল মকুব করতে হবে । কোরোনা ছাড়া অন্যান্য চিকিৎসাপরিষেবা স্বাভাবিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে । বিভিন্ন রাজ্যের বিধানসভানির্বাচনকে সামনে রেখে দেশের সরকার অমানবিক রাজনীতি করছে । তাঁরা আরও জানান , " কোরোনা প্রতিষেধক নিয়ে ছেলেখেলা করছেন দেশের প্রধানমন্ত্রী । আমফানের ত্রাণবণ্টন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নেতা-কর্মীদেরবিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও কোনও ব্যবস্থা নিচ্ছেন না । পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতেরসদস্য কান ধরে উঠবস করছে অর্থ তছরুপের দায়ে । প্রকাশ্যে আসলেও পুলিশ-প্রশাসন কোনওঅভিযোগ নিতে চাইছে না । এখনও পর্যন্ত দুর্নীতিতে অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়েরদলের কর্মীরা কেউ গ্রেপ্তার হয়নি ।"

হো চি মিন রোডে বাম-কংগ্রেসের প্রতিবাদ স্লোগান

রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ক্ষোভ জানিয়ে বলেন, " এরপর রাষ্ট্র বিক্রি করে দেবে কেন্দ্রীয় সরকার । জাতীয় সম্পত্তি বিক্রি করতে করতে দেশের মানুষকে বিপদে ফেলে দেবে । আগামী দিনে দেশে বেকারের সংখ্যা বাড়বে । কর্মসংস্থান হবে না । কেবলমাত্র দেশের দু-একজন পুঁজিপতি আদানি আম্বানিদের স্বার্থে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সম্পত্তি বিক্রি করছেন । আগামী দিনে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ এর যোগ্য জবাব দেবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.